বাংলা নিউজ > বায়োস্কোপ > Indian Idol Update: অনুষ্কার গানের জাদুতে ফের মুগ্ধ সকলে, কোন গানে বাজিমাত করল এই বঙ্গতনয়া

Indian Idol Update: অনুষ্কার গানের জাদুতে ফের মুগ্ধ সকলে, কোন গানে বাজিমাত করল এই বঙ্গতনয়া

 অনুষ্কার গানের জাদুতে ফের মুগ্ধ সকলে

Indian Idol Update: ‘ড্রিম গার্ল’ স্পেশাল পর্বে অনুষ্কার গানে মাতবে গোটা ভারত। বিচারক থেকে অতিথিরা মুগ্ধ হলেন এই বঙ্গতনয়ার গানের জাদুতে।

অনুষ্কার সুরেলা কন্ঠের জাদুতে ফের মুগ্ধ হলেন বিচারক থেকে দর্শকরা। বাদ গেলেন না বিশেষ অতিথিরাও। ইন্ডিয়ান আইডলে এই সপ্তাহে ‘ড্রিম গার্ল’ স্পেশাল পর্বের আয়োজন করা হয়েছে। সেখানেই অনুষ্কাকে 'পেয়ার হামে কিস মোড় পে' গানটি গাইতে দেখা যাবে। সেই পর্বের একটি প্রোমো ভিডিয়ো প্রকাশ্যে এনেছে সোনি টিভি। শনিবার রাতে এই প্রোমো ভিডিয়োটি প্রকাশ করেছে এই চ্যানেল। এই গানের হাত ধরেই ফের আসমুদ্র-হিমাচল মেতে উঠবে অনুষ্কার কণ্ঠে।

হেমা মালিনীকে শ্রদ্ধা জানাতে এই জনপ্রিয় হিন্দি রিয়েলিটি শোতে ড্রিম গার্ল স্পেশাল পর্বের আয়োজন করা হয়েছে। ইন্ডিয়ান আইডলের এই বিশেষ পর্বে অনুষ্কার এই গান সকলকেই মুগ্ধ করে। প্রোমো ভিডিয়ো থেকে অন্তত সেটাই বোঝা যাচ্ছে। বিচারকরা সকলেই ওর গান শুনতে শুনতে প্রসংশা করতে থাকেন।

পশ্চিমবঙ্গের মেয়ে অনুষ্কা। এর আগে তাকে বাংলার জনপ্রিয় রিয়েলিটি জি বাংলার সারেগামাপায় দেখা গিয়েছিল। তবে সেই শো সে জিততে না পারলেও সকলের মন জয় করে নিয়েছিল। পেয়েছিল কালিকা প্রসাদ ভট্টাচার্য স্মৃতি পুরস্কার এবং ভিউয়ার্স চয়েজ অ্যাওয়ার্ড। বাংলার সারেগামাপার পর সে এই বছর সোনি টিভির ইন্ডিয়ান আইডলে অংশ নেয়। এবং সেখানেও ইতিমধ্যেই সে সকলের মন জিতে নিয়েছ। তাকে আগামী পর্বে 'সাত্তে পে সাত্তা' ছবি থেকে 'পেয়ার হামে কিস মোড় পে' গানটি গাইতে দেখা যাবে। এই গানটি আদতে কিশোর কুমার, ভূপিন্দর সিং, আর ডি বর্মন এবং স্বপন চক্রবর্তী গেয়েছিলেন। আর ডি বর্মনের কম্পোজ করা এই গানটি গেয়ে আরও একবার সে সকলকে তাক লাগিয়ে দেয়।

পুরুষের বেশে, মাথায় উইগ পরে তাকে পারফর্ম করতে দেখা যাবে আগামী পর্বে। রবিবার রাতে দেখানো হবে এই বিশেষ পর্ব। বিশেষ অতিথি হিসেবে জেনেলিয়া ডিসুজা এবং রিতেশ দেশমুখকে দেখা যাবে। তাঁরা অনুষ্কার গান শুনে অভিভূত হয়ে যান।

মাত্র ১৬ বছর বয়সে সে সকলের মন জয় করে নিয়েছে। কখনও শান্ত ভাব নিয়ে গানটি গান তিনি, কখনও আবার দুর্দান্ত ধামেকেদার অবতারে গানটি গাইতে দেখা যায় তাঁকে।

প্রতি শনি এবং রবিবার সোনি টিভিতে ইন্ডিয়ান আইডল দেখা যায় রাত আটটা থেকে।

বন্ধ করুন