অভিনেত্রী রূপালী গঙ্গোপাধ্যায়, যিনি বর্তমানে হিন্দি সিরিয়াল 'অনুপমা'-তে প্রধান চরিত্রে অভিনয় করেছেন, এর আগে তাঁকে দেখা গিয়েছে ড. সিমরান, মনীষা সারাভাই এবং পিঙ্কির মতো আইকনিক চরিত্রে। এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় হিন্দি সিরিয়াল অনুপমা। আর সেই অনুসারে এই বাঙালি নায়িকার কেরিয়ার গ্রাফও উর্দ্ধমুখী। তবে মা হওয়ার পর রূপালীর জীবনে এসেছিল বড় পরিবর্তন। ডেলিভারির পর বেড়ে যাওয়া ওজনের কারণে ক্রমাগত ট্রোল করত অনুরাগীরা। কথা শোনাতে ছাড়েননি পরিচিত, বন্ধুরাও।
রূপালী নিজেই জানিয়েছিলেন যে, গর্ভাবস্থা খুব জটিল ছিল এবং মা হওয়ার পরে থাইরয়েড ধরা পড়ে তাঁর। এছাড়া জীবনযাত্রার পরিবর্তনের কারণেও তার ওজন অনেক বেড়ে যায়। অভিনেত্রীর কথায়, ‘‘আমি তখন এটা ওটা খেতে লাগলাম। আমার ওজনও বেড়ে ৮৩ কেজি হয়ে গেল। একটা সময়ের পর আমার গোড়ালি আমার ওজন নিতে পারত না। আর এসবের মধ্যেই লোকেরা বলতে শুরু করল ‘এ বাবা তুমি এত মোটা হয়ে গেছ’।’’ আরও পড়ুন: এক বছরে দুই মেয়ের জন্ম দেবিনা-গুরমিতের, কোন বিশেষ কাজে এলেন কলকাতা? দেখুন ছবিতে
কাছের বন্ধুরাও কটাক্ষ করতে ছাড়েনি বলে জানান রূপালী। বলেন, ‘হয়তো কেউ ভালোভাবেই কিছু বলল, কিন্তু দেখা গেল আপনার খারাপ লেগে গেল। আমাকে তো আমার এক অভিনেত্রী বান্ধবী একবার বলেছিল, ‘তুই তো আন্টি হয়ে গেলি’। এগুলো আপনার মনের উপরে মারাত্মক প্রভাব ফেলে। কারও আপনাকে মোটা বলার বা আন্টি বলে কটাক্ষ করার অধিকার নেই।’ আরও পড়ুন: নিককে দেখিয়ে প্রিয়াঙ্কাকে চুমু, আম্বানিদের অনুষ্ঠানে নাচের মাঝে রণবীর এ কী করল!
রূপালী আরও জানান, ‘এমন না ওই পর্বের পর আমি শক্তিশালী হয়ে গিয়েছিলাম। আমাকে তার পরেও নানা রকমের ট্রোলের মুখে পড়তে হয়েছিল। কেউ বলত, ওই তো তোমার মুখে বলিরেখা দেখা দিচ্ছে। তো কেউ বলত, মোটা মহিলা। আমি এখন বলি, হ্যাঁ আমার চেহারায় বলিরেখা আছে। আর এইসব বলিরেখা আমি অর্জন করেছি। আমি আজ যা, তার জন্য গর্বিত। অনুপমার ৩ বছর পর আমি যেভাবে আছি সেভাবে নিজেকে মেনে নিতে শিখেছি। যে মহিলারা এই ধরনের ট্রোলের মধ্যে দিয়ে যায় তাঁদের উদ্দেশে আমার বক্তব্য, বিদ্বেষীদের যোগ্য জবাব দিন যাতে তাঁরা লজ্জা পায়।’
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)