বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর এবং শেহনাজ গিল তাঁদের আসন্ন ছবি 'থ্যাঙ্ক ইউ ফর কামিং'-এর প্রচারে ব্যস্ত। আগামী ৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবিটি।
এটি একটি কমেডি ছবি, যাতে দেখা যাবে মেয়েদের আবেগের গল্প। সম্প্রতি ছবির প্রচার সারতে দেখা গিয়েছে ভূমি পেডনেকর এবং শেহনাজ গিলকে। ছবির প্রচারে দুই অভিনেত্রী ডিজনি প্রিন্সেস লুকে ধরা দিয়েছেন। দুই অভিনেত্রীই পরেছিলেন গাউন। ভূমির পরনে একটি কমলা রঙের কাঁধ খোলা গাউন। এই গাউনে অভিনেত্রীকে রাজকুমারীর মতো দেখাচ্ছিল। ভূমি পোশাকের সঙ্গে হালকা গোলাপি রঙের হাই হিল জুতো পরেছেন। তাঁর চুলের পনিটেল করে বাঁধা। শেহনাজ গিলকে হলুদ অফ শোল্ডার শর্ট গাউনে খুব হট দেখাচ্ছে। পোশাকের সঙ্গে শেহনাজ হলুদ রঙের হিল স্যান্ডেল পরেছেন। আরও পড়ুন: ‘জুতোটাই পুরো নষ্ট করল', ল্যাটেক্সের সাদা পোশাক পরে সমালোচনার মুখে কাইলি
নতুন প্রজন্মের কমেডি ঘরানার এই ছবির মুখ্য চরিত্রে রয়েছেন ভূমি পেডনেকর। এদিন ছবির প্রচারে সহ-অভিনেত্রী শেহনাজ গিলের সঙ্গে ক্যামেরাবন্দি হলেন তিনি। দেখুন ভিডিয়ো-
‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’ ছবিটি পরিচালনা করেছেন রিয়া কাপুরের স্বামী করণ বুলানি এবং লিখেছেন রাধিকা আনন্দ এবং প্রশস্তি সিং। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ভূমি পেডনেকার, শেহনাজ গিল, ডলি সিং, কুশা কপিলা এবং শিবানি বেদি। ছবির প্রযোজক রিয়া কাপুর। ছবিতে পাঁচ নায়িকা ছাড়াও আরও অভিনয় করেছেন প্রধুমান সিং মল, নাতাশা রাস্তোগি, গৌতমিক, সুশান্ত দিভগিকার, সালোনি দাইনি, ডলি আহলুওয়ালিয়া এবং করণ কুন্দ্রা। ছবিতে একটি বিশেষ চরিত্রে রয়েছেন অনিল কাপুরও।
ছবির গল্প
এই প্রজন্মের কমেডি ঘরানার ছবি। এই ছবির মূল গল্প কণিকা কাপুর (ভূমি পেডনেকর)কে কেন্দ্র করে। ত্রিশের কোঠায় থাকা এক সিঙ্গল মহিলার গল্প। কণিকা নিজের জীবনের সত্যিকারের ভালোবাসা এবং শারীরিক সুখের সন্ধানে। সেই সফরের গল্প উঠে আসবে গল্পের পরতে পরতে। বালাজি ফিল্মস ও অনিল কাপুরের সংস্থার যৌথ প্রযোজনায় তৈরি এই ছবি প্রেক্ষাগৃহে আসছে আগামী ৬ অক্টোবর।