খ্যাতির শীর্ষে থেকেও কতটা সাধারণ জীবন-যাপন করা যায় তা চোখে আঙুল দিয়ে বারবার দেখান অরিজিৎ। আট থেকে আশি মুগ্ধ তাঁর গায়েকিতে। কিন্তু শুধু কি গান, মানুষ অরিজিৎ প্রতিদিনই চমকে দেন। সাধারণ হয়েই অসাধারণ তিনি। এবার অরিজিতের গুণমুগ্ধের তালিকায় যুক্ত হল ‘চাঁদের পাহাড়’ পরিচালকের নাম।
টলিউডের অন্যতম খ্যতনামা পরিচালক তথা অভিনেতা কমলেশ্বর মুখোপাধ্যায়। তাঁর আসন্ন ছবি ‘একটু সরে বসুন’-এ গান গেয়েছেন অরিজিৎ। রণজয় ভট্টাচার্যের সুরে ‘বিয়ে বিভ্রাট’ ছবিতে অরিজিতের গাওয়া জিয়া তুই ছাড়া এখনও ফিরছে লোকের মুখে মুখে। এবার গানপ্রেমীদের জুটির নতুন উপহার ‘নিষ্পলক’। সেই গানের অভিজ্ঞতা ভাগ করতে গিয়েই অরিজিতের প্রশংসায় পঞ্চমুখ কমলেশ্বর।
ফেসবুকের দেওয়ালে পরিচালক লেখেন, 'আমার নতুন ছবি 'একটু সরে বসুন' এর জন্যে নতুন গান করাতে গিয়ে রণজয় ভট্টাচার্য (কথা ও সুর) সূত্রে আমার আবার যোগাযোগ হলো অরিজিৎ সিং - এর সাথে। তাও টেলিফোনে। তার অনেকদিন আগে আমার ছবি 'চাঁদের পাহাড়ে'র জন্যে একটা গান গেয়েছিলেন তিনি। সেই সূত্রে হয়তো মনে রেখেছিলেন আমাকে।'
বর্তমানে দেশের অন্যতম জনপ্রিয় কন্ঠশিল্পী অরিজিৎ-কে নিয়ে পরিচালক আরও বলেন, ‘এই মুহূর্তে ভারতের অন্যতম শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী যিনি আমার মতে অবশ্যই আন্তর্জাতিক মানের প্রথম সারির গায়ক - তার সম্মন্ধে দুটো কথা আমি না বলে পারছি না।’ আমি আমার কর্মজীবনে এমন বিরাট মাপের মানুষের কাছ থেকে এতো সমাদর আর সহযোগিতা আশা করতে ভয় পাই আজকাল। কিন্তু অবাক কান্ড - লোকটা যে মাটির কাছাকাছির মানুষ। মনটাও মাটির মতো নরম। এই অনন্যসাধারণ মানুষের উদারতা বা সাধারণ জীবনযাত্রার ব্যাপারে আমরা অনেক শুনেছি দূর থেকে। কিন্তু ওঁর কাজ করার ধরণ, ব্যবহার আর কাজের প্রতি আদর দেখে এটা বুঝলাম : গায়ক হিসেবে তিনি যত বড়ো - মানুষ হিসেবে, তার চেয়েও।'
বয়সে ছোট শিল্পীর প্রশংসায় কোনও কর্পণ্য করলেন না ‘পার্সওয়ার্ড’ পরিচালক। লেখেন, 'আমার থেকে বয়সে অনেক ছোট এই বিরল প্রতিভাবান ও মানবিক শিল্পীর কাছ থেকে আমার জীবনের অনেক শিক্ষা পাওয়া বাকি ছিল - সেটা বুঝলাম। এ আমার অশেষ প্রাপ্তি। আমি ঋদ্ধ হলাম। ভালো থাকবেন অরিজিৎ সিং- আপনি মানুষের পাশে আছেন। আপনি নিজের মনকে জিতে নিয়েছেন - অন্যের মন তো জিতবেনই।'