তিন দশকের বেশি সময় ধরে বলিউডে কাজ করছেন অভিনেত্রী রবিনা ট্যান্ডন। স্পষ্টভাষী শৈলীর জন্য পরিচিত তিনি। নব্বইয়ের দশকে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তিনি। অনেক হিট ছবি উপহার দিয়েছেন। সম্প্রতি, ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কিত অবাক করার মতো বিষয় শেয়ার করেছেন রবিনা।
সদ্য জিস্ট নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে রবিনা জানিয়েছেন, নব্বইয়ের দশকে চলচ্চিত্র জগতে প্রবেশ করেছিলেন, সে সময় তাঁর একটি উপলব্ধি হয়েছিল। তিনি বলেছেন, তাঁর মতো মহিলা অভিনেত্রীদের সহ-অভিনেতার মতো পারিশ্রমিক পেতে ১৫-২০ টি ছবি করতে হয়েছে। যেখানে একজন অভিনেতা একটি ছবি করেই সমতুল্য উপার্জন করতে পারতেন।
পারিশ্রমিক প্রসঙ্গে রবিনা
রবিনা বলেছেন, ‘সেইসব দিনে খুব কম পরিশ্রমিক পেতেন অভিনেত্রীরা। যদিও অভিনেতারা মোটা অঙ্কের টাকা পেতেন। ওঁরা একটি ছবিতে যা পারিশ্রমিক পেতেন আমার সেই উপার্জন করতে হলে ১৫টা ছবি করতে হত। আমি সবার কথা বলতে পারব না, তবে আমার মতো অভিনেত্রীদের, সহ-অভিনেতার একটি ছবির পারিশ্রমিকের সমান উপার্জন করতে ১৫-২০টা ছবি করতে হতো’।
আরও পড়ুন: দ্বিতীয় বিবহবার্ষিকীর পর ‘ঝড়’ জীবনে? ইনস্টাগ্রামে কীসের ইঙ্গিত দিলেন আলিয়া ভাট
আরও পড়ুন: ঘাড় নাড়িয়ে নাচছেন, নিজের AI ভিডিয়ো দেখে চমকে উঠলেন বিগ বি! ‘অলৌকিক..', বললেন অমিতাভ
কী জানালেন রবিনা
অভিনেত্রীর কথায়, পারিশ্রমিকের তফাতের কারণেই আমির খান এবং সলমন খানের মতো অভিনেতারা বেছে বেছে ছবি করার সুযোগ পেতেন। রবিনা যোগ করেছেন, ‘সামগ্রিকভাবে সবার জন্যও, আজকের পরিস্থিতির তুলনায় অঙ্কটা অনেক কম ছিল। এখানে আরও অনেক কর্পোরেট এসেছে। তাই অনেক বেশি পেশাদার কাজ করার জায়গা হয়ে উঠেছে, যা আসলে দুর্দান্ত’।
আরও পড়ুন: প্রয়াত জনপ্রিয় বাঙালি ইউটিউবার 'অ্যাংরি ব়্যান্টম্যান' অভ্রদীপ সাহা, বয়স ২৭ বছর
রবিনার জার্নি
১৯৯১ সালে ‘পাথ্থার কে ফুল’ সিনেমা দিয়ে বলিউডে ডেবিউ করেছিলেন অভিনেত্রী রবিনা ট্যান্ডন। নব্বইয়ের দশকে গোবিন্দা, অজয় দেবগন, সুনীল শেট্টি, অক্ষয় কুমারের মতো অনেক তারকাদের সঙ্গে একার পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন অভিনেত্রী। 'টিপ-টিপ বরসা পানি' গানের মাধ্যমে ঘরে ঘরে পরিচিতি পান রবিনা। বলিউডে নাম কামানোর পর, তিনি আজ ওটিটিতেও দুর্দান্ত কাজ করছেন।
রবিনার কাজ
কাজের ফ্রন্টে, রবিনা ট্যান্ডনকে ‘পাটনা শুক্লা’ ছবিতে শেষবার দেখা গিয়েছে, যিনি একজন সাধারণ মহিলা, রোল নম্বর কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া এক ছাত্রের সাক্ষী ছিলেন। ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পায় ওই ছবি।