বাংলা নিউজ > বায়োস্কোপ > Exclusive Sampurna Lahiri: বাংলা মিডিয়াম থেকে ‘বাদ’ সম্পূর্ণা! সিদ্ধান্ত নিয়ে প্রথমবার মুখ খুললেন 'সুহানা'

Exclusive Sampurna Lahiri: বাংলা মিডিয়াম থেকে ‘বাদ’ সম্পূর্ণা! সিদ্ধান্ত নিয়ে প্রথমবার মুখ খুললেন 'সুহানা'

বাংলা মিডিয়াম থেকে কেন বাদ সম্পূর্ণা?  

Exclusive Sampurna Lahiri: কেন বাংলা মিডিয়াম থেকে সরে দাঁড়াতে বাধ্য হলেন সম্পূর্ণা? চ্যানেল ও প্রযোজনা সংস্থার সিদ্ধান্ত নিয়ে প্রথমবার মুখ খুললেন 'ইন্দিরা' তিয়াসার ননদিনি।

'নজর' ধারাবাহিকে ডাইনির চরিত্রে নজর কেড়েছিলেন সম্পূর্ণা লাহিড়ী। এরপর দীর্ঘ তিন বছর ছোটপর্দায় দেখা মেলেনি তাঁর। ২০২২ সালে স্টার জলসার ‘বাংলা মিডিয়াম’ সিরিয়াল দিয়ে টেলিভিশনে কামব্যাক করেন সম্পূর্ণা। ইংরেজি মিডিয়ামে লেখাপড়া করা ধনী পরিবারের অহংকারী মেয়ে সুহানার ভূমিকায় প্রশংসা কুড়িয়েছেন সম্পূর্ণা। তবে আট মাস পর আচমকাই সিরিয়াল থেকে সরলেন তিনি! হ্যাঁ, বৃহস্পতিবারই শেষবারের মতো সুহানা হিসাবে বাংলা মিডিয়ামের শ্যুটিং করছেন সুহানা। হিন্দুস্তান টাইমস বাংলা কাছে এই এক্সক্লুসিভ তথ্য হাতে আসতেই যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রীর সঙ্গে। আরও পড়ুন-‘আমার স্ত্রী এখন ভুলটা বুঝতে পারে’, নবনীতা-স্নেহালের প্রেমচর্চা নিয়ে প্রথমবার মুখ খুললেন জিতু

কিন্তু কেন এই মেগা থেকে থেকে সরলেন সম্পূর্ণা? শ্যুটিং ফ্লোর থেকে ফোনে জবাব দিলেন অভিনেত্রী। সম্পূর্ণা বললেন, ‘হ্যাঁ, আজকেই আমার শেষদিনের শ্যুটিং। এটা একেবারেই ব্যক্তিগত সিদ্ধান্ত নয়। চ্যানেল এবং প্রোডাকশন হাউসের সম্মিলিত সিদ্ধান্ত, সেইজন্য আমি NOC দিয়েছি। ওঁনারা আমাকে কোনওভাবে ব্যবহার করতে পারছেন না বলে ওঁনাদের মনে হয়েছে। সুহানা চরিত্রটা কোথাউ গিয়ে দাঁড়াচ্ছে না’। খানিক আক্ষেপ ঝরে পড়ল সম্পূর্ণার গলায়। অকপটে বললেন, ‘যে কারণে আমি চরিত্রটা করতে রাজি হয়েছিলাম, সেই জায়গাটা অবধি ওঁনারা পৌঁছাতে পারছিলেন না বলেই হয়ত ওঁনাদের এই কথাটা মনে হয়েছে’। 

শুরু থেকেই টিআরপি তালিকায় বেশ খানিকটা পিছনে ‘বাংলা মিডিয়াম’। প্রতিদ্বন্দ্বী নিম ফুলের মধু-কে টেক্কা দিতে ব্যর্থ হয়েছে। টিআরপি তালিকায় পিছিয়ে থাকার জেরেই কি সম্পূর্ণার মতো তারকাকে হাতছাড়া করল চ্যানেল? অভিনেত্রীর জবাব,'সবাই তো সব প্রোজেক্ট মন দিয়েই করে। নিজেদের ১০০% দিয়েই করে। তবে দর্শক কোনটা নেবে সেটা তো কারুর হাতে নেই। বাংলা মিডিয়াম একদম খারাপ তো কোনওদিন করেনি। চ্যানেল সেরা না হলেও দ্বিতীয়স্থানে থেকেছে। সেই অর্থে মোটের উপর খারাপ ফল নয়'। 

সুহানা চ্যাটার্জি ‘সাইনিং অফ’-এর আগে বললেন- ‘এই চরিত্র করে প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি। এই চরিত্রটা আমার তরফ থেকে ১০০% দিয়েই করেছি। আমি চরিত্রটা নিয়ে আরও আশাবাদী ছিলাম, প্রথম দিন থেকে তেমনই পরিকল্পনা ছিল কিন্তু সেটা নিঃসন্দেহে পরিপূর্ণ হয়নি।’ আপতত একটু জিইয়ে নিতে চান। আট মাস ধরে মেগার শ্যুটিং করে হাঁফিয়ে উঠেছেন সম্পূর্ণা। তবে ভক্তদের আশ্বাস দিলেন নতুনভাবে খুব শীঘ্রই ফিরবেন তিনি। 

শীঘ্রই স্টার জলসায় শুরু হচ্ছে ‘তোমাদের রাণী’। শুরুতে মনে করা হচ্ছিল এই মেগার জন্য স্লট হারাতে পারে বাংলা মিডিয়াম, তবে তেমনটা ঘটেনি। রামপ্রসাদের স্লটে আসছে নতুন মেগা। তাই নীল-তিয়াসার জন্য কামব্যাকের নতুন সুযোগ রয়েছে। সম্পূর্ণার বদলে কি সুহানার চরিত্রে নতুন কেউ আসবেন নাকি পুরোপুরিভাবে শেষ হবে সুহানার সফর, তা এখন স্পষ্ট নয়। 

 

বন্ধ করুন