বাংলা নিউজ > বায়োস্কোপ > Sushmita Dey: স্টার জলসাতে আসছে ‘অপু’ সুস্মিতার নতুন সিরিয়াল, নায়ক কে জানেন?

Sushmita Dey: স্টার জলসাতে আসছে ‘অপু’ সুস্মিতার নতুন সিরিয়াল, নায়ক কে জানেন?

সুস্মিতার কামব্যাক

অল্প কয়েকদিনের ছুটি কাটিয়েই ফের লাইট-ক্যামেরা-অ্যাকশনের মুখোমুখি সুস্মিতা। স্টার জলসা'তে আসছে অভিনেত্রীর নতুন সিরিয়াল।

সদ্যই শেষ হয়েছে জি বাংলার জনপ্রিয় মেগা ‘অপরাজিতা অপু’। একটা সময় টিআরপি তালিকা কাঁপানো এই মেগার রেজাল্ট একটু খারাপ হতেই চ্যানেল কর্তৃপক্ষ বন্ধ করে দেয় এটি। যদিও শেষ সপ্তাহেও পাঁচের উপর টিআরপি নিয়ে প্রতিদ্বন্দ্বী চ্যানেলকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে অপু-দীপু। এর মাঝেই টেলিপাড়ায় জোর কানাঘুষো শীঘ্রই কামব্যাক করছেন ‘অপারজিতা অপু’ সুস্মিতা দে। ইতিমধ্যেই নাকি নতুন সিরিয়ালের প্রোমোও শ্যুট করে ফেলেছেন তিনি। তবে এবার জি বাংলায় নয়, সুস্মিতাকে দেখা যাবে স্টার জলসায়। ‘অপরাজিতা অপু’র প্রযোজনা সংস্থা টেন্ট সিনেমার নতুন সিরিয়ালে মুখ্য চরিত্রে থাকবেন সুস্মিতা। 

আর এই সিরিয়ালে সুস্মিতার বিপরীতে কে থাকবেন? দীপুর হাত থেকে এবার মণীশ-এর হাত ধরবে অপু। হ্যাঁ, ‘ফেলনা’ খ্যাত দেবজ্যোতি রায়চৌধুরী থাকবেন এই সিরিয়ালের হিরো হিসাবে, তেমনটাই খবর। 

এবারও কি সেই সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠবার গল্প? ‘অপরাজিতা অপু’তে দেখা গিয়েছিল কেমনভাবে জীবনের সব প্রতিকূলকতাকে জয় করে বিয়ের পরেও বিডিও হওয়ার স্বপ্নপূরণ করে। এই ধারাবাহিকেও এক ‘অপরাজিতা’র গল্পই থাকবে। সুশান্ত দাসের এই সিরিয়াল এমন এক মেয়ের জীবন ফুটে উঠবে যাকে বিয়ের পর তাঁর শাশুড়ি পেশায় পা রাখবার স্বপ্ন দেখাবে। আর  সেই স্বপ্নপূরণ করতে গিয়েই বিদেশের মাটিতে পৌঁছাবে সে। 

নতুন প্রোজেক্ট নিয়ে মুখ খুলতে না সুস্মিতা। জি বাংলার এই সাড়া জাগানো নায়িকা তাঁর দ্বিতীয় প্রোজেক্টে কতখানি ছাপ ফেলবেন সেটাই এখন দেখবার। পাশাপাশি সুস্মিতা-দিব্যজ্যোতি রসায়ন কতটা নজরকাড়া হবে, সেই বিষয়টা দেখতেও মুখিয়ে রয়েছে সব্বাই।

 

বন্ধ করুন