HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > বায়োস্কোপ > Anurag Kashyap: ছবিতে রাজনৈতিক বা ধর্মীয় কিছুই রাখা যাবে না: বলিউডের 'সীমাবদ্ধতা' নিয়ে অনুরাগ
বলিউড নিয়ে কথা বললেন অনুরাগ।

Anurag Kashyap: ছবিতে রাজনৈতিক বা ধর্মীয় কিছুই রাখা যাবে না: বলিউডের 'সীমাবদ্ধতা' নিয়ে অনুরাগ

  • অনুরাগ আগাগোড়াই স্পষ্টবাদী স্বভাবের। নিজের রাজনৈতিক মতাদর্শ নিয়েও রাখঢাক করেননি কখনও।

ছবির মাধ্যমে নিজের কথা বলতে ভালোবাসেন অনুরাগ কাশ্যপ। বলিউডের গতে বাঁধা 'ফর্মুলা'র বাইরে থাকা তাঁর অভ্যাস। কিন্তু তাতেও যেন পুরোপুরি সন্তুষ্ট নন পরিচালক। তাঁর মতে, ছবিতে সামান্য রাজনৈতিক বা ধর্মীয় বক্তব্য থাকলেও চাপে পড়ে যায় ইন্ডাস্ট্রি।

তাঁর কথায়, 'এই মুহূর্তে আমরা ছবিতে সামান্য রাজনৈতিক বা ধর্মীয় বিষয় দেখাতে পারব না। কারণ এ ধরনের কোনও কিছু দেখানো বারণ। কেউ সেগুলি দেখাতে বারণ করেনি। দেখানো যায় না কারণ দেখালে বিষয়টি কে কী ভাবে নেবেন, তা কেউ জানেন না।'

তাঁর সংযোজন, 'এই মুহূর্তে আমরা সকলেই খুব স্পর্শকাতর হয়ে আছি। খুব তাড়াতাড়ি আমরা অপমানিত বোধ করি। এই সময় আমাদের বিভিন্ন পরীক্ষামূলক কাজ করতে হবে।'

অনুরাগ আগাগোড়াই স্পষ্টবাদী স্বভাবের। নিজের রাজনৈতিক মতাদর্শ নিয়েও রাখঢাক করেননি কখনও। শাসক দলের বিরুদ্ধে আওয়াজ তোলায় জড়িয়েছেন বিতর্কে। ছবি তৈরির ক্ষেত্রেও নানা 'সীমাবদ্ধতা' চোখে পড়েছে তাঁর।

আপাতত 'দোবারা'র মুক্তি নিয়ে ব্যস্ত পরিচালক। এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন তাপসী পান্নু এবং পাভেল গুলাটি।

২০০৪ সালে 'ব্ল্যাক ফ্রাইডে' তৈরি করে চর্চায় উঠে আসেন অনুরাগ। এর পর 'দেব ডি', 'গুলাল', 'গ্যাংস অব ওয়াসিপুর'-এর মতো একাধিক সফল ছবি।