পুজোয় আসছে 'বাঘাযতীন'-এর জীবনের গল্প। সৌজন্যে দেব। পরিচালক অরুণ রায়ের এই ছবিতে 'বাঘাযতীন' হয়েই ধরা দেবেন সুপারস্টার। ছবির টিজারে একাধিক লুকে ধরা পড়েছেন অভিনেতা। ছবির জন্য রূপম ইসলামের গাওয়া ‘এই দেশ আমার’ গানটিও মুক্তি পেয়েছে। এবার আসতে চলেছে ছবির দ্বিতীয় গান ‘বাঘা বাঘা হে’। ভাবছেন ছবির গান তো মুক্তি পাবেই, এতে আর নতুন কথা কী!
‘বাঘা বাঘা হে’-গানটির বিশেষত্ব হল এটি গেয়েছেন খুদে শিল্পীরা। যার মধ্যে রয়েছেন বিশেষভাবে সক্ষম শিল্পীও। প্রযোজনা সংস্থা দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের তরফে গানের রেকর্ডিং করার ভিডিয়ো শেয়ার করা হয়েছে। ক্যাপশানে লেখা হয়েছে ‘আমরা প্রকাশ করতে চলেছি #BaghaJatin-এর দ্বিতীয় গান। যে গান নব প্রজন্মকে বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ও তার বীর গাথার সঙ্গে পরিচয় করাবে।’
আরও পড়ুন-রক্তাক্ত, বিধ্বংসী চেহারায় রণবীর, বাবার কথা উঠতেই কেন থামিয়ে দিলেন কাপুর পুত্র!
আরও পড়ুন-'আমি বেঁচে আছি, অলৌকিক', নিজের মৃত্যুর খবর শুনে বললেন জিজ্ঞাসা সিং
আরও পড়ুন-‘আমার পিছনে দলবাজি করতেন করিশ্মা!’ মুখ খুললেন রবিনা ট্যান্ডন
৩০ সেপ্টেম্বর আসছে এই গান। দেবের এই উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া। এক ব্যক্তি লিখেছেন, ‘দারুণ উদ্যোগ…আমাদের প্রজন্মের জানা উচিত বাঘাযতীন কে..হ্যাটস অফ....সুর টাও খুব ভালো লাগছে..দেখা যাক..।’ এভাবে আরও অনেকেই দেবের এই উদ্যোগের প্রশংসা করেছেন।
এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে 'বাঘাযতীন'-এর টিজার। ‘ব্যোমকেশ’ মুক্তির আগে দেব বারবার বলেন ‘বাঘাযতীন’-এ অ্যাকশন হিরো হয়ে উঠবেন তিনি। টিজারে সেই ঝলকই উঠে এসছে। টিজারে বাঘাযতীন হয়ে একাধিক লুকে দেখা মিলেছে দেবের। কখনও মাথায় পাগড়ি, লম্বা দাড়ি, গোঁফ, বিস্ফারিত চোখে পাঞ্জাবি লুকে কখনও আবার সাধুবাবার বেশে, কখনও আবার তাঁর ক্ষতবিক্ষত মুখ। ছবিতে দেবের নায়িকা নবাগত সৃজা দত্ত। ইন্দুবালার চরিত্রে দেখা যাবে তাঁকে। রয়েছেন সুদীপ্তা চক্রবর্তীর মতো জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রীও।
ছবির টিজারে যেমন অ্যাকশন রয়েছে, তেমন ইমোশনও রয়েছে। একদম শেষভাবে পরিবারের উদ্দেশে ‘বাঘাযতীন’ দেবের বার্তা- ‘ফিরে আমি আসবই, হয় স্বাধীন ভারতের নাগরিক হয়ে, নয়তো স্বাধীনতার স্বপ্ন হয়ে’। হিন্দি ও বাংলা দুই ভাষাতেই মুক্তি পাবে দেবের 'বাঘাযতীন'> দেব এন্টারটেনভেন্ট ভেঞ্চার্স প্রযোজিত এই ছবির বাংলা ভার্সন মুক্তি পাবে ১৯শে অক্টোবর, হিন্দি ভার্সন আসবে একদিন পর ২০ অক্টোবর।