টেলিপাড়ায় কান পাতলেই শোনা যায় দিব্যজ্যোতি দত্তের আগে-পরে নাকি সুন্দরীরা ঘোরে! কথাটা যে ভুল নয়, তাঁর প্রমাণ হামেশাই পাওয়া যায়। ছোটপর্দার সবচেয়ে চর্চিত এই নায়কের মিষ্টি আচরণে সবারই মন গলে যায়। কিছুদিন আগেও ‘অনুরাগের ছোঁয়া’র সূর্য আর মিঠাইরানির রসায়ন নিয়ে কানাঘুষো শোনা যেত, আজকাল সূর্যর ভাইবউ উর্মির সঙ্গে তাঁর অফস্ক্রিন রসায়ন নিয়ে আলোচনা প্রবল। যদিও দিব্য়জ্যোতির কথায়, তিনি সিঙ্গল। তাঁর জীবনজুড়ে এখন শুধু কাজ। আরও পড়ুন-দশমীতে সম্পর্কের এক বছর পূর্তি! প্রেমিকের জন্য আদুরে বার্তা মিঠাই-এর পিঙ্কি ভাবি
আরও পড়ুন-সুদীপা অতীত! ভাই বউয়ের সঙ্গে রোম্যান্টিক পোজ সূর্যর, অফস্ক্রিনে নতুন রসায়ন?
অনুরাগীরা চাইলেও সৌমিলি ওরফে উর্মির সঙ্গে দিব্যজ্যোতির কেমিস্ট্রিকে উপেক্ষা করতে পারছে না। রোম্যান্সের ব্যাপারে কনফিউশন থাকলেও সূর্য আর জয়ের ব্রোম্যান্স নিয়ে কোনওরকম সন্দেহ নেই। পর্দার বাইরে দারুণ বন্ধুত্ব তাঁদের। পুজোর ছুটিতে সপরিবারে বাইরে ঘুরতে গিয়েছেন দিব্যজ্যোতি। বাবা-মা, বোনকে নিয়ে সাগরপাড়ে সময় কাটছে নায়কের। তবে পুজোর শুরুটা একসঙ্গেই হয়েছিল জয়-উর্মি আর সূর্যর। পুজোর আমেজ গায়ে মেখে শাহরুখের জওয়ান ছবির ‘জিন্দা বান্দা’য় ফাটিয়ে নাচলেন তিনজনে।
বেগুনি রঙা ইন্দো-ওয়েস্টার্ন ড্রেসে সৌমিলি, পাশে ডেনিম আর ঘন সবুজ শার্টে দিব্যজ্যোতি। হাফ হাতা নীল স্ট্রাইপ দেওয়া শার্ট আর ডেনিমে সাজলেন প্রারব্ধি। পর্দার স্বামী আর ভাসুরকে নিয়ে শাহরুখের হুক স্টেপ ম্যাচ করলেন উর্মি। আজাদ আর বিক্রম রাঠোর হয়ে মঞ্চ মাতালেন সূর্য-জয়। দুই নায়কের মধ্যমণি সৌমিলি। পুজো মণ্ডপেই নাচতে দেখা গেল তাঁদের। এই ত্রয়ীর সঙ্গে দীপা অর্থাৎ স্বস্তিকাক না দেখে খানিক হতাশ ভক্তরা। তবে দিব্যজ্যোতির শরীরী হিল্লোলে কুপোকাত অনুরাগীরা।
আজকাল সোশ্যালে মাঝেমধ্যেই দিব্যজ্যোতির সঙ্গে ছবি পোস্ট করেন সৌমিলি। এতদূর সব ঠিকই ছিল, এর মাঝে হঠাৎ ভাইবউয়ের সঙ্গে রোম্যান্টিক পোজ দিলেন সূর্য। ইনস্টায় সেই ছবি পোস্ট করতেই হু হু করে ভাইরাল। শুধু উর্মির সঙ্গে ছবি পোস্ট করেই ক্ষান্ত থাকেননি সূর্য, বরং নিজেদের জুটির নামকরণও করলেন। 'সূর্য+ উর্মি= সূর্মি' ছবির ক্যাপশনে লিখেছেন অভিনেতা। যা দেখে চোখ গোলগোল ভক্তদের। সেই থেকেই শুরু প্রেমের জল্পনা। তবে দিব্য়জ্যোতির কথায়, ‘এটা সত্যিকারের বন্ধুত্ব’। আগামিতে এই বন্ধুত্বের রঙ বদল হবে নাকি নতুন রঙের ছোঁয়া লাগবে, সেটাই এখন দেখার।