বাংলা নিউজ > বায়োস্কোপ > Rakul Preet Singh: 'টিভিতে প্যারেড দেখা নিয়ম ছিল', প্রজাতন্ত্র দিবসে স্মৃতিচারণ রকুলপ্রীতের

Rakul Preet Singh: 'টিভিতে প্যারেড দেখা নিয়ম ছিল', প্রজাতন্ত্র দিবসে স্মৃতিচারণ রকুলপ্রীতের

প্রজাতন্ত্র দিবসে স্মৃতিচারণ রকুলপ্রীতের

Rakul Preet Singh: প্রজাতন্ত্র দিবস কীভাবে কাটাতেন কী করতেন জানালেন অভিনেত্রী রকুলপ্রীত সিং। বললেন টিভিতে প্যারেড দেখা নিয়ম ছিল তাঁদের পরিবারে।

আজ ৭৪তম প্রজাতন্ত্র দিবস। অভিনেত্রী রকুলপ্রীত সিংয়ের কাছে এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। তাঁর কাছে প্রজাতন্ত্র দিবস মানেই একরাশ নস্টালজিয়া, ইমোশন। ছোটবেলায় তিনি এই দিনটি তিনি তাঁর পরিবারের সঙ্গে কাটাতেন। তিনি জানান যে এই দিনটি তিনি তাঁর পরিবারের সঙ্গে টিভিতে প্যারেড দেখতেন। একই সঙ্গে অভিনেত্রী জানান যে দেশ হিসেবে আমরা এই দিনটির গুরুত্ব, মানে সঠিকভাবে বুঝি, এবং সেটাকে উদযাপন করি।

হিন্দুস্তান টাইমস সিটির জন্য অভিনেত্রী ইন্ডিয়া গেটের সামনে পোজ দেন। তিনি সেই সময় বলেন, 'যখনই দেশাত্মবোধক বা দেশপ্রেমের কোনও দিন আসত আমি ভীষণ গর্ববোধ করতাম। আসলে আমি আদ্যোপান্ত একজন দেশপ্রেমিক। আমার বেড়ে ওঠা আর্মি পরিবারে।'

ইন্ডিয়া গেটের সামনে অভিনেত্রী ফিরে গেলেন তাঁর ছোটবেলায়। মনে করলেন সেই সময় তিনি কীভাবে তাঁর পরিবারের সঙ্গে বসে টিভি দেখতেন। প্যারেড দেখতেন। আর এই দিনে টিভিতে প্যারেড দেখা যেন তাঁদের পরিবারের একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে।

অভিনেত্রী এই প্রসঙ্গে জানান, 'আমরা প্রতিবছর টিভিতে প্যারেড দেখতাম। না লাইভ দেখতে না, টিভিতেই দেখতাম। আর ভারতের এই গৌরবময় দিনটিকে উদযাপন করতাম।' তিনি আরও বলেন, 'আমি একবারই লাইভ প্যারেড দেখতে গিয়েছিলাম। তখন আমি ভীষণই ছোট, মাত্র চার বছর বয়স ছিল আমার।'

তিনি জানান আজও শত ব্যস্ততার মধ্যে তিনি সময় খুঁজে বের করেন এই বিশেষ দিনটিতে প্যারেড দেখার জন্য। তাঁর বাবা ভারতীয় সেনা জওয়ান ছিলেন। ছত্রিওয়ালি রকুলপ্রীত তাঁর আগামী ছবির প্রমোশন করতে দিল্লিতে ছিলেন, সেখানে তিনি জানান, 'আমি আজও সুযোগ পেলে প্যারেড দেখি। কাজ না থাকলে আমি নিশ্চিত ভাবে প্যারেড দেখি।'

রকুলপ্রীতের কাছে প্রজাতন্ত্র দিবসের গুরুত্ব কতটা? এই বিষয়ে অভিনেত্রী বলেন, 'আমার গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার বোঝার এবং উপলব্ধি করার দিন হল এটি। আমার সবার আগে বোঝা উচিত অধিকার কী, সেটা বাকস্বাধীনতা হোক বা বেঁচে থাকার অধিকার। আমি একজন দেশপ্রেমিক, আর আমি বিশ্বাস করি দেশ হিসেবে আমরা প্রজাতন্ত্র দিবসের মানেটা সঠিক ভাবে উদযাপন করি।'

বন্ধ করুন