সিনেমাপ্রেমীদের মতোই শাহরুখের 'জওয়ান'-এ মন ভরেছে BJP-র। এই ছবির জন্য এবার কিং খানকে ধন্যবাদ জানাল শাসক দল। কিন্তু কেন! বিজেপির দাবি, শাহরুখের 'জওয়ান'-এ নাকি দূর্নীতিগ্রস্ত কংগ্রেস সরকারের কথা তুলে ধরা হয়েছে। আর সেকারণেই বিস্তারিত ব্যাখ্যা করে 'বাদশা'কে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া। ঠিক কী লিখেছেন তিনি?
BJP-র গৌরব ভাটিয়া লেখেন, ‘২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত দুর্নীতিগ্রস্ত, নীতিহীন কংগ্রেস শাসনকে জওয়ান ছবির মাধ্যমে তুলে ধরার জন্য SRK-কে আমাদের ধন্যবাদ জানাতেই হবে। কারণ এই ছবিটি সমস্ত দর্শকদের UPA- সরকারের দুঃখজনক রাজনৈতিক ইতিহাসকে মনে করিয়ে দেয়।’
শাহরুখের সংলাপ ধার করে নিজের দীর্ঘ টুইটে বিজেপি নেতা লিখেছেন, ‘হাম জওয়ান হ্যায়, আপনি জান হাজার বার দাও পার লাগা সাক্তে হ্যায়, লেকিন সিরফ দেশ কে লিয়ে। তুমহারে জ্যায়সে দেশ বেচে ওয়ালো কে লিয়ে হারগিজ নেহি। গান্ধী পরিবারের জন্য এই সংলাপ খুবই উপযুক্ত।'
আরও পড়ুন-বক্স অফিসে শাহরুখ 'শাসন'! সপ্তম দিনের মাথায় ‘জওয়ান’-এ ব্যবসা কত হল?
আরও পড়ুন-নদীর জলে পা ভিজিয়ে, উত্তরবঙ্গে শ্যুটিংয়ের ফাঁকেই মা-কে সময় দিলেন দেব
আরও পড়ুন-দিনক্ষণ পাক্কা, রাজস্থানে বাবার ফিটনেস কোচের সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসছেন আমির কন্যা ইরা
গৌতম ভাটিয়ে আরও লিখেছেন, কংগ্রেস যুগে ১.৬ লক্ষ কৃষক আত্মহত্যা করেছিলেন। অথচ BJP সরকার নূন্যতম সহায়ক মূল্য হিসাবে ২.৫৫ লক্ষ কোটি টাকা ১১ কোটি কৃষককের অ্যাকাউন্টে পাঠিয়েছেন পিএম কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে। বিজেপি সেনাদের ২.৩ লক্ষ বুলেটপ্রুফ জ্যাকেট সরবরাহ করেছে, OROP-এর মাধ্যমে ১.২ লক্ষ কোটি টাকা বিতরণ করেছে। যেখানে কংগ্রেস আমাদের সৈন্যদের জন্য বুলেটপ্রুফ জ্যাকেটের পরিবর্তে ভিভিআইপি হেলিকপ্টার কিনেছে।
গৌতম ভাটিয়ে লিখেছেন, ২৬/১১ মুম্বই হামলার পরে কংগ্রেস প্রাক্তন এয়ার চিফ মার্শাল ফালি হোমি মেজরের সার্জিক্যাল স্ট্রাইকের অনুরোধ প্রত্যাখ্যান করেছিল। অথচ যেখানে বিজেপি পুলওয়ামা হামলার সি দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে, বালাকোট বিমান হামলা পরিচালনা করেছে।
এদিকে ইতিমধ্যেই শাহরুখকে ধন্যবাদ জানিয়ে BJP-র গৌরব ভাটিয়ার এই দীর্ঘ টুইট ঘিরে রাজনৈতির তরজা শুরু হয়েছে। গৌতম ভাটিয়ার এই টুইটের পরে তাঁকে খোঁচা দিয়ে কংগ্রেস নেতা জয়রাম রমেশ জিগ্গেস করেছেন সরকার নতুন সংসদ ভবনে গদরের মতো জওয়ানকেও দেখানোর সাহস করবে? প্রসঙ্গত, কিছুদিন আগে নতুন সংসদ ভবে গদর-২ দেখানোর খবর শোনা গিয়েছিল।
এদিকে জি-২০ সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছিলেন শাহরুখ। আর তখনই বিরোধীপক্ষ কংগ্রেসের অনেকেই প্রশ্ন তুলছিলেন শাহরুখ কি তবে BJP-কে তোষামোদ করছেন? যদিও এমন রাজনৈতিক তরজা নিয়ে মুখ খোলেননি কিং খান।