মায়ের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে আবেগপ্রবণ পোস্ট অভিনেতা অর্জুন রামপালের। স্মৃতির পাতা থেকে পুরনো একাধিক ছবির কোলাজ করা ভিডিয়ো শেয়ার করেছেন তিনি। সাদা-কালো ছবিতে একরত্তি অর্জুনকে তাঁর মায়ের কোলে দেখা গিয়েছে। কোলাজ করা ভিডিয়ো শেয়ার করে আবেগঘন পোস্ট করেছেন অভিনেত্রী।
মায়ের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে ভিডিয়ো শেয়ার করে অর্জুন লিখেছেন, ‘তুমি আমাকে অনেক ভালোবাসতে। আমি তোমার অভাব প্রতিটা মুহূর্তে অনুভব করি, ৫ বছর ধরে এখনও। আমার জন্য যা কিছু করেছ, তার জন্য তোমায় অনেক ধন্যবাদ। তুমি অনেকের মন ছুঁয়েছ, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছ। তোমাকে সবাই মিস করে মা। তোমাকে ভালোবাসি’। আরও পড়ুন: হাঁটু জলে নেমে ফটোশ্যুট মালবিকার, নায়িকার ছবি দেখে ক্লিন বোল্ড ভক্তরা
দীর্ঘদিন ধরে ক্যানসারে ভোগার পর ২০১৮ সালে মারা যান অর্জুন রামপালের মা গ্যুয়েন রামপাল। চিকিৎসা প্রথমদিকে সুস্থ হয়ে গেলেও ১০ বছর পর ফের তাঁর মা অসু্স্থ হয়ে পড়েন বলে জানিয়েছিলেন অর্জুন। ক্যানসার নাকি ফুসফুসে ছড়িয়ে পড়েছিল।
প্রেমিকা গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের সঙ্গে দীর্ঘ কয়েক বছর ধরে সম্পর্কে রয়েছেন অর্জুন। বিগত কয়েক বছর ধরেই তাঁরা একে অন্যকে ডেট করছেন। ২০১৮ সালে এক বন্ধুর মাধ্যমে তাঁদের আলাপ হয়েছিল। সেই আলাপ গড়ায় বন্ধুত্ব এবং তারপর প্রেম। বছর ঘুরতে না ঘুরতেই তাঁদের জীবনে তাঁদের প্রথম সন্তান অরিক রামপাল আসে। ৪ বছর পর জন্ম হয় তাঁদের দ্বিতীয় সন্তানের।
উল্লেখ্য, প্রাক্তন স্ত্রী মেহের জেসিয়ার সঙ্গে অর্জুনের দুই কন্যা আছে, মাহিকা রামপাল এবং মাইরা রামপাল। ২০১৯ সালে অর্জুন এবং তাঁর প্রাক্তন স্ত্রীর আইনত বিবাহবিচ্ছেদ হয়। তবে দুই মেয়ের সঙ্গে দারুণ বন্ডিং বাবা অর্জুনের।