বাঙালির কাছে সৌরভ গঙ্গোপাধ্যায় শুধু কোনও ক্রিকেট তারকা নয়, সৌরভ একটা আবেগের নাম। ভারতীয় ক্রিকেটের অন্যতম উজ্জ্বল নক্ষত্র, শুধু ২২ গজে নয়, মাঠের বাইরেও হিট দাদাগিরি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই বর্ণময় জীবনই উঠে আসবে বড়পর্দায়। দু-বছর আগেই মহারাজর স্বয়ং বায়োপিকের ঘোষণা সেরেছিলেন। এরপর গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। পর্দার সৌরভ কে হবেন সেই নিয়ে কম জল্পনা-কল্পনা হয়নি। উঠে এসেছেন রণবীর কাপুর, হৃতিক রোশন থেকে রণবীর সিং-এর নাম।
তবে হালে শোনা গিয়েছে, সৌরভের বায়োপিকে দেখা মিলবে বলিউডের অন্যতম ভার্সেটাইল অভিনেতা আয়ুষ্মান খুরানার। এই নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না হলেও, সূত্রের খবর সৌরভের বায়োপিকের জন্য ইতিমধ্যেই আয়ুষ্মানের নামের পাশে সিলমোহর পড়ে গিয়েছে। তার অন্যতম বড় কারণ বাঁ হাতে ব্যাট করতে পারেন আয়ুষ্মান, এটাই নাকি বাকিদের চেয়ে তাঁর বড় অ্যাডভান্টেজ।
খবর, সৌরভের বায়োপিকের চিত্রনাট্য নাকি চূড়ান্ত, প্রি-প্রোডাকশনের কাজও শুরু হয়ে গিয়েছে। রিপোর্ট বলছে, ডিসেম্বরেই শ্যুটিং শুরু। এই ছবি পরিচালনার দায়িত্ব সামলাবেন রজনীকান্ত কন্যা ঐশ্বর্য রজনীকান্ত। গত সপ্তাহেই এই খবর সামনে এসেছে। সৌরভের বায়োপিকে অভিনয় প্রসঙ্গে এবার নীরবতা ভাঙলেন আয়ুষ্মান। ‘ড্রিম গার্ল ২’-এর সাফল্য চেটেপুটে এনজয় করছেন আয়ুষ্মান। তাহলে কি এবার পূজার ভেক ছেড়ে ক্রিকেট ব্যাট হাতে তুলে নেবেন ভিকি ডোনার তারকা? পিঙ্কভিলাকে দেওয়া সাক্ষাৎকারে আয়ুষ্মান বলেন- ‘এখন আমি কিছুই বলতে চাই না। আমাদের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে হয়, যখন যা ঘটবে (সেই ব্যাপারে)’।
আয়ুষ্মান সরাসরি উত্তর না দিলেও মাত্র দু'বাক্যে অনেকখানি ইঙ্গিত দিলেন সৌরভের বায়োপিক নিয়ে। জল্পনা অস্বীকার করা তো দূর অস্ত, আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষার কথা বলে উত্তেজনা বাড়িয়ে দিলেন নায়ক। ক্রীড়াবিদ, বিশেষত ক্রিকেটারদের জীবন নিয়ে বলিউডে কম ছবি তৈরি হয়নি। সাম্প্রতিক সময়ে মহেন্দ্র সিং ধোনির বায়োপিক রুপোলি পর্দায় ম্যাজিক দেখিয়েছি। যদিও সেই ফর্মুলাকে ফলো করে আজহারুদ্দিন বা মিতালি রাজদের বায়োপিক সেই অর্থে সাড়া ফেলেনি। ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদাহ এক্সপ্রেস’-এর শ্যুটিংও সেরে ফেলেছেন অনুষ্কা। সেই ছবি মুক্তির অপেক্ষায়।
গত মে মাসে সৌরভের সঙ্গে তাঁর বায়োপিক নিয়ে আলোচনায় বসেছিলেন প্রযোজক লাভ রঞ্জন ও অঙ্কুর গর্গ। গত শুক্রবার ফের সৌরভের বেহালার বাড়িতে দুই পরিচালককেে নিয়ে বৈঠক করেন লাভ রঞ্জন ও অঙ্কুর। খবর, সৌরভের জীবনের নানান অজানা কাহিনি ফ্রেমবন্দি হবে বায়োপিকে। সৌরভের ‘দাদা’ হয়ে ওঠবার নেপথ্যের গল্প বলবে এই ছবি। তাঁর জীবনের উঠাপড়া, ক্রিকেটার থেকে সফল ক্যাপ্টেন হয়ে ওঠা, চ্যাপেল-এপিসোড থেকে দল থেকে বাদ পড়া-- সবই উঠে আসবে পর্দায়।
২০২১ সালের ৭ই সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে নিজের বায়োপিকের ঘোষণা সেরেছিলেন সৌরভ। সোশ্যাল মিডিয়া পোস্টে দাদা লেখেন- ‘ক্রিকেট আমার জীবনের সবকিছু। এটা আমাকে আত্মবিশ্বাস ও শক্তি দিয়েছে মাথা তুলে চলার। একটা জার্নি যা সারা জীবন উপভোগ করব। রোমাঞ্চিত বোধ করছি এটা জানাতে যে লাভ ফিল্মস আমার এই জার্নি নিয়ে বায়োপিক বানাতে চলেছে এবং তা ফুটে উঠবে বড় পরদায়।’
ক্রিকেট প্রশাসক হিসাবেও সমান সফল মহারাজ। কম রোমাঞ্চকর নয় তাঁর ব্যক্তিগত জীবনও। পাশের বাড়ির মেয়ের সঙ্গে গোপনে প্রেম থেকে বিয়ে, সবটাই সেরেছেন তিনি। তাই হিট বলিউড মশালা ফিল্ম তৈরির সব উপকরণ মজুত রয়েছে সৌরভের জীবনে, তা বলাই যায়। এখন শুধু দেখবার আয়ুষ্মানের শিকে ছেঁড়ে কিনা!