বাংলা নিউজ > বায়োস্কোপ > Lata-Asha: ভেন্টিলেশনে লতা মঙ্গেশকর, দিদিকে দেখতে হাসপাতালে ছুটলেন আশা, কী জানালেন তিনি?

Lata-Asha: ভেন্টিলেশনে লতা মঙ্গেশকর, দিদিকে দেখতে হাসপাতালে ছুটলেন আশা, কী জানালেন তিনি?

হাসপাতালে আশা

শনিবার ফের লাইফ সাপোর্টে দেওয়া হয় লতা মঙ্গেশকরকে। 

শনিবার সরস্বতী পুজোর দিনই ‘সুরের সরস্বতী' লতা মঙ্গেশকরের শারীরিক পরিস্থিতি ফের বিগড়ে যায়। তাঁকে আবারও ভেন্টিলেশনে দেন চিকিত্সকরা। জানুয়ারি মাসের শুরু থেকেই মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিত্সাধীন সুরসম্রাজ্ঞী। এদিন লতা মঙ্গেশকরকে দেখতে হাসপাতালে ছুটে আসেন ছোট বোন আশা ভোঁসলে। লতাকে দেখে ফিরে যাওয়ার সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দিদির শারীরিক পরিস্থিতি নিয়ে আপটেডও দেন আশা ভোঁসলে। 

এদিন সংবাদমাধ্যমে আশা ভোঁসলে জানান, ‘চিকিত্সকরা জানিয়েছেন দিদির পরিস্থিতি এখন স্থিতিশীল’। এর আগে চিকিত্সক প্রতীত সামদানি সাংবাদিকদের জানান, ‘লতা মঙ্গেশকরকে এই মুহূর্তে অ্যাগ্রেসিভ থেরাপি দেওয়া হচ্ছে, এবং সেই চিকিত্সায় উনি সাড়া দিচ্ছেন’। করোনা ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে গত ৮ই জানুয়ারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর, তবে আপতত তিনি করোনা-মুক্ত। কিন্তু শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় ফের তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে। গত ২৯ দিন ধরে একটানা হাসপাতালে চিকিত্সাধীন লতা মঙ্গেশকর। ৯২ বছর বয়সী গায়িকার স্বাস্থ্যের দিকে কড়া নজর চিকিৎসকদের।

লতা মঙ্গেশকরের জন্য প্রার্থনা শুরু হয়েছে দেশজুড়ে, তাঁকে দেখতে শনিবার রাতে হাসপাতালে ছুটে যান নাতনি শ্রদ্ধা কাপুরও। বয়সজনিত কারণেই চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও সেরে উঠতে সময় লাগছে গায়িকার, জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে। 

১৯২৯ সালে ইন্দোরে জন্মগ্রহণ করেছিলেন লতা। সঙ্গীত জগতের অবিসংবাদী সম্রাজ্ঞী হওয়ার আগে শিশু অভিনেতা হিসেবেই ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছিলেন এই প্রবাদপ্রতিম শিল্পী। ১৯৪২ সালে একটি মারাঠি ছবির সৌজন্যে প্রথম গান রেকর্ড করেন তিনি। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। লতার সুরেলা কন্ঠের জাদুতে বুঁদ প্রজন্মের পর প্রজন্ম।

সাত দশকের দীর্ঘ কেরিয়ারে ত্রিশ হাজারের বেশি গান রেকর্ড করেছেন তিনি। ২০০১ সালে তাঁকে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান, ভারত রত্নে ভূষিত করা হয়েছে। দ্রুত সেরে উঠুক সবার প্রিয় লতা দিদি, প্রার্থনা গোটা দেশের।

বন্ধ করুন