বাংলা নিউজ > বায়োস্কোপ > Baishakhi-Sovan-Mamata: ‘আমি ভাবলাম শোভন পাগল হয়ে গেছে…’, দিদির সঙ্গে সম্পর্কের সমীকরণ নিয়ে অকপট বৈশাখী

Baishakhi-Sovan-Mamata: ‘আমি ভাবলাম শোভন পাগল হয়ে গেছে…’, দিদির সঙ্গে সম্পর্কের সমীকরণ নিয়ে অকপট বৈশাখী

মমতা-শোভনের ভাই-বোনের সম্পর্কে ফাটল ধরে বৈশাখীর জন্য? 

Baishakhi on Sovan's equation with Mamata Bnaerjee: 'শোভন যে এতটা অভিমানী সেটা তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে’, ২০১৮-র ২০শে নভেম্বর বৈশাখীকে না বলেই মন্ত্রিত্ব ছাড়েন শোভন চট্টোপাধ্যায়। কী ঘটেছিল সেইদিন? মুখ খুললেন শোভন-বান্ধবী। 

বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাহিত শোভন চট্টোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে তখন কাটাছেঁড়া সবমহলে। এর মাঝেই ২০১৮ সালের ২০শে নভেম্বর মমতার মন্ত্রীসভা থেকে ইস্তফা দেন শোভন। মুখ্যমন্ত্রীর ধমক খেয়েই পদ ছাড়েন শোভন এমনটাই শোনা গিয়েছিল। এরপর অভিযোগের আঙুল ওঠে বৈশাখী বন্দ্যোপাধ্য়ায়ের দিকেও। তাঁর সান্নিধ্যে এসেই শোভন চট্টোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ার শেষ হয়েছে, এমন রটনা কম শোনা যায়নি। 

বছর পাঁচেক আগের সেই ঘটনা নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আজতক বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ও যে মন্ত্রীত্ব থেকে ইস্তফা দিয়েছে, আমি এক সাংবাদিকদের থেকে জানতে পারি। যদিও আমাকে ও আগে বলেছিল—'বৈশাখী আমি আর বেশিদিন পারছি না'। বাড়ি ঢুকে দেখতাম সিকিউরিটিরা সব কাঁদছে। আমাকে ওরা বলল— স্যার ইস্তফা দিয়েছে। আমি ছুটে ওর ঘরে ঢুকলাম, ভেবেছিলাম হয়ত কোনও ভেঙে পড়া, বিষন্ন মানুষের দেখা পাব। গিয়ে দেখলাম ও ঘুমোচ্ছে। আমি ভাবলাম শোভন অভিনয় করছে। ডাকাডাকির পর দেখলাম, সত্যি কাঁচা ঘুম ভাঙলে যা হয়। উঠে বলল— ‘ও তুমি এসে গেছো। চলো খেয়েনি’। আমি তো ভাবলাম লোকটা পাগল-টাগল হয়ে গেল নাকি।'

এরপর বৈশাখী ইস্তফার ব্যাপারে প্রশ্ন করলে শোভন চট্টোপাধ্য়ায় জানান, ‘হ্যাঁ, মন্ত্রীত্ব থেকে আমি ইস্তফা দিলাম। তুমি কলেজে ছিলে কিছু বলিনি। এখন তো ছুটি পড়ে গেছে, পরে গিয়ে মেয়র পদ থেকে ইস্তফা দিয়ে দেব।’ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাস হারানোর জেরেই সরে দাঁড়িয়েছিলেন প্রাক্তন মন্ত্রী, জানান বৈশাখী বন্দ্যোপাধ্যায়। শোভন-বান্ধবী বলেন- ‘উনি আমাকে বলল, দিদি আমার ইস্তফা নিতে চাইছিল না, তবে আমি থাকতে চাই না। মন্ত্রীত্ব আমার অ্যাসেট নয়, দিদির বিশ্বাসটাই সব। খুব কষ্ট পেয়েছিলেন।’ বৈশাখী জানান, ‘ওকে অনেক বোঝাতে হয়েছে, দিদি তোমায় অবিশ্বাস করতে পারে না। ওঁনাকে ভুল বোঝানো হয়েছে।’ 

তৃণমূলে থাকাকালীনই এক বছর ভাইফোঁটায় কানন (শোভনের ডাকনাম)-কে আমন্ত্রন জানাননি মমতা। বৈশাখী সাধাসাধি করলেও যেচে যেতে চাননি শোভনবাবু। পরের বছর পার্থ চট্টোপাধ্যায় ফোন করে মমতার বাড়িতে ভাইফোঁটায় নেমন্তন্ন করেন শোভন-বৈশাখীকে। বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ওকে তো বিশ্বাস করানোটাই ম্যামথ টাস্ক ছিল যে দিদি ওকে ডেকেছে। মুখ ব্যাজার করে শেষে বোরালো, আমাকে তো রীতিমতো হুমকি দিয়ে বলল- যদি আমার সঙ্গে খারাপ ব্যবহার হয়, দেখবে তোমাকে কী করব।' মমতার কালীঘাটের বাড়িতে গিয়ে কী ঘটেছিল সেদিন?

বৈশাখী হাসিমুখে বলেন, ‘সেদিন আমি বুঝেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় শোভনকে কতটা ভালোসেন। এক বছর ওঁরা কথা বলেনি, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবহারে ধরা পড়েনি। উনি একবারের জন্য জিগ্গেস করেনি ‘কি রে তুই বিজেপি জয়েন করলি কেন?’ দেখলে মনে হচ্ছে, শোভন বাচ্চা ছেলে। ও অনেকদিন আসেনি, ওকে আবার আদর দিতে হবে। আমি তো দেখে পুরো সারপ্রাইজ। আমার জন্য খুব সুন্দর একটা দৃশ্য ছিল’। বৈশাখীর ভাই নেই জেনে, ওইদিন মমতা ফোঁটা দিয়েছিলেন বৈশাখীকেও। সঙ্গে তিনি যোগ করেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যাঁরা বলেন উনি টেম্পর দেখান, সেটা ঠিক নয়। উনি কিন্তু খুব কম্পোজ একটা মানুষ। আমি আজ পর্যন্ত যতবার দেখেছি, উনি কখনও নিজের কম্পোজার হারাননি। উনি খুব ইমোশন্যাল মানুষ। শোভনের প্রতি ওঁনার স্নেহটা আজও অটুট। উনি শোভনকে প্যাম্পার করেছেন, এতটা উচিত নয়। শোভন যে এতটা অভিমানী সেটা তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে’। 

বিজেপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার পর বর্তমানে রাজনীতি থেকে দূরেই সময় কাটাচ্ছেন শোভন চট্টোপাধ্যায়। স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর ডিভোর্সের মামলা এখন আদালতে বিচারাধীন। বান্ধবী বৈশাখী ও তাঁর মেয়েকে নিয়েই সংসার করছেন শোভনবাবু। 

 

বায়োস্কোপ খবর

Latest News

পঞ্জাবের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ, তবু কেন আম্পায়ারের ওপর চটলেন গৌতম গম্ভীর? এক দশক পর ফের একসঙ্গে! ভাই-বোন মিলে কোন নতুন চমক আনছেন সোনু নিগম এবং তিশা? ৪ গুণ ফি দিলেই ৭ দিনে আসবে রিভিউ-এর ফল, বড় খবর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আসতে চলেছে বরুথিনী একাদশী, জেনে নিন সঠিক দিনক্ষণ তিথি ও পুজোর জন্য শুভ সময় গরমে পেঁপে খেয়ে আরাম পাচ্ছেন? ভুলেও এই খাবারের সঙ্গে খাবেন না! রইল সুস্থতার টিপস রোহিতের ধ্বংসাত্মক শতরান, ক্যারিবিয়ানদের ২০৪ রান তাড়া করে T20 জিতল নেপাল ধর্মতলায় পরিবহণ হাব, এক ছাতার তলায় মিলবে সব যানবাহন? ড্রোন সমীক্ষা শেষ Mamata Injured:হেলিকপ্টারে বসতে গিয়ে হোঁচট! পড়ে গিয়ে আহত মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আছে? তাপপ্রবাহে আর ক'দিন ভাজাভাজা হবে কলকাতা? দিদির সঙ্গে ঘুচল দূরত্ব! জিয়াগঞ্জে জোড়াফুলের প্রচারে কৌশানি, সঙ্গী সোহম-সৌরভ

Latest IPL News

পঞ্জাব ব্যাটারদের হাতে তুলোধনা, ক্রিকেটারদের পাশে দাঁড়িয়ে পণ্ডিতের বিশেষ বার্তা KKR-এর বিরুদ্ধে রেকর্ড জয়ের পর দিনই দুঃসংবাদ PBKS শিবিরে,দল ছাড়লেন তারকা বিদেশি এবার বেটিংয়েও কৃত্রিম বুদ্ধিমত্তা, সহজেই জুয়াড়িরা বুঝে নিচ্ছেন ম্যাচের ভবিষ্যৎ দামে কম কাজে সমান, স্টার্কের মতোই রান খরচ করেছেন চামিরা, কটাক্ষ সোশ্যাল মিডিয়ায় প্রথাগত বোলিং করলে হবে না, অভিনব ট্যাকটিক্স নিতে হবে, নাইটদের দাওয়াই টেন্ডোর ইডেনে এল জিত, কিন্তু হারলে কেমন মুড থাকে মালকিন প্রীতির, জানালেন PBKS প্রাক্তনী কিং খানের সামনেই গড়লেন ইতিহাস,তার পর কপি করলেন শাহরুখের পোজ,ইডেনের বাদশা শশাঙ্ক জনপ্রিয়তার শিখরে আইপিএল, প্রতি সপ্তাহেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভিউয়ারশিপ IPL-এর ইতিহাসে এক ম্যাচে দ্বিতীয় সর্বাধিক রান,SRH-RCB ম্যাচের পরেই থাকল KKR-PBKS ‘পনোতি’ দর্শনা, KKR-এর হারের কারণ! বউয়ের ট্রোলে রাগলেন সৌরভ, ট্রোলে কড়া জবাব

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.