ঠিক ১৫ মিনিট। তার মধ্যেই মন খুলে প্রশ্ন করা যাবে তাঁকে। তিনিও উত্তর দেবেন মন খুলেই। মন খুলে এবং মজা করে। তিনি, শাহরুখ খান।
এর আগেও টুইটারেAskSRK নামে প্রশ্নোত্তর পর্বে হাজির হয়েছেন শাহরুখ খান। শনিবার সন্ধ্যায় ঠিক তেমনই হল। আবার হাজির তিনি। টুইটার ভাসল প্রশ্নের বন্যায়। তিনিও জবাব দিয়ে গেলেন যেটা যেমন চান।
কী কী ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হল তাঁকে?
কেউ জিজ্ঞাসা করলেন, তাঁর ফিটনেসের রহস্য। কেউ আবার জানতে চাইলেন, নিজের সম্পর্কে শোনা তাঁর সবচেয়ে প্রিয় কথা। সকলের প্রশ্নর উত্তর দিতে না পারলেও কারও কারও প্রশ্নের বেশ রসিয়ে জবাব দিয়েছেন শাহরুখ।
যেমন এক অনুরাগী বলেছেন, তিনি ‘পাঠান’ প্রথম দিনই দেখতে যাবেন। কিন্তু পপকর্নের বড্ড দাম। প্রথম দিনের জন্য কি পপকর্ন ফ্রি করে দেওয়া যায় না? তাঁকে কিং খান বলেছেন, বাড়ি থেকে পেট ভরে খেয়ে আসতে। তাহলে আর পপকর্নের জন্য খরচ করতেই হবে না।
কেউ আবার বেশ কঠিন ‘বাণিজ্যিক’ প্রশ্ন করে ফেলেছেন। জিজ্ঞাসা করেছেন, প্রথম দিন কত টাকার ব্যবসা করতে পারে ‘পাঠান’, কোনও পূর্বাভাস দেওয়া যায়? তার উত্তর শাহরুখ বলেছেন, তিনি পূর্বাভাস দেওয়ার কাজের সঙ্গে যুক্ত নন। তিনি অন্যদের আনন্দ দেওয়ার এবং তাঁদের মুখে হাসি ফোটানোর কাজের সঙ্গে যুক্ত।
তবে এই প্রশ্নোত্তর পর্বে সবেচেয়ে বেশি এসেছে শরীরচর্চার প্রশ্ন। কেউ জিজ্ঞাসা করেছেন, কীভাবে এমন শরীর বানানোর উৎসাহ পেলেন তিনি? কেউ সরাসরিই বলেছেন, তাঁর মতো স্বাস্থ্য পেতে কী করবেন? উত্তরে শাহরুখ বলেছেন, নিয়মিত শরীরচর্চা। আর প্রথম ৭ দিন জোর করে শরীরচর্চা করতে। তার পরে আর জোর করতে হবে না। নিজে থেকেই হয়ে যাবে।
একজন আবার জানতে চেয়েছেন সলমন-অভিনীত সবচেয়ে প্রিয় ছবি কোনটি? উত্তরে কিং খান বলেছেন, ‘বজরঙ্গি ভাইজান’।
তবে যে প্রশ্নটি অনেকেরই মনে ধরেছে, তা হল তিনি তাঁর সন্তানদের থেকে সবচেয়ে প্রশংসার কথা কী শুনেছেন? উত্তরে শাহরুখ বলেছেন, ‘বাবা, আমাদের চেনা সবচেয়ে ভালো মনের মানুষ হলে তুমি।’
সব মিলিয়ে শনিবার সন্ধ্যায়AskSRK পুরো জমজমাট। অনুরাগীরাও বাদশার জবাব পেয়ে খুব খুশি।