ছোট্ট ভুতুকে মনে আছে? জি বাংলা খ্যাত বাংলা সিরিয়ালের শিশুশিল্পী আর্শিয়া মুখোপাধ্যায়। একটা সময় আট থেকে আশি সবার মনে ঘর করে নিয়েছিল জি বাংলার মিষ্টি ভূত, ভুতু। তাঁর জনপ্রিয়তা এতটাই যে বাংলার গণ্ডি পেরিয়ে মুম্বইয়ে পা দিয়েছিলেন আর্শিয়া। কিন্তু সে-সব এখন অতীত! অভিনয় থেকে দূরে থাকলেও সোশ্যালে দারুণ অ্যাক্টিভ আর্শিয়া। তবে পান থেকে চুন খসলেই ট্রোলের মুখে পড়তে হয় আর্শিয়াকে।
ছোট্ট ভুতু আর্শিয়া
ইংরেজিতে তৈরি ভূত কার্টুন ক্যাসপারের সঙ্গে দারুণ মিল ছিল ভুতুর। ‘ভুতু’ এতটাই জনপ্রিয় হয়েছিল যে, বাংলায় শেষ হতেই হিন্দি ভাষায় তৈরি হয় ভুতু। বর্তমানে টেলিভিশনের পর্দা থেকে দূরে রয়েছেন আর্শিয়া। নিজের পড়াশোনায় মন দিয়েছেন তিনি। হিন্দি ভাষায় কথা বলতে গিয়ে ফের একবার ট্রোলের মুখে পড়েন আর্শিয়া।
আরও পড়ুন: হয়ে ওঠেন সকলের প্রিয় Angry Rantman, কেন নিজের এই নাম রেখেছিলেন কলকাতার ইউটিউবার অভ্রদীপ
আরও পড়ুন: ‘একই উপার্জন করতে আমাকে ১৫টা..’, বলিউডে বেতন বৈষম্য নিয়ে বড়সড় মন্তব্য রবিনার
আর্শিয়ার পোস্ট
১৬ এপ্রিল ছিল আর্শিয়ার দিদির জন্মদিন। উদযাপন করা হয় ১৭ এপ্রিল। দিদির জন্মদিন সেলিব্রেশনের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন আর্শিয়া। সেই ভিডিয়োতে হিন্দি ভাষায় কথা বলতে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু হিন্দি ভাষায় কথা বলতে গিয়ে রীতিমতো হোঁচট খাচ্ছিলেন তিনি। ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, ‘@adrijamukherjee-র বিস্ময়কর জন্মদিন উদযাপন!’
আরও পড়ুন: টাইমস পত্রিকার বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় আলিয়া, কী বললেন উচ্ছ্বসিত নায়িকা
আর্শিয়াকে ট্রোল
সেই পোস্টেই আর্শিয়াকে রীতিমতো ট্রোল করা শুরু করেন নেটিজেনরা। একজনের মন্তব্য, ‘বাঙালি হয়ে বাংলা বলতে কি অসুবিধা, হিন্দি যখন আসে না?’ কেউ লিখেছেন, ‘হিন্দির তোমার থেকে শেখা উচিত!’ যদিও অনেকেই আর্শিয়াকে দেখে মনে করলেন ছোট্ট ভুতুকে। একজনের মন্তব্য, ‘তুই ভুতুই ভালো ছিলি। কেন যে বড় হলি কে জানে’। কারও মন্তব্য, ‘কে বোন, কে দিদি বোঝাই যাচ্ছে না’। কেউ লিখেছেন, ‘দুজনকে একই রকম দেখতে’।
আর্শিয়ার কাজ
অনেকদিন ছোট পর্দায় দেখা মেলেনি আর্শিয়ার। ভুতু-র পর ‘শ্রীকৃষ্ণ ভক্ত মীরা’ ধারাবাহিকে মীরাবাইয়ের ছোটবেলার চরিত্রে তিনি কিছুদিন অভিনয় করেছিলেন। একটি সিনেমায়ও ছোট চরিত্রে কাজ করেছেন। কিন্তু পরবর্তীতে আর ফেরেননি। বড় হয়ে গিয়েছে সকলের প্রিয় ছোট্ট ‘ভুতু’। পড়াশোনা শেষ করে শীঘ্রই বড় পর্দায় নায়িকা হিসেবে পা রাখতে চান আর্শিয়া। আপাতত নিজের পড়াশোনাতেই মনোনিবেশ করেছে সে।