মরু রাজ্যেই বর্ষবরণ করলেন অরিজিৎ সিং। সারা বছর কাজের ব্যস্ততা। তবে ২০২৩-এর শেষলগ্নে এসে পরিবারের জন্য সময় বার করলেন ‘সোমু’ (অরিজিতের ডাক নাম)। নতুন বছরের প্রাক্কালে ছুটি কাটাতে রাজস্থানের জয়সলমীরে উড়ে গিয়েছেন ‘লুট পুট গায়া’ গায়ক। সেখান থেকেই সপরিবারে ক্যামেরাবন্দি হলেন অরিজিৎ সিং। আরও পড়ুন-‘মনটাও মাটির মতো নরম’, গায়ক অরিজিতে আগেই মুগ্ধ, মানুষ হিসাবে চিনে ঋদ্ধ কমলেশ্বর
মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে নিজের মিষ্টি পরিবারকে মুঠোফোনে বন্দি করেছেন গায়ক। সেই ছবি হু হু করে ভাইরাল সোশ্যালে। ছবিতে দেখা মিলল তাঁর স্ত্রী কোয়েল এবং দুই পুত্র আলি ও জুলের। ভালোবাসামাখা পরিবারের এই মিষ্টি ঝলকে মুগ্ধ সকলে। গায়কের ফ্যান পেজ গুলোর দৌলতে তাঁর আরেকটি ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেখানে জয়সলমীরের কোনও প্রসিদ্ধ স্থান দর্শনে গিয়েছেন অরিজিৎ। মারওয়ারি স্থাপত্যের সামনে দাঁড়িয়ে ফোনে মন শিল্পীর। পাশে দুই ছেলের সঙ্গে কথা বলছেন কোয়েল। পরে ছোট ছেলে বাবার কাছে কোনও আবদার রাখে।
এই মুহূর্তে হিন্দি প্লেব্যাক জগতের একদম শীর্ষে রয়েছেন অরিজিৎ সিং। দাপটের সঙ্গে বাংলা ভাষাতেও গান গেয়ে চলেছেন জিয়াগঞ্জের ভূমিপুত্র। তাঁর ভক্ত সংখ্যা অগুণতি। প্রিয় গায়ককে চোখের সামনে দেখতে হাজার হাজার টাকার কনসার্ট টিকিট কাটতেও কুন্ঠাবোধ করেন না অনুরাগীরা। তবে প্রচারের আলো এবং গ্ল্য়ামার দুনিয়ার চাকচিক্য থেকে শত হস্ত দূরে থাকতেই পছন্দ করেন অরিজিৎ। বাস্তব জীবনে পুরোদস্তুর ফ্যামিলিম্যান তিনি। আর নিজের পরিবারের সঙ্গে কাটানো মিষ্টি মুহূর্তের এক ঝলক নতুন বছরে ভাইরাল হয়েছে অরিজিতের ফ্যান পেজগুলোর দৌলতে।
জানা গিয়েছে জয়সলমীরের সিতারা হোটেলে রয়েছেন অরিজিৎ। ২০২৩ সালটাও বলিউডে অরিজিতের বছর। শুরুটা হয়েছিল ‘ঝুমে জো পাঠান’ দিয়ে। এরপর ‘চলেয়া’, ‘তু হ্যায় তো মুঝে ফির অউর ক্যায়া চাহিয়ে’, ‘তুম ক্যায়া মিলে’ থেকে শুরু করে ‘লুট পুট গায়া’, ‘ও মাহি’র মতো জনপ্রিয় গান শ্রোতা-দর্শকদের উপহার দিয়েছেন তিনি। বাংলাও দূরে থাকেনি অরিজিতের ম্যাজিক্যাল টাচ থেকে। ‘বাউন্ডুলে ঘুড়ি’, ‘জিয়া তুই ছাড়া’-র মতো গান উপহার দিয়েছেন তিনি। ২২-এর শেষে মুক্তি পাওয়া অরিজিতের রামপ্রসাদি গান ‘মন রে কৃষিকাজ জানো না’ বছরভর ফিরেছে বাঙালির মুখে মুখে। এখানেই শেষ নয়, এইবার কলকাতা চলচ্চিত্র উৎসবের থিম গানও গেয়েছেন অরিজিৎ।