পড়ে গিয়ে গুরুতর জখম টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা হানি বাফনা। হাতে কাচ ঢুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। দুর্ঘটনাটি ঘটে অভিনেতার বাড়িতেই। হাতে ২০টা সেলাই পড়েছে অভিনেতার। এই মুহূর্তে সান বাংলার শ্যামা ধারাবাহিকে অভিনয় করছেন হানি বাফনা। সদ্যই শুরু হয়েছে এই ধারবাহিক, অভিনেত্রী টুম্পা ঘোষের বিপরীতে অভিনয় করছেন তিনি। তবে দুর্ঘটনার পর আপাতত শ্যুটিং করার মতো পরিস্থিতিতে নেই অভিনেতা।
কিন্তু কীভাবে ঘটল এমন ভয়ানক দুর্ঘটনা? এবিষয়ে জানতে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে সরাসরি হানি বাফনার সঙ্গে যোগাযোগ করা হয়। হিন্দুস্তান টাইমস বাংলাকে হানি বাফনা বলেন, ‘মঙ্গলবার বাড়িতে ঘটনাটা ঘটেছে। মা লফট থেকে একটা জিনিস আমায় নামাতে বলেছিলেন। আমি একটা চেয়ারে উঠে সেটা নামাচ্ছিলাম। এরপর ব্য়ালেন্স হারিয়ে আমি পড়ে যাই, পিছনে কাচের টেবিল ছিল। আমার হাতটা সেখানেই পড়ে। তাতেই আমার হাতটা ক্ষতবিক্ষত হয়ে যায়। ২০টা সেলাই পড়েছে। আমার হাতের ছবি দেখলে যে কেউ শিউরে উঠবেন। একজন প্লাস্টিক সার্জনের সঙ্গে যোগাযোগ করি। উনি অস্ত্রোপচার করাতে বলেছেন। ডান হাতের শিরা এবং মাংসপেশীর একটা অংশ ছিড়ে গিয়েছে। আগামীকাল শুক্রবারই অস্ত্রোপচার হবে একটি বেসরকারি হাসপাতালে।’
আরও পড়ুন-‘জওয়ান’এ কংগ্রেস সরকারের দূর্নীতিকে তুলে ধরেছেন শাহরুখ! বলছে BJP, মিলল 'ধন্যবাদ'
আরও পড়ুন-বিভূতিভূষণের ‘আদর্শ হিন্দু হোটেল’কে পর্দায় আনছেন অরিন্দম শীল, অভিনয়ে অনন্যা-মোশাররফ
এখন প্রশ্ন সদ্য শুরু হওয়া 'শ্যামা' ধারাবাহিকের হানি বাফনার চরিত্রটির তাহলে কী হবে? শোনা যাচ্ছে, আপাতত কিছুদিনের জন্য হানি বাফনার চরিত্রটি দেখানো বন্ধ রাখা হবে। একটু সুস্থ হলেই ফ্লোরে ফিরবেন অভিনেতা।
প্রসঙ্গত, কিছুদিন আগে 'নিমফুলের মধু'র শ্যুটিং করতে গিয়ে পায়ের গোড়ালি ভেঙেছিলেন অভিনেতা রুবেল দাস। তখন বাড়ি থেকেই শ্যুটিং চালিয়েছিলেন রুবেল। হানি বাফনার ক্ষেত্রেও কি তেমন পন্থা নেবেন নির্মাতারা, সেটা অবশ্য এখনও স্পষ্ট নয়।