কদিন আগেই শ্রীলঙ্কা ট্যুরে গিয়েছিলেন টলিউডের এই নায়িকা। আর সেখান থেকে বিকিনি পরা ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নিতেই মুখোমুখি হয়েছিলেন ট্রোলের। কেউ কেউ কটাক্ষ করে বলেছিলেন, ‘পর্নস্টার লাগছে’! তবে অভিনেত্রীদের জীবনে, ট্রোল এখন আর নতুন কিছু নয়। আট থেকে আশি, কেউ বাদ যায় না এর হাত থেকে।
অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন, তিনি শ্রীলঙ্কায় ছুটি কাটানোর সময় জানতেনও না তাঁকে নিয়ে কী চলছে! এই নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে বললেন, ‘সবার আমাকে ভালো লাগবে এমনটা তো সম্ভব নয়, তেমনই আমারও সবাইকে ভালো লাগে না। এটাই দুনিয়ার নিয়ম’!
পারলেন চিনতে কে এই তারকা! ঠিকই ধরেছেন, এই ছবিগুলি পার্নো মিত্রের। মাসখানেক আগে তিনিই দিয়েছিলেন সেগুলি সোশ্যাল মিডিয়াতে। বেশ অনেকদিন পর বড় পর্দায় কেন্দ্রীয় চরিত্রে দেখা যাচ্ছে পার্নোকে। মুক্তি পেয়েছে বনবিবি। মিষ্টি এই অভিনেত্রীকে বেশ পছন্দ করে দর্শকরে। বেশ অনেকদিন পর সিনেমার পর্দায় ফেরা নিয়ে উৎসাহিত অভিনেত্রী নিজেও। ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির পার্থী হিসেবে বরাহনগর থেকে ভোটে দাঁড়িয়েছিলেন পার্নো। ভোটে না জিততে পারায় নিজেকে রাজনীতি থেকে সরিয়ে নেন।
বাবাকে হারিয়েছেন বেশ কিছু বছর আগে। এখন তাঁর কাঁধেই সংসারের দায়িত্ব। এই নিয়ে কথা বললেন অভিনেত্রী। প্রতিদিনকে বললেন, ‘দেখতে দেখতে ১০টা বছর হয়ে গিয়েছে। তবে আমি একা এরকম তা তো নয়। আরও অনেকেই আছেন। একজন অভিনেতা বলে সেটাকে গ্লোরিফাই করতে চাই না। কত সিঙ্গেল মাদজার আছেন, আবার আমার বা আমার থেকে বয়সে ছোট, মা বাবার সঙ্গে থেকেও সংসার চালায়। সকলকেই একটা সময়ের পর দায়িত্ব নিতে হয়।’
টেলিভিশনে অভিনয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করেন তিনি। ২০০৭ সালে রবি ওঝা প্রযোজিত ‘খেলা’ ধারাবাহিকের হাত দিয়ে শুরু হয় পথ চলা। তাঁর চরিত্রের নাম ছিল ইন্দ্রা। রবি ওঝার আরও একটি ধারাবাহিকে দেখা যায় পার্নোকে – ‘মোহনা’। এরপর ‘সময়’ ধারাবাহিকে আবীর চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছিলেন।
অঞ্জন দত্তর ‘রঞ্জনা আমি আর আসব না’ ছবি দিয়ে বড় পর্দায় পা রাখেন পার্নো। কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ‘অপুর পাঁচালী’তে পরমব্রত চট্টোপাধ্যায়ের অভিনয় তাঁকে ভরিয়ে দিয়েছিল প্রশংসায়। ‘রাজকাহিনি’, ‘বেডরুম’, ‘আমি আর আমার গার্ল ফ্রেন্ডস’, ‘মাছ মিষ্টি অ্যান্ড মোর’, ‘একলা আকাশ’, ‘ভীতু’, ‘আরশিনগরের গোলকধাঁধা’, ‘ধর্মযুদ্ধ’-র মতো ছবিতে কাজ করেন।
বলিউড অভিনেতা ইরফান খানের সঙ্গেও স্ক্রিন শেয়ার করেন তিনি মুস্তাফা সারওয়ার ফারুকির ছবি ‘ডুব’-এ। এবার তিনি দর্শককে পরিচয় করাবেন অচেনা সুন্দরবনের সঙ্গে।