বাংলা নিউজ > বায়োস্কোপ > ভিডিয়ো-রাতের শহরে গিটার বাজিয়ে কেসারিয়া, মুগ্ধ হয়ে শুনছেন দুই পুলিশকর্মী

ভিডিয়ো-রাতের শহরে গিটার বাজিয়ে কেসারিয়া, মুগ্ধ হয়ে শুনছেন দুই পুলিশকর্মী

ফাইল ছবি: ইনস্টাগ্রাম (Instagram)

ভিডিয়োতে ওই ব্যক্তিকে তাঁর দুই বন্ধুর সঙ্গে দেখা যাচ্ছে। তিনি গান তো গাইছেনই, সেই সঙ্গে গিটারও বাজাচ্ছেন। তাঁর সেই গান ও গিটার তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন দুই পুলিশকর্মী। তাঁর গানবাজনার দক্ষতায় কার্যত মোহিত তাঁরা। মুম্বইয়ের বিখ্যাত মেরিন ড্রাইভে এই ভিডিয়োটি তোলা হয়েছে।

ইন্টারনেট জুড়ে এমন বহু ভিডিয়ো রয়েছে যা সরাসরি আমাদের হৃদয়কে স্পর্শ করে। হতে পারে কেউ কোনও মহত্, দয়ার কাজ করছেন। আবার কেউ হয় তো নস্ট্যালজিয়া ভরা কোনও স্মৃতি তুলে ধরছেন নেট দুনিয়ায়। এমনই হাজারো ভিড়ের মাঝে নজর কাড়ল এক হৃদয়স্পর্শী ভিডিয়ো। সম্প্রতি ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, মুম্বইয়ের রাস্তায় জনপ্রিয় 'কেসারিয়া' গানটি গাইছেন এক ব্যক্তি। আর তাঁর সামনে দাঁড়িয়ে গান শুনছেন পুলিশ কর্মীরা। আরও পড়ুন: দেওয়াল নেই, নেই দরজাও! এই শৌচালয় গড়তেই ১০ লক্ষ টাকা খরচ

ভিডিয়োতে ওই ব্যক্তিকে তাঁর দুই বন্ধুর সঙ্গে দেখা যাচ্ছে। তিনি গান তো গাইছেনই, সেই সঙ্গে গিটারও বাজাচ্ছেন। তাঁর সেই গান ও গিটার তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন দুই পুলিশকর্মী। তাঁর গানবাজনার দক্ষতায় কার্যত মোহিত তাঁরা। মুম্বইয়ের বিখ্যাত মেরিন ড্রাইভে এই ভিডিয়োটি তোলা হয়েছে।

গত ১৯ ডিসেম্বর সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়োটি শেয়ার করা হয়। আর তার পর থেকে এই ভিডিয়োতে ১ লক্ষেরও বেশি লাইক পড়েছে। অনেকেই এই অখ্যাত সঙ্গীতশিল্পীর ট্যালেন্টের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

আবার অনেকে মনে করিয়ে দিয়েছেন, পুলিশ কর্মীদের কাজ অনেক কঠিন। যে কোনও আবহাওয়া ও পরিস্থিতিতে, দিন হোক বা রাত, তাঁরা সাধারণ মানুষের সুরক্ষার জন্য পরিষেবা দিয়ে চলেন। তবে উর্দির আড়ালে তাঁরাও দিন শেষে মানুষ। তাঁদেরও আবেগ, কোমল হৃদয় রয়েছে। তাই আইন রক্ষা ও প্রণয়নের দায়িত্ব থাকা এই পুলিশকর্মীদেরও মাঝে মাঝে এমন বিনোদন প্রয়োজন। আর সেটাই হয়েছে এই ভিডিয়োতে।

এর চেয়ে বেশি ব্যাখা করে ভিডিয়োটি স্পয়েল না করাই ভাল। তার চেয়ে বরং এক নজরে দেখে নিন সেই ভিডিয়ো: 

ইনস্টাগ্রামে কমেন্টে এক ব্যক্তি লিখেছেন, 'সুন্দর, শান্ত, নির্মল। এই গান চাইলে সারা দিন ধরে শোনা যায়।' অপর এক ব্যক্তি লিখেছেন, 'এটা বেশ ভাল হয়েছে! গানের কোনও সীমার বাধা থাকে না। এটা আমার হৃদয় ছুঁয়ে গিয়েছে। সবাইকে মোহিত করে দিয়েছে এই গান! চালিয়ে যান!' আরেক ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, 'এমন সুন্দর গলায় আনপ্লাগড গান সত্যিই সুন্দর।' আরও পড়ুন: Video: কী কারণে কলকাতাগামী বিমানে মারামারি? সামনে এল যাত্রীর অবাক করা কাণ্ড

আপনার এই ভিডিয়োটি কেমন লাগল?

বায়োস্কোপ খবর

Latest News

ভুল ভুলাইয়া ৩-এর ভয়ে কি পিছিয়ে যাবে সিংঘম এগেইনের মুক্তি? দিওয়ালিতে বড় ধামাকা 'বাচ্চার জন্ম দিতে না পারলে সমাজ আপনাকে অসম্পূর্ণ মনে করে..’, শাবানার যন্ত্রণা মানসিক ভারসাম্যহীন ছেলেকে শিকলে বেঁধে রাখল বাবা, ২০ বছর এভাবেই কাটল মালদায়, কেন? জওয়ানে অভিনয় করতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার শিকার কন্টেন্ট ক্রিয়েটর ভিরাজ! বললেন… পাকিস্তানকে চমকে দিয়ে ভারতের মুখে বাংলাদেশ, ফ্রিতে কবে-কখন-কোথায় দেখবেন ১ম টেস্ট মমতাকে 'নির্লজ্জশ্রী' তকমা অপূর্বর! পুলিশ-TMC-র 'ভয়' কাটাতে কোন 'দাওয়াই' দিলেন China Open-বিশ্বের ৭ নম্বরকে হারিয়ে চমক মালভিকার! পরাস্ত অলিম্পিক্স পদকজয়ী… নিম্নচাপের পরে ফের ভারী বৃষ্টি? সতর্কতা বাংলার কোন কোন জেলায়? বাকিগুলিতে কী হবে? ওড়ার মুহূর্তেই রানওয়েতে ধাক্কা, লেজে আঁচড়, তৎক্ষণাৎ অবতরণ যাত্রীবোঝাই বিমানের বীরভূমের বাসিন্দা পরিযায়ী শ্রমিকের গলাকাটা দেহ উদ্ধার, মহারাষ্ট্রে কাজ করতেন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.