বাংলা নিউজ > বায়োস্কোপ > Arijit Singh: ‘বাংলা এখানে কেউ বুঝবে না’, গিটার হাতে আচমকা গেয়ে উঠলেন অরিজিৎ! ব্যাপারটা কী?

Arijit Singh: ‘বাংলা এখানে কেউ বুঝবে না’, গিটার হাতে আচমকা গেয়ে উঠলেন অরিজিৎ! ব্যাপারটা কী?

অরিজিৎ সিং

Arijit Singh: বেঙ্গালুরু কনসার্টে বাংলা গানের আবদার এল বাঙালি ভক্তদের তরফে। তারপর যা করলেন অরিজিৎ, দেখুন সেই ভিডিয়ো-

কলকাতার বুকে ঝড় তোলবার পর পালা ছিল বেঙ্গালুরুর। গত শনিবার সন্ধ্যা ‘গার্ডেন সিটি’ ভরে উঠেছিল জিয়াগঞ্জের ভূমিপুত্রের সুরের মূর্ছনায়। আপতত দেশের একের পর এক শহরে চলছে অরিজিৎ সিং (Arijit Singh)-এর লাইভ কনসার্ট। ৪ মার্চ বেঙ্গালুরুর নাইস ময়দানে বসেছিল অরিজিৎ-এর গানের অনুষ্ঠানের আসর। এই মুহূর্তে বলিউডের সবচেয়ে জনপ্রিয় গায়ক তিনি, তাঁর গান শুনতে ছিল উপচে পড়া ভিড়। মঞ্চের উপর দাঁড়িয়ে একের পর এক জনপ্রিয় হিন্দি গান গেয়ে চলেছেন গায়ক, হঠাৎ করে দর্শকাসন থেকে আবদার এল বাঙালি ভক্তের--'একটা বাংলা গান গাও না'।

গিটার হাতে তখন অরিজিৎ গেয়ে চলেছেন কবীর সিং-এর ‘তুঝে কিতনা চাহনে লাগে হাম…’। আবদার শুনে মুচকি হেসে গাইতে গাইতেই বলে উঠলেন-- ‘বাংলা এখানে কেউ বুঝবে না’। সুর-তাল-লয় সব একই থাকল শুধু গাইতে গাইতে বাঙালি ভক্তদের জবাব দিলেন অরিজিৎ। ব্যস! এতটুকুতেই সন্তুষ্ট বাঙালি ভক্তরা। এদিন সাদা ফোতুয়া আর জিনসে মঞ্চে পাওয়া গেল ‘গেরুয়া’ গায়ককে। মাথায় চেনা পাগড়ি, বুকে তিরঙ্গা ব্যাজ লাগানো। 

স্থান-কাল-পাত্র দেখেই সবসময় গানের প্লে-লিস্ট তৈরির চেষ্টা করেন গায়ক। কলকাতায় অরিজিৎ হিন্দির চেয়ে বেশি বাংলা গান গেয়েছেন। বাংলা ব্যান্ডকে ট্রিবিউট দিয়েছেন, মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়ের গান গেয়েছেন। বেঙ্গালুরুর ছবিটা নিঃসন্দেহে ছিল খানিক আলাদা। যদিও বেঙ্গালুরুতেও বাঙালির সংখ্যা নেহাত কম নয়। অরিজিতের বহু বাঙালি ভক্তই পৌঁছেছিলেন প্রিয় গায়কের গান শুনতে। তবুও বৃহত্তর অডিয়েন্সের কথা মাথায় রেখেই এদিন অরিজিৎ হিন্দি গানের উপরই জোর দিলেন। তালিকায় ছিল তাঁর সাম্প্রতিক হিট গান ‘ঝুমে জো পাঠান’ও। সঙ্গে সারপ্রাইজ প্য়াকেজ হিসাবে ছিল কন্নড় ভাষাতে কান্তারা সিনেমার 'বরাহরূপম দৈব ভা রিশতম' (Varaha Roopam Daiva Va Rishtam) গানটি গাওয়া। যা শুনে অবাক সকলে। সাই ভিগনেশ, অজনীশ লোকনাথের এই গান মাত্র একরাতের প্রস্তুতিতে অবলীলায় গাইলেন অরিজিৎ। নিমেষে জিতে নিলেন কন্নড়বাসীর মন। 

খুব শীঘ্রই ফের বাংলার মাটিতে গান গাইবেন অরিজিৎ সিং। পশ্চিমবঙ্গে তাঁর পরবর্তী কনসার্ট উত্তরবঙ্গের শিলিগুড়িতে। আগামী ৪ঠা এপ্রিল কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে সেই শো।  কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের গ্যালারি ব্যবহারের অনুমতি পুর্তদফতরের তরফে মেলেনি বলে জানানো হয়, তাই এই শোয়ের জন্য শুধুমাত্র মাঠ ব্যবহার করা হবে বলে খবর। 

আরও পড়ুন-ফের বদলালো অরিজিৎ সিং-এর শিলিগুড়ি কনসার্টের দিন, পরিবর্তন হল স্থান…

বন্ধ করুন