বাংলা মিডিয়াম-এ বড়সড় চমক। টিআরপি তালিকায় ‘নিম ফুলের মধু’র কাছে লাগাতার হারের মুখ দেখছে স্টার জলসার এই মেগা। এবার নীল-তিয়াসার সিরিয়ালে ধামাকেদার এন্ট্রি হচ্ছে জলসার এক পরিচিত মুখের। গত মাসেই হিন্দুস্তান টাইমস বাংলা পাঠকদের এক্সক্সুলিভলি জানিয়েছিল সুহানা চরিত্র থেকে বাদ পড়েছেন অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ি। অভিনেত্রী নিজের মুখে খোলসা করেছিলেন সেই কথা, তারপর থেকেই জল্পনা শুরু হয়েছিল তাহলে নতুন সুহানা কে হতে চলেছে? আরও পড়ুন-বাংলা মিডিয়াম থেকে ‘বাদ’ সম্পূর্ণা! সিদ্ধান্ত নিয়ে প্রথমবার মুখ খুললেন 'সুহানা'
টেলিপাড়া সূত্রের খবর, এবার বাংলা মিডিয়াম-এ এন্ট্রি হচ্ছে টেন্টের ‘ঘরের মেয়ে’ মিষ্টি সিং-এর। এর আগে প্রযোজক সুশান্ত দাসের ‘আলতা ফড়িং’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলেছিল মিষ্টির, এবার সেই ট্রেন্ড বজায় রেখেই টিভির পর্দায় ফিরছেন টেলিপাড়ার নতুন বউ। খবর, ইতিমধ্যেই সিরিয়ালের শ্যুটিং শুরু করে দিয়েছেন মিষ্টি। বৃহস্পতিবার থেকে গল্পে তাঁর ট্র্যাক দেখানো হবে। সুহানা হয়েই কি ফিরছেন নায়িকা? সাসপেন্স বজায় রয়েছে। এই ব্যাপারে মিষ্টির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে নায়িকার ফোন বেজে গিয়েছে। কিন্তু বাংলা মিডিয়াম-এ মিষ্টি সিং-এর এন্ট্রির খবর ১০০ শতাংশ পাকা।
মে মাসেই ব্যক্তিগত জীবনে নতুন ইনিংস শুরু করেন মিষ্টি। দীর্ঘদিনের প্রেমিক রেমোর গলায় মালা দেন ছোটপর্দার ‘ভাদু’। বিয়ের পর ইউরোপে হানিমুন কাটিয়ে এসেছেন। এর মাস কয়েক লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগত থেকে দূরে ছিলেন। কিন্তু বিয়ের পর শীঘ্রই কাজে ফিরবেন তিনি, এমনটা আগেই জানিয়েছিলেন অভিনেত্রী। সদ্যই সপরিবারে তারাপীঠ মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন মিষ্টি। নতুন শুরুর আগেই কি তবে মায়ের আর্শীবাদ নিয়ে নিলেন অভিনেত্রী?
অন্যদিকে বাংলা মিডিয়াম থেকে বাদ পড়া নিয়ে বিস্ফোরক সম্পূর্ণা। সম্পূর্ণা হিন্দুস্তান টাইমস বাংলাকে বলেছিলেন, ‘এটা একেবারেই ব্যক্তিগত সিদ্ধান্ত নয়। চ্যানেল এবং প্রোডাকশন হাউসের সম্মিলিত সিদ্ধান্ত, সেইজন্য আমি NOC দিয়েছি। ওঁনারা আমাকে কোনওভাবে ব্যবহার করতে পারছেন না বলে ওঁনাদের মনে হয়েছে। সুহানা চরিত্রটা কোথাউ গিয়ে দাঁড়াচ্ছে না’। আক্ষেপ সুরে তাঁর সংযোজন ছিল, ‘যে কারণে আমি চরিত্রটা করতে রাজি হয়েছিলাম, সেই জায়গাটা অবধি ওঁনারা পৌঁছাতে পারছিলেন না বলেই হয়ত ওঁনাদের এই কথাটা মনে হয়েছে’।
প্রসঙ্গত, মিষ্টির আগে ‘আলতা ফড়িং’-এর মা অর্থাৎ অভিনেত্রী শাঁওলি চট্টোপাধ্যায়ও দিন কয়েক আগেই নীল-তিয়াসা অভিনীত এই মেগায় এন্ট্রি নিয়েছেন। ইন্দিরা অর্থাৎ তিয়াসার গ্রামের মেয়ে হিসাবে দেখানো হয়েছে তাঁকে। মিষ্টি সিং-এর গ্র্যান্ড এন্ট্রি বাংলা মিডিয়ামকে টিআরপি-র লড়াইয়ে কতখানি এগিয়ে দেবে, সেটাই এখন দেখবার।