বলিউডের ১ নম্বর গায়ক এখন অরিজিৎ সিং। তাঁর গানে মুগ্ধ হন না এমন মানুষ পাওয়া দুষ্কর। কদিন আগে পারফর্ম করলেন তিনি আম্বানিদের প্রাক বিবাহ অনুষ্ঠানেও। বউ কোয়েলকে সঙ্গে নিয়েই গেছিলেন তিনি জামনগরে। এমনকী, গায়কের বেশিরভাগ লাইভ পারফরমেন্স, স্টেজ শো-তেও সঙ্গে থাকেন কোয়েল।
অনেকেই জানেন, অরিজিৎ সিং-এর দ্বিতীয় স্ত্রী কোয়েল। এর আগেও একবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন গায়ক। তবে সেই স্ত্রী-র নাম বা পরিচয়, কোনওটাই কখনও আসেনি সামনে। কোয়েল অরিজিতের দ্বিতীয় স্ত্রী। লাভ লাইভ নিয়ে বরাবরই স্পিকটি নট তিনি। কালেভদ্রে কখনও হয়তো কথা বলেছেন! সেরকমই একটা ভিডিয়ো ভাইরাল হয়েছে সম্প্রতি অনলাইনে।
আরও পড়ুন: দু' বছরে দুবার বিয়ে করায় হয় কটাক্ষ! বিরক্ত দুর্নিবার-মোহর এতদিনে সামনে আনলেন ছবি
দেখা যাচ্ছে এক সাক্ষাৎকারে অরিজিৎকে প্রশ্ন করা হচ্ছে, কে প্রপোজ করেছিল। যাতে লজ্জা পেয়ে অরিজিৎ জবাব দেন, ‘আমিই’। এরপরের প্রশ্ন আসে, গান গেয়ে প্রপোজ করেছিলেন নাকি! তাতে বেশ আতঙ্কিত হয়েই গায়ক বলেন, না না। একদম নরমাল। সঙ্গে জানান, ছোটবেলা থেকেই চিনতেন তাঁরা একে-অপরকে। একসঙ্গে পড়তেন। তারপর বন্ধুত্বই প্রেমে পরিণতি পায়। সঙ্গে স্পষ্ট করে দেন চোখে-চোখে মোটেও ইশারা হয়নি। বলেন, ‘না বাবা, কোনও কনফিউশন চাই না’!
আরও পড়ুন: কিছুদিন আগে বিকিনি পরে ট্রোল হন এই টলি নায়িকা! হলে চলছে সিনেমা, বলুন তো কে?
এরপর কবে বিয়ে করেছেন তিনি আর কোয়েল প্রশ্নে একটু ভেবে জবাব দেন, আবার হিসেব করতে হবে। আমাদেরটা আসলে গোপন বিয়ে ছিল…
আরও পড়ুন: খিলখিল হাসি দুজনের! হয়নি বিচ্ছেদ, ‘বাবু’ ডেকে তথাগতর উদ্দেশে বার্তা ঋতাভরীর
শোনা যায় ২০১৪ সালে ঘর বেঁধেছিলেন অরিজিৎ আর কোয়েল। তারাপীঠ মন্দিরে তাঁরা বিয়েটা করেন। মুর্শিদাবাদে একসঙ্গে তাঁদের বেড়ে ওঠা। কোয়েলও অতীতে একটি বৈবাহিক সম্পর্কে ছিলেন বলেও শোনা যায়। সেই বিয়ে থেকে একটি পুত্র সন্তানও হয়। তবে সে এখন অরিজিৎ আর কোয়েলের কাছেই থাকে। ইন্ডাস্ট্রি থেকে অরিজিৎ সিংয়ের 'মেন্টর' হিসেবে পরিচিত প্রীতম একমাত্র ছিলেন সেই বিয়েতে। তবে এসবই লোকমুখে ছড়ানো খবর। নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালেই রাখেন তিনি আর কোয়েল। দুই ছেলে জুল আর অলিও খুব লো প্রোফাইলেই বড় হচ্ছে। ইন্ডাস্ট্রির ঝাঁ চকচকে গ্ল্যামারের ছিঁটেফোঁটাও সন্তানদের দিকে আসতে দিতে চান না।