বাংলা নিউজ > বায়োস্কোপ > Aryan Khan: এক ফ্রেমে আরিয়ান-শাহরুখ-সুহানা! ছেলেমেয়েকে নিয়ে কীসের বিজ্ঞাপন করলেন কিং খান

Aryan Khan: এক ফ্রেমে আরিয়ান-শাহরুখ-সুহানা! ছেলেমেয়েকে নিয়ে কীসের বিজ্ঞাপন করলেন কিং খান

এক ফ্রেমে বন্ধি হলেন পুত্র-কন্যা সহ শহরুখ খান। (Instagram)

Khan Family: একই ফ্রেমে ধরা দিলেন শহরুখ-আরিয়ান-সুহানা। ইতিমধ্যেই এই ছবি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।

এক ফ্রেমে বন্ধি হলেন পুত্র-কন্যা সহ শহরুখ খান। মূলত আরিয়ান খানের ব্র্যান্ডকে প্রোমোট করতেই এই উদ্যোগ নিল খান পরিবার। একই ফ্রেমে ধরা দিলেন শহরুখ-আরিয়ান-সুহানা। ইতিমধ্যেই সেই ছবি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।

এই প্রথম আরিয়ানের ক্লোদিং ব্রান্ডের প্রচারে দেখা যাবে বোন সুহানাকে। গত বছর এই ব্র্যান্ডের অ্য়াম্বাসেডর হিসেবে দেখা গিয়েছিল স্বয়ং শাহরুখ খানকে। আরিয়ানের ‘ডিয়াভল’-এর প্রথম স্টক আসামাত্রই কয়েক ঘণ্টায় সোল্ড আউট হয়ে যায় নিমেষের মধ্যে।

আরও পড়ুন: পার্টি কিংবা বিয়েবাড়ি, শুধু উপস্থিতিই যথেষ্ঠ! তাতেই নাকি লক্ষ টাকা পেয়ে যান ওরি! আয় কত হয়?

এবার ‘ডিয়াভল’ কে প্রোমোট করতেই একসঙ্গে পর্দায় ধরা দিলেন এই ত্রয়ী। বিশেষ এই ছবিতে শাহরুখ-সুহানা ও আরিয়ান জুটি সুপার হিট। ছবির ক্যাপশনে লেখা ছিল ‘ট্রিপল থ্রেট’। ছবিতে সব থেকে আকর্ষণীয় এই তিন খানের স্টাইল। তিনটি আকর্ষণীয় জিন্সে সেজেছিলেন ৩ খান। শহরুখ-আরিয়ান দু'জনের গায়েই ছিল একই ক্যাজুয়াল টি শার্ট। অন্যদিকে ছাই রঙের একটি স্পেগেটিতে দেখা যায় সুহানাকে।

এক ফ্রেমে বন্ধি হলেন পুত্র-কন্যা সহ শহরুখ খান
এক ফ্রেমে বন্ধি হলেন পুত্র-কন্যা সহ শহরুখ খান (Instagram)

এই ছবি আলোরণ ফেলে দিয়েছে সামাজিক মাধ্যমে। বাবা-ছেলে-মেয়েকে একসঙ্গে দেখে আপ্লুত হয়েছেন অনুরাগীরা। ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া মাত্রই চারদিক থেকে লাইক ও কমেন্টের বন্যা বয়ে যায়। কমেন্ট করেন বেশ কয়েকজন সেলিব্রিটিও। যাতে রয়েছেন পরিচালক-কোরিওগ্রাফার ফারহা খানও । তিনি লিখেছেন, ‘সুন্দর! গৌরী তুমি দুর্দান্ত কাজ করেছ।’

অন্য এক ভক্ত লিখেছেন, ‘শাহরুখের বাচ্চারাও তাঁর উজ্জ্বলতা এবং ক্যারিশমার কাছে হার মেনে যায়’। আরও এক অনুরাগী লিখেছেন, 'বলিউডের কিং খান শাহরুখ খান'। এক ভক্ত তাদের 'দ্য খান আর্মি' বলেও সম্বোধন করেন।

শিঘ্রই পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছেন আরিয়ান খান। ‘স্টারডম’ নামের একটি ওয়েব সিরিজ পরিচালনা করছেন তিনি। একাধারে ব্যবসায়ী ও পরিচালক শাহরুখ পুত্র। এ প্রসঙ্গে জিকিউ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে আরিয়ান সৃজনশীল ক্ষেত্রে তাঁর দ্বৈত ভূমিকা নিয়ে আলোচনা করেন। আরিয়ান জানান তাঁর ব্র্যান্ডেরও বিভিন্ন বিজ্ঞাপনের পরিচলনা করেন তিনি। ব্র্যান্ডের সমস্ত বিজ্ঞাপনের শুটিং এবং ফটোশুটের তদারকিতে অংশ নেন। একজন পরিচালক হিসাবে যে কোনও শুটিংই খুঁটিয়ে তদারকি করেন শাহরুখ পুত্র।

আরও পড়ুন: এক ফ্রেমে পিতা-পুত্র! ‘লাহোর ১৯৪৭’ এর হাত ধরে বলিউডে পা রাখছেন সানি পুত্র করণ

২০২১ সালে একটি লাক্সারি ক্রুজ থেকে আটক করা হয়েছিল আরিয়ানকে। মাদক নেওয়ার অভিযোগে গ্রেফতারও হন। এক সময় হাজতবাসও হয়েছিল। যদিও পরে, কোনও প্রমাণ না মেলায় বেকসুর খালাস ঘোষণা করা হয় আরিয়ানকে। অতীতের সেই অন্ধকার অধ্যায় পিছনে ফেলে কেরিয়ার গোছাতে ব্যস্ত হয়ে পড়েছেন আরিয়ান বর্তমানে। ছেলেকে সহযোগিতা করে চলেছেন শাহরুখ খানও। 

বায়োস্কোপ খবর

Latest News

আগামিকাল জীবনের জট কাটবে? রবিবারে ভাগ্য কেমন থাকবে? জানুন ১৫ সেপ্টেম্বরের রাশিফল কলতান–সঞ্জীবের একসপ্তাহের পুলিশ হেফাজত, ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় নিশিযাপন ‘কলকাতা পুলিশের ক্ষমতা সীমিত’, বিস্ফোরণে এনআইএ তদন্ত চেয়ে শাহকে চিঠি সুকান্তর ‘এলেন,ছড়ালেন,চলে গেলেন’, বিতর্কে বাঁকুড়া মিমসের উন্মেষ,পোস্ট মুছেও পালটা জবাব হিন্দি দিবসে সেলেবরা শেয়ার করলেন তাঁদের প্রিয় লাইন! কথায় কথায় কে কী বলেন ব্যাট ও বলের মধ্যে লাহোর ও করাচির মতো দূরত্ব, তাও আউট, হাস্যকর আম্পায়ারিং পাকে IPL রিটেনশন নিয়ে সাসপেন্স আরও বাড়তে চলেছে, দাবি নয়া রিপোর্টে ‘‌এটা খুব খারাপ লেগেছে’‌, মুখ্যমন্ত্রীর মন্তব্যে দুঃখিত নির্যাতিতার বাবা–মা মুম্বই সিটির বিরুদ্ধে এগিয়ে গিয়েও ড্র মোহনবাগানের, দায় স্বীকার কোচ মোলিনার বাবা নেই, চোখে জল নিয়ে স্মরণসভায় মালাইকা, পাশে প্রাক্তন স্বামী আরবাজ, নেই অর্জুন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.