২০২৩ সালের ৯ মার্চ সব নিয়ম নীতি মেনে বিয়ে করেছিলেন গায়ক দুর্নিবার সাহা আর মোহর সেন। সেটা দ্বিতীয় বিয়ে ছিল দুর্নিবারের। এর আগে গায়ক সাত পাকে বাঁধা পড়েছিলেন মিনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে। দুর্নিবার-মোহরের বিয়ের খবর শুনতেই শুরু হয়ে গিয়েছিল ট্রোল, কটাক্ষ। অবস্থা এমন জায়গায় পৌঁছয় যে বিয়ের ছবিই আর সেভাবে ভাগ করে নেননি এই দম্পতি। এমনকী, দেওয়া হয়নি হানিমুনের ছবিও। মোহর এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, চাইলেই তাঁরা ট্রোলে জবাব দিতে পারেন। তবে নিজেদের ও পরিবারের মানসিক শান্তির কথা মাথায় রেখে আর বিতর্ক বাড়াতে চান না তাঁরা।
তবে শনিবার প্রথম বিবাহবার্ষীকির দিন শুধু যে বিয়ের ছবি ভাগ করে নিলেন দুর্নিবার তা নয়, সঙ্গে বিয়ে উপলক্ষে বানানো গানটিও। সোহাগ নামের গানটি লিখেছেন ঋতম সেন। সুর দিয়েছেন শ্রবণ ভট্টাচার্য। আর গেয়েছেন দুর্নিবার নিজেই। গায়ে হলুদ থেকে সাত পাকে ঘোরা, রিসেপশনের সাজ, সবই রয়েছে ছবি-ভিডিয়ো আকারে এখানে।
আরও পড়ুন: কিছুদিন আগে বিকিনি পরে ট্রোল হন এই টলি নায়িকা! হলে চলছে সিনেমা, বলুন তো কে?
ইউটিউবে শেয়ার করা গানটির ঝলক ইনস্টাগ্রামে ভাগ করে দুর্নিবার লিখলেন, ‘আমরা যখন বিস্মৃতির মাঝে ভেসে যাচ্ছিলাম তখন দেখা হয়েছিল। আমরা একে অপরের সাথে হোঁচট খেয়েছি এবং নিয়তি আমাদের গল্প লিখেছে। আমরা অপমানিত হয়েছিলাম, অভিমতযুক্ত অপরিচিত ব্যক্তিদের দ্বারা অপমানিত হয়েছিলাম কিন্তু আমাদের প্রিয়জনরা আমাদের ভালোবাসা দেখিয়েছিল এবং যত্নের সাথে আমাদের আলিঙ্গন করেছিল। আমরা মাথা উঁচু করে এগিয়ে যাব।’
আরও পড়ুন: খিলখিল হাসি দুজনের! হয়নি বিচ্ছেদ, ‘বাবু’ ডেকে তথাগতর উদ্দেশে বার্তা ঋতাভরীর
২০১৭তে আইনি বিয়ে হয়েছিল মিনাক্ষী আর দুর্নিবারের। তারপর একসঙ্গেই থাকতেন। ২০২১-এর ফেব্রুয়ারির শেষে সাত পাক ঘোরেন মীনাক্ষী-দুর্নিবার। কিন্তু মাসখানেক যেতে না যেতেই তাল কাটে। আর দুটো প্রাপ্ত বয়স্ক মানুষ যখন বুঝতে পারে, একে-অপরের সঙ্গে থাকতে পারছেন না আর, আলাদা হয় পথ। ২০২১-এর ডিসেম্বরেই অফিসিয়ালি ডিভোর্স হয় তাঁদের। তারপর ২০২৩-এর মার্চে বিয়ে করে নতুন জীবন শুরু করেন দুর্নিবার-মোহর। তবে তাতেই নজর লেগেছিল সামাজিক মাধ্যমে থাকা কিছু নীতি পুলিশের।
আরও পড়ুন: সমীর ওয়াংখেড়ের অভিনেত্রী স্ত্রী ক্রান্তি রেডকারের কাছে 'পাকিস্তান' নম্বর থেকে আপত্তিকর ফোন
আপাতত তাঁরা এক সন্তানের মা। ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন মোহর আর দুর্নিবার। সন্তান নেওয়ার ইচ্ছে দুজনেরই ছিল। বিয়ের পর আর দেরি করতে চাননি তাই। আপাতত গায়কের খুদে ছেলের ছবি দেখার অপেক্ষায় মুখিয়ে আছে নেটপাড়া।