বলিউডের প্রথম সারি তারকাদের সঙ্গে পার্টি করার জন্য পরিচিত ওরহান অবত্রমানি ওরফে ওরি। কিছুদিন আগে জামনগরে অনন্ত আম্বানির প্রাক-বিবাহ অনুষ্ঠানেও জাহ্নবী কাপুর, নাইসা দেবগন, সারা আলি খান এবং অনন্যা পাণ্ডের সঙ্গে দেখা গিয়েছিল বলিপাড়ার এই চর্চিত ব্যক্তিকে।
এখন ওরি জানাচ্ছেন এধরনের পার্টি, বিয়েবাড়িই নাকি তাঁর আয়ের প্রাথমিক উৎস। এধরনের অনুষ্ঠানে অংশ নিলেই নাকি তিনি টাকা পান। তাও সেটা অল্প বিস্তর নয়, এই অনুষ্ঠান থেকে ওরির আয় নাকি লক্ষ লক্ষ টাকা। ওরির দাবি বিয়ে বাড়িতে গেলেই নাকি তিনি ১৫ থেকে ৩০ লক্ষ টাকা আয় করেন।
আরও পড়ুন: এক ফ্রেমে পিতা-পুত্র! ‘লাহোর ১৯৪৭’ এর হাত ধরে বলিউডে পা রাখছেন সানি পুত্র করণ
সম্প্রতি ফোর্বস ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের আয়ের উৎস নিয়ে মুখ খুলেছেন ওরি। কীভাবে কোনও অনুষ্ঠানে গিয়ে তিনি সবাইকে 'আনন্দ' দেন, সেকথাই বলেছেন ওরহান অবত্রমানি ওরফে ওরি।
তিনি জানান, ‘আপাতত আমার লক্ষ্য খুশির বার্তা ছড়িয়ে দেওয়া। মানুষ খুশি হলেই আমি খুশি হই। আমি বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে লোকজনকে খুশি করি। এটাই আমার কাজ। বিভিন্ন সাজে আমি সেখানে পৌঁছে যাই।’ তাঁর সাজ দেখেই নাকি আপ্লুত হয়ে যান উপস্থিত অতিথিরা।
এর আগে নিজের পেশা সম্পর্কে বলতে গিয়ে মজা করে ওরি বলেছিলেন 'আই অ্যাম আ লিভার'। ওরি জানান, তাঁকে বিয়েতে 'অতিথি হিসেবে নয়, বন্ধু হিসেবে' উপস্থিত থাকতে বলা হয়। ওরির কথায়, ‘ বন্ধুরা আমাকে বিয়েতে ডাকেন এবং তাঁরা আমাকে ১৫ লক্ষ থেকে ৩০ লক্ষ টাকা পর্যন্ত দেন। তাঁরা চান আমি অতিথি হিসেবে নয়, বন্ধু হিসেবে অনুষ্ঠানে থাকি।’
আরও পড়ুন: হাতে ধরা কলম, রক্ত ঝরছে! সোনু সুদের ‘ফতেহ’ র পোস্টার দেখলে তাক লাগবে