অর্জুন-মালাইকার সম্পর্কের বয়স প্রায় পাঁচ বছর। আরবাজ খানের সঙ্গে দাম্পত্যে ইতি টানতে না টানতেই ১২ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে প্রেম সম্পর্কে জড়ান মালাইকা। ঘটনাচক্রে অর্জুনের প্রাক্তন বান্ধবী অর্পিতা খান (এখন শর্মা)-র প্রাক্তন বৌদি মালাইকা। বয়সের ফারাক, মালাইকার ডিভোর্সি স্টেটাস কোনওকিছুই বাধ সাধেনি এই জুটির প্রেমকাহিনিতে।
মাস কয়েক আগেই দুজনের প্রেম ভাঙার জল্পনা মাথাচাড়া দিয়েছিল। ইনস্টায় অর্জুনের পরিবারের একাধিক সদস্যকে ‘আনফলো’ করেছিলেন মালাইকা। তারপর থেকেই দুজনের দূরত্ব নিয়ে কানাঘুষো শোনা গিয়েছে। মাঝে যদিও ডিনার ডেটে একসঙ্গে সময় কাটিয়েছেন অর্জুন-মালাইকা। এবার করণ জোহরের কফি উইথ করণের মঞ্চে মালাইকার সঙ্গে সম্পর্ক নিয়ে অকপট বনি-পুত্র। কিন্তু বিয়ে প্রসঙ্গ এড়ালেন।
সঞ্চালক করণ সরাসরি জিগ্গেস করেন, ‘তোমরা নিজেদের সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া নিয়ে কী ভাবছো?’ অর্জুন একথা শুনে স্পষ্ট বলেন, ‘আমি এই অনুষ্ঠানে আসতে ভীষণ পছন্দ করি কারণ, এখানে এসে মন খুলে সৎভাবে কথা বলা যায়। তবে আমার বিয়ের বিষয়টা জীবনের এমন একটা অংশ সেটা নিয়ে হুট করে কিছু বলা যায় না। তা ছাড়াও, সম্পর্কটা তো দু’জন মানুষের। আমার পার্টনার এখানে অনুপস্থিত, আমি কিছু একটা বলে দেব, সেটা অন্যায় হবে (আনফেয়ার)। আমার মনে হয়, আমাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে হলে আমাদের দুজনের একসঙ্গে কথা বলা উচিত।’ তবে মালাইকার সঙ্গে সুখে আছেন তিনি স্পষ্ট জানান অর্জুন।
এখন মালাইকার বয়স ৫০, অর্জুনের ৩৮। বয়সের ফারাক নিয়ে লাগাতার ট্রোলের মুখোমুখি হন তাঁরা। এই সম্পর্কে কী মত অর্জুনের? ‘ইশকজাদে’ তারকা বলেন, ‘এটা তো ওদের (ট্রোলার) শিক্ষাদীক্ষা, পরিবেশটা বুঝিয়ে দেয়। যারা সোশ্যাল মিডিয়ায় একটা ভুলভুল মন্তব্য করছে তারা শুধু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চায়। আগে আমি সেগুলো দ্বারা একটু প্রভাবিত হতাম, আর পালটা জবাব দিতাম। তারপর বুঝলাম, ওরা আসলে আমার দৃষ্টি আকর্ষণ করছে মাত্র। তাই এখন নিজেকে সেসব থেকে গুটিয়ে নিয়েছিল। আমাকে এখন আর ওই কটাক্ষ, ট্রোল প্রভাবিত করে না।’
অভিনেতা আরও জানান, যারা তাঁদের সম্পর্ক নিয়ে ট্রোল করে বা বক্স অফিস ব্যর্থতাকে কটাক্ষ করে তারাই আবার সেলফির জন্য হুড়োহুড়ি করে। এই দ্বিচারিতা নিয়েও প্রশ্ন তোলেন অর্জুন। কফি উইথ করণের সাম্প্রতিক এপিসোডে বন্ধু আদিত্য রায় কাপুরের সঙ্গে অংশ নেন অর্জুন।