আসছে Bigg Boss-17'। আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হবে এই শো। সেখানেই প্রতিযোগী হিসাবে থাকছেন তারকা দম্পতি অঙ্কিতা লোখান্ডে ও ভিকি জৈন। 'বিগ বস'-এর ঘরে যাচ্ছেন বলে কথা, সেখানে কি একই পোশাক বারবার পরলে চলে! আর তাই নাকি জমিয়ে শপিং করে ফেলেছেন ভিকি-অঙ্কিতা। কতগুলো পোশাক তাঁরা কিনেছেন তা শুনলে আপনারও চোখ কপালে উঠবে।
জানা যাচ্ছে, অঙ্কিতা ও ভিকি নাকি এখনও পর্যন্ত ২০০টি পোশাক কিনেছে। একই সঙ্গে আরামদায়ক ও স্টাইলিশ এমন পোশাক কিনতে নাকি দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছেন এই দম্পতি। যাই ঘটুক, এক জামা দু'বার পরা চলবে না। জানা যাচ্ছে অঙ্কিতা একদিনে তিনবার পোশাক বদল করবেন, আর ভিকি দু'বার। এর আগে বিগ বস (Bigg Boss)-১১ রানার্স আপ হিনা খান এই শোয়ে একবার একই জামা দু'বার পরেননি। নিশ্চয় ভাবছেন, অঙ্কিতা আর ভিকি তাহলে জামা-কাপড়ের পিছনে কত টাকা খরচ করেছেন!
আরও পড়ুন-‘আমার পিছনে দলবাজি করতেন করিশ্মা!’ মুখ খুললেন রবিনা ট্যান্ডন
আর পড়ুন-‘বিক্রম রাঠোর’ সেজে স্বল্প বাজেটে 'জওয়ান' শ্যুট করে ফেললেন ইউটিউবার, দেখে কী বললেন শাহরুখ?
জানা যাচ্ছে এবার বিগ বসে থাকছেন 'জোড়িস ভার্সেস সিঙ্গল'। সেখানে জোড়িদের মধ্যে থাকছেন অঙ্কিতা-ভিকি। অঙ্কিতা লোখান্ডে ও ভিকি জুটির ফ্যাশান, পোশাকের সকলে প্রশংসাই করে থাকেন। কুর্তি থেকে শুরু করে স্যাসি ওয়েস্টার্ন ফিট, সব ধরনের পোশাকই পরেন তিনি। তবে বিগ বসের ঘরে তাঁকে কীভাবে দেখা যায়, স্বামী ভিকির সঙ্গে মিলে কী কী কাণ্ড ঘটান সেটাই এখন দেখার।
বিগ বস ১৭-এর সম্প্রতিকত প্রোমোগুলি থেকে এখবর নিশ্চিয় যে এটি ১৫ অক্টোবর, রবিবার রাত ৯ টা থেকে শুরু হবে৷ সঞ্চালকের ভূমিকায় থাকবেন সলমন খান। গ্র্যান্ড প্রিমিয়ারে প্রতিযোগীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে। এই শোটি সোমবার থেকে শুক্রবার রাত ১০ টায় এবং সপ্তাহন্তে রাত ৯ টায় সম্প্রচাারিত হবে।