আসছে পরিচালক রাজকুমার সন্তোষীর পরবর্তী ছবি ‘লাহোর ১৯৪৭’ । ছবিটির প্রযোজনা করছেন আমির খান। এই ছবিতে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে সানি দেওল ও তাঁর পুত্র করণ দেওলকে। এই পিতা ও পুত্রের জুটি দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করেছেন সিনেপ্রেমীরা।
আরও পড়ুন: কোন দলের হয়ে লোকসভা ভোটে? সব জল্পনায় ‘আলোকপাত’ রামগোপালের, করলেন আরও একটি টুইট
করণ দেওয়লকে ছবিতে নেওয়া প্রসঙ্গে রাজকুমার সন্তোষী জানান, ‘আমি যখনই করণের সঙ্গে সানির বাড়ি বা অফিসে দেখা করতাম, তখনই ওঁর মধ্যে একটা নিষ্ঠা দেখেছি। তাই আমি আমিরের সঙ্গে কথা বলি। করণের অডিশন নেওয়ার জন্য হ্যাঁ বলে আমির। আমার বিশ্বাস সানি দেওলের মতোই একজন সফল অভিনেতা হিসাবে নাম লেখাবে করণও’ ।
আরও পড়ুন: কোন দলের হয়ে লোকসভা ভোটে? সব জল্পনায় ‘আলোকপাত’ রামগোপালের, করলেন আরও একটি টুইট
করণ দেওলকে কাস্ট করা নিয়ে সানির অনুভূতি নিয়েও কথা বলেন রাজকুমার সন্তোষী। পরিচালক জানান, ‘সানিও খুব খুশি হয়েছেন। সানি এবং আমি 'ঘটক' এবং ‘দামিনীর’ মতো খুব ভাল কিছু ছবি করেছি। তাই পরিচালক হিসেবে আমি শিল্পীদের কাছ থেকে ভালো পারফরম্যান্স বের করে নিতে পারি বলেই বিশ্বাস করেন সানি।
আরও পড়ুন: হাতে ধরা কলম, রক্ত ঝরছে! সোনু সুদের ‘ফতেহ’ র পোস্টার দেখলে তাক লাগবে
করণের প্রতিভা ও সম্ভাবনাকেও দর্শকের সামনে তুলে ধরা জরুরি। এদিকে ছেলের ডেবিউ নিয়ে অত্যন্ত খুশি সানি। করণও খুব পরিশ্রমী এবং আন্তরিক। আমি আত্মবিশ্বাসী যে করণ প্রত্যাশা পূরণ করবেন। উনিও গর্বের সঙ্গে তাঁর বাবা ও দাদুর (অভিনেতা ধর্মেন্দ্র) নাম রক্ষা করবেন।'
আরও পড়ুন: আলিয়ার জন্মদিনে বাবার শার্টেই লুকিয়ে ছিল ছোট্ট রাহা! ছবি দেখে মুগ্ধ নেটিজেনরা
‘লাহোর ১৯৪৭’ ছবিতে দেখা যাবে প্রীতি জিন্টাকেও। ইতিমধ্যে ২৫ দিনের শুটিং সম্পূর্ণ হয়েছে । প্রীতির জিন্টারও প্রশংসা করেন পরিচালক। তিনি জানান, ‘প্রীতি একটা বড় বিরতির পরে ফিরে আসছে। ও একজন দুর্দান্ত অভিনেত্রী। সত্যিই ও দারুণ পারফর্ম করছে।'
শেষ ‘গদর ২’ এ দেখা যায় সানি দেওলকে। বক্স অফিসে এই ছবি দারুণ সফল। কিং খানের ‘জওয়ান’ এর সঙ্গে হাড্ডা হাড্ডি লড়াই করেছে গদর-২। ফের একবার ‘লাহোর ১৯৪৭’-এর হাত ধরে পর্দায় ফিরছেন সানি। এই ছবিতে কেমন হতে চলেছে পিতা-পুত্রের ডুয়ো? তা দেখর অপেক্ষায় দিন গুনছেন সিনেপ্রেমীরা।