দুই বাংলার অতি প্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। বৃহস্পতিবার আচমকা নিজের বাড়িতেই সংজ্ঞা হারিয়ে পড়ে যান তিনি। তার পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেত্রীকে। তবে একদিনের মাথায় তাঁকে হাসপতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
রাতভর চিকিৎসা চলে ‘বিবাহ অভিযান ২’ নায়িকার। আপতত সুস্থ আছেন নুসরাত। অভিনেত্রীর মা পারভিন আক্তার সে দেশের সংবাদমাধ্যমকে জানান, ‘বিগত কয়েক দিন কাজের চাপে খাওয়া-দাওয়ার অনিয়ম হচ্ছিল ফারিয়ার। গ্যাসট্রিকের সমস্যাও ছিল। বাড়িতে অচৈতন্য হয়ে যাওয়ার পর আমরা ওঁকে হাসপাতালে ভর্তি করাই।’ আরও পড়ুন: প্রয়াত দাদু ঋষি কাপুরের কোলে ছোট্ট রাহা! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবির পিছনে সত্যিটা কী
নুসরাতের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর ভক্তরা। বাড়ি ফিরে সোশ্যাল মিডিয়ার পাতায় নুসরত লেখেন, ‘এখন আমি ভালো আছি। আপনাদের সবার দোয়া ও ভালোবাসার জন্য ধন্যবাদ।’ জানা গিয়েছে, বেশকিছুদিন ধরেই গ্যাস্ট্রিকজনিত সমস্যায ভুগছিলেন নুসরাত। ঠিকমতো খাওয়া-দাওয়া করছিলেন না, সঙ্গে মাথার অসহ্য যন্ত্রণা। বৃহস্পতিবার মারাত্মক দুর্বল হয়ে পড়েন তিনি। পরে সংজ্ঞাহীন হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে এসে নুসরাতকে স্য়ালাইন দেওয়া হয়। এরপরই স্বাভাবিক খাওয়াদাওয়া শুরু করেন তিনি। বেশকিছু রক্ত পরীক্ষা করা হয়েছে তাঁর। আরও পড়ুন: ভারতের প্রধানমন্ত্রী হতে চান? ‘ছবিটা দেখার পর..’, কঙ্গনার জবাব শুনলে চমকে উঠবেন
যৌথ প্রযোজনার পাশাপাশি টলিগঞ্জের একাধিক ছবিতে কাজ করেছেন ঢালিউডের এই সুন্দরী। কাঁটাতারের এপারেও ‘মেনকা’র ভক্ত সংখ্যা অগুণতি। বাংলাদেশের পাশাপাশি টলিউডের একাধিক ছবিতে অভিনয় করেছেন ফারিয়া। এর মধ্যে ‘আশিকি’, ‘বস ২’, ‘বিবাহ অভিযান’ অন্যতম। শ্যাম বেনেগালের ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন ফারিয়া।
গত বছর চোখের অস্ত্রোপচারের জন্য় হাসপাতালে ভর্তি হয়েছিলেন নুসরাত। সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়েও চর্চায় থেকেছেন এই ঢালিউডি নায়িকা। ৯ বছর পুরোনো প্রেমিকের সঙ্গে বাগদান ভাঙেন তিনি। রনি রিয়াদ রশিদের সঙ্গে ২০১৪ সাল থেকে সম্পর্কে ছিলেন নুসরাত, বছর চারেক আগে বাগদানও সারেন দুজনে। গত বছর মার্চে আনুষ্ঠিকভাবে আলাদা হওয়ার কথা ঘোষণা করেন নুসরাত। সেই নিয়ে ট্রোলিংও কম হয়নি। শুধু ব্যক্তিগত জীবনই নয় খোলামেলা পোশাকের জেরেও হামেশাই বিদ্রুপ ও কটাক্ষের মুখে পড়েন তিনি। তবে সেইসব দিকে মাথা দিতে নারাজ তিনি। এখন কেরিয়ারই নুসরাতের জীবনের একমাত্র ফোকাস।