বাংলা নিউজ > বায়োস্কোপ > Misty Singh Exclusive: বেবি বাম্প আগলে মিষ্টি! বিয়ের চার মাসেই অন্তঃসত্ত্বা? সত্যিটা জানালেন অভিনেত্রী

Misty Singh Exclusive: বেবি বাম্প আগলে মিষ্টি! বিয়ের চার মাসেই অন্তঃসত্ত্বা? সত্যিটা জানালেন অভিনেত্রী

মিষ্টি সিং-এর বাংলা মিডিয়ামের সুহানা 

Misty Singh Exclusive: ‘লোকজন বলছে শীঘ্রই বাস্তবে আমাকে অন্তঃসত্ত্বা দেখতে চায়’, বিয়ের সবে চার মাস। শ্যুটিং ফ্লোরে ফিরলেন মিষ্টি, সঙ্গে নতুন চ্যালেঞ্জ। বাংলা মিডিয়ামের নতুন সুহানা এই টেলি নায়িকা। 

লাল সালোয়ার কামিজে টুকটুকে নতুন বউ মিষ্টি সিং। গলায় মঙ্গলসূত্র, সিঁথিতে সিঁদুর, কপালে ছোট্ট টিপ, তবে নজর আটকাল নায়িকার বেবি বাম্পে! মে মাসেই দীর্ঘদিনের প্রেমিক রেমোর গলায় মালা দিয়েছেন মিষ্টি। চার মাস যেতে না যেতেই অন্তঃসত্ত্বা নায়িকা? নায়িকার ছবি প্রকাশ্যে আসতেই হয়রান ভক্তরা। অভিনন্দনের জোয়ারে ভাসছেন মিষ্টি। সত্যি কি মা হচ্ছেন নায়িকা? আরও পড়ুন-বাদ সম্পূর্ণা, 'সুহানা' হয়ে বাংলা মিডিয়াম-এ এন্ট্রি নিচ্ছেন এই জনপ্রিয় নায়িকা?

গোটা ব্যাপার নিয়ে জানতে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল মিষ্টির সঙ্গে। প্রেগন্যান্সি নিয়ে প্রশ্ন করতেই হেসে খুন নায়িকা। মা হচ্ছেন মিষ্টি, তবে রিয়েলে নয় রিলে! অভিনেত্রী বললেন- ‘আমার সদ্যই বিয়ে হয়েছে। এই লুক দেখলে তো অনেকেই অনেক কিছু ভাববে ঠিকই। আসলে আমি নয়, মা হতে হয়েছে বাংলা মিডিয়ামের সুহানা’। হ্যাঁ, টেলিপাড়ার 'নতুন বউ' মিষ্টিকে আজ (পড়ুন বৃহস্পতিবার) থেকে দেখা যাবে বাংলা মিডিয়াম ধারাবাহিকে। টেন্ট সিনেমার এই মেগায় নতুন ‘সুহানা’ হিসাবে এন্ট্রি নিচ্ছেন মিষ্টি।

ফেসবুকে মিষ্টি এই লুকের ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল। উড়ে আসছে নানা মন্তব্য। বিয়ের পরকাজে ফিরেই মায়ের চরিত্রে, একাত্ম হতে পারছেন অভিনেত্রী। মিষ্টির কথায়- ‘পর্দায় আমি আগেও মা হয়েছি। তবে বিয়ের পরপর তো, লোকজন বলছে শীঘ্রই বাস্তবে আমাকে অন্তঃসত্ত্বা হিসাবে দেখতে চায়। সিরিয়াল প্রসঙ্গে বলব দারুণ এক্সাইটেড। সুশান্তদা মানে টেন্ট সিনেমা সবসময়ই নতুন কিছু চমক দেয়, আমাকে সবসময় ভিন্নরকম কিছু করে দেখানোর সুযোগ দেয়। বিয়ের পর একটু গ্যাপ নিয়েছিলাম, তারপর আবার কাজে ফেরা। তাও অন্তঃসত্ত্বার চরিত্রে, খুব রিলেটেবল।’ আরও বললেন- ‘এর আগে অনস্ক্রিনে তিতলি ধারাবহিকেও আমি অন্তঃসত্ত্বা হয়েছিলাম। কিন্তু এখানে তো আমার গল্পে এন্ট্রি হচ্ছে এইরকম লুকে, সেটা খুব এক্সাইটিং। আমরা জন্য বড় প্রাপ্তি।’ 

এতদিন সুহানার চরিত্রে দর্শক দেখেছিল সম্পূর্ণা লাহিড়িকে। ছোটপর্দার পরিচিত মুখ সম্পূর্ণা। কিন্তু আচমকাই ‘বাদ’ পড়েন তিনি। সম্পূর্ণার জুতোয় পা গলানো প্রসঙ্গে মিষ্টি জানালেন, ‘সত্যি বলতে এখানে আমার কিছু বলার নেই। কারণ আমি প্রোজেক্টের কথা ভেবেই এগিয়েছি। সে তার মতো করে নিজের সেরাটা এতদিন দিয়েছে। টেন্টের তরফে যখন আমার কাছে এই চরিত্রের অফার আসে আমি তাদের কোনও সিদ্ধান্তেই অমত পোষণ করিনি। তারা নিশ্চয় কিছু ভেবে আমাকে এই চরিত্রে নিয়েছেন’।

এর আগে প্রযোজক সুশান্ত দাসের ‘তিতলি’, ‘আলতা ফড়িং’-এর মতো মেগায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলেছিল মিষ্টির। নতুন ইনিংস নিয়ে দারুণ উৎসাহী নায়িকা। 

বন্ধ করুন