বচ্চন পরিবারের প্রাণভ্রমরা আরাধ্যা ও নভ্যা। দুই নাতনিকে চোখে হারান অমিতাভ। দাদু-দিদিমার পথে হেঁটে অভিনয়ের দুনিয়ায় পা দেননি তিনি। তবে সোশ্যাল মিডিয়ার সেনসেশন সে। অন্যদিকে ঐশ্বর্য-কন্যা আরাধ্যা হামেশাই থাকেন চর্চায়। গত কয়েক মাস যাবত বচ্চন পরিবারের ঝামেলা নিয়ে কম গুঞ্জন কানে আসেনি।
খবর, ঐশ্বর্যর সঙ্গে নাকি একদম বনিবনা হচ্ছে না শাশুড়ি ও ননদের। শ্বেতার সঙ্গে তো অ্যাশের মুখ দেখাদেখি বন্ধ, এমন কানাঘুষোও শোনা গিয়েছে। অভিষেক-ঐশ্বর্যর ডিভোর্সের গুঞ্জনও কমবার শোনা যায়নি। তবে এইসবের মাঝেই মামাতো বোন আরাধ্যাকে প্রশংসায় ভরালেন নভ্যা।
নভ্যা নভেলি নন্দা তার তুতো বোন আরাধ্যা বচ্চনকে কী 'পরামর্শ' দিতে চান? এমনটা জানতে চাওয়া হয় নভ্যার কাছে। জবাবে অভিষেকের ভাগ্নি বলেন, ‘১২ বছর বয়সে আমি যতটা বুদ্ধিমান ছিলাম, তার চেয়ে অনেক বেশি বুদ্ধিমান আরাধ্যা’।
মামাতো বোন আরাধ্যাকে নভ্যা নন্দার পরামর্শ
নভ্য়া বলেন,;আমি জানি না আমি ওকে পরামর্শ দেব কিনা। আমার মনে হয় ওর বয়সে আমি যা বুদ্ধিমান ছিলাম, তার চাইতে ও অনেক বেশি বুদ্ধিমান। আমি মনে করি আমি ওর বয়সে যতটা সচেতন ছিলাম তার চেয়ে অনেক বেশি সচেতন আরাধ্যা। সুতরাং এটা দেখে সত্যিই খুব ভাল লাগছে যে নতুন প্রজন্ম বিশ্ব সম্পর্কে এত বেশি সচেতন হয়ে উঠছে, সমাজ এবং তাদের চারপাশের জিনিসগুলি সম্পর্কে এত বেশি সচেতন, তাই আমি জানি না আমি তাকে কী পরামর্শ দেব।'
আরাধ্যা আত্মবিশ্বাসী' বললেন নভ্যা
শ্বেতা ও নিখিল নন্দা আরও বলেন, ‘আমার মনে হয় আমি কেবল তার প্রশংসা করি। ও যে এত অল্প বয়সে, নানান জিনিস সম্পর্কে এত সচেতন এবং আরাধ্যা খুব জ্ঞানী। বাড়িতে ছোট বোন পেয়ে খুশি হয়েছি এবং আমার মনে হয় না আমি তাকে পরামর্শ দিতে পারব। আরাধ্যা অনেক পরিণত, আত্মবিশ্বাসী এবং চারিপাশে কী ঘটছে সে সম্পর্কে বেশ সচেতন তাই আমি মনে করি এটি খুব প্রশংসনীয় ব্যাপার’।
নভ্যা অভিনয়ের বদলে কর্পোরেট জগতকেই নিজের লক্ষ্য হিসাবে বেছে নিয়েছেন। তবে সুপারহিট নভ্যার পডকাস্ট শো। বচ্চন পরিবারের একাধিক রহস্য ফাঁস হয়েছে নভ্যা নাভেলি নন্দার পডকাস্ট ‘হোয়াট দ্য হেল নভ্যা’য়। বাবার ব্যবসা সামলানোর পাশাপাশি ২০২০ সালে মেয়েদের জন্য একটি অনলাইন হেলথকেয়ার প্রোর্টাল (আরা হেলথ) শুরু করেছেন নভ্যা। এছাড়াও ‘নভেলি’ নামের একটি ক্যাম্পেন প্রোজেক্ট চালান এই স্টারকিড।
অন্যদিকে ২০০৭ সালে বিয়ের পর্ব সারেন ঐশ্বর্য-অভিষেক। ২০১১ সালে জন্ম হয় আরাধ্যার। মেয়ে আরাধ্যাকে ঘিরেই এখন ঐশ্বর্যর জগত। আম্বানিদের স্কুলের ছাত্রী আরাধ্যা। এখন থেকেই অভিনয় হোক বা নাচ, সবেতেই পারদর্শী এই খুদে।