যাঁরা আজকাল বাংলা ধারাবাহিক নিয়ে খোঁজ খবর রাখেন তাঁরা ভালো মতোই জানেন যে বেঙ্গল টপার বলতে গত কয়েক মাস ধরে একটাই নাম উঠে আসে, আর সেটা অনুরাগের ছোঁয়া। যদিও এই সপ্তাহে অনেকটাই কমেছে অনুরাগের ছোঁয়ার নম্বর। হাতছাড়া হয়েছে এক নম্বর জায়গা, নেমে এসছে সোজা পাঁচে। তবুও ৯.৩০টা বাজলেই বাংলার অধিকাংশ বাড়িতেই বেজে ওঠে, 'সে যে যত্নে আঁকা সে যে স্বপ্নে ধোয়া / তাঁকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া।' আর সেই জনপ্রিয় ধারাবাহিকের দেখতে দেখতে ৫০০ পর্ব পার হয়ে গেল। ধুমধাম করে চলল সেলিব্রেশন।
অনুরাগের ছোঁয়ার ৫০০ পর্ব
অনুরাগের ছোঁয়া পার করে ফেলল ৫০০ পর্ব। সেই উপলক্ষ্যে এদিন বিশেষ আয়োজন করা হয়েছিল। কেক কেটে উদযাপন করা হয় বিশেষ দিনের। তাও একটি নয় তিনটি কেক কাটা হয় এদিন সেটে।
আরও পড়ুন: সূর্য-দীপার সংসার বাঁচাতে লাস্যময়ী নারীর রূপ ধারণ জয়ের, কোন উপায়ে পরাস্ত হবে মিশকা?
আরও পড়ুন: কমল দাদাগিরি-র নম্বর, কোন অঙ্কে জগদ্ধাত্রীকে মাত দিল সূর্য-দীপা
অনুরাগের ছোঁয়ার সেটে এদিন হাজির ছিলেন অনুরাগীরাও। তাঁদের সঙ্গে সেলফি তোলেন শিল্পীরা। ৫০০ পর্বের বিশেষ অনুষ্ঠানে অনুরাগের ছোঁয়ার গোটা টিমকে হাজির থাকতে দেখা যায় সেটে। সূর্য, দীপা তো বটেই, নববধূর সাজে দেখা মেলে মিশকারও। ছিল সোনা, রূপা, সূর্যর মা, ভাই, কাকা, কাকিমা সহ সকলেই। হাসি মজাও।
এখন কী দেখা যাচ্ছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে?
মিশকার শয়তানিতে নাজেহাল সূর্য এবং দীপা। এত বছর পর কাছে এসেও যেন তারা শান্তি পাচ্ছে না। মিশকা সূর্যর স্পার্ম নিয়ে তার অজান্তেই আইভিএফ পদ্ধতিতে গর্ভধারণ করেছে। এখন সে চায় সেনগুপ্ত বাড়িতে ঢুকতে। সূর্যর জীবনে যেন তেন প্রকারেন জায়গা বানাতে। দীপাও সেনগুপ্ত পরিবারের উত্তরসূরির কথা ভেবে ওর উপর থেকে সমস্ত কেস তুলে নিয়েছে। এখন দেখার পালা এটাই যে মিশকা সূর্য এবং দীপার জীবনে নতুন করে আবার কোন ঝড় তোলে।