বাংলা নিউজ > বায়োস্কোপ > Bigg Boss OTT 2: ‘আমার বড় ঠোঁট পছন্দ হয় জাদের, আবার চুমু খেতে চাইছিল’, বিস্ফোরক দাবি আকাঙ্খার

Bigg Boss OTT 2: ‘আমার বড় ঠোঁট পছন্দ হয় জাদের, আবার চুমু খেতে চাইছিল’, বিস্ফোরক দাবি আকাঙ্খার

বিগ বস ওটিটি থেকে আউট হয়েও আকাঙ্খার মুখে জাদকে চুমু খাওয়ারই চর্চা। 

বিগ বসের ঘর থেকে গত সপ্তাহেই ভোট আউট হয়ে গিয়েছেন আকাঙ্খা পুরী। তবে জাদের চুমুর কথা এখনও তাঁর মুখে। প্রায় ১০০ ক্যামেরার সামনে চুমু খাওয়া নিয়ে কী বললেন ‘মিকার বান্ধবী’?

বিগ বস ওটিটি সিজন ২-এর হাইলাইট এই মুহূর্তে নিসন্দেহে ঘরের ভিতরে আকাঙ্খা পুরী আর জাদ হাদিদের ৩০ সেকেন্ডের লম্বা ফ্রেঞ্চ কিস। যা নিয়ে অবশ্য উইকেন্ড কা ওয়ারে বেশ রাগারাগি করেছেন সলমন খান। এমনকী, সাফ জানিয়ে দিয়েছেন তিনি যেমন সিনেমায় চুমু খান না, তেমনই তাঁর ঘরে প্রকাশ্যে চুমু খাওয়া চলবে না। এমনকী, বিগ বস ছাড়ারও ভয় দেখান ভাইজান। 

অবশ্য বিগ বস ঘরের কিস বাঁচাতে পারল না আকাঙ্খাকে। শো থেকে আউট হলেন তিনি কম ভোট পেয়ে। তবে আকাঙ্খা সাফ জানিয়েছেন ওভাবে ১০০ ক্যামেরার সামনে জাদকে চুমু খাওয়া নিয়ে তাঁর মনে কোনও ‘আক্ষেপ’ নেই। কারণ তিনি বিগ বসের টাস্ক হিসেবেই দেখছেন জাদকে খাওয়া সেই চুমুকে। 

তবে তাঁকে লিপ কিস করার পর জাদের বলে বেড়ানো ‘ব্যাড কিসার’ মন্তব্য অবশ্য মুখ খুলেছেন আকাঙ্খা। সাফ জানিয়েছেন, ‘আমি আমার মাথাতে স্পষ্ট ছিলাম যে এটা ৩০ সেকেন্ডের ব্যাপার। আমাকে হোল্ড করতে হবে। জাদ আসলে প্রভাবিত হয়ে গিয়েছিল। ও আমাকে কিস করা শুরু করে দেয়। আমি কিন্তু আমার ঠোঁট ব্যবহার করছিলাম না। কারণ আমার মনে ওর জন্য কোনও ফিলিংস নেই। তাও আমার নামে ট্যাগিয়ে দেওয়া হল আমি নাকি ব্যাড কিসার।’

এরপরই বোমা ফাটান জাদের নামে আকাঙ্খা। বলেন, ‘আসলে ও যেরকম চেয়েছিল সেরকম বিনিময়ে পায়নি আমার থেকে। ও আমাকে চুমু খাওয়ার পর বলে, ‘তোমাকে যদি আবার চুমু খেতে পারতাম। আমার তোমার বড় ঠোঁট খুব ভালো লেগেছে।’। তবে আমার জন্য এটা টাস্ক ছিল। আমি প্রয়োজনে কোনও প্রপকেও চুমু খেতে পারি।’

প্রসঙ্গত, বিগ বস ১৩-তে খেলতে আসা পারস ছাবড়ার প্রেমিকা ছিলেন একসময় আকাঙ্খা। এমনকী, পারস যখন বিগ বসে ঢোকেন তখন তিনি আকাঙ্খার সঙ্গেই সম্পর্কে ছিলেন। তবে বিগ বসের ঘরে শুরু হয় পারস আর মাহিরা শর্মার ঘনিষ্ঠতা। যার ফলে সম্পর্ক ভেঙে যায় আকাঙ্খার সঙ্গে। এরপর আকাঙ্খার লাভ লাইফ চর্চায় আসে যখন তিনি ২০২২ সালে মিকা দি ভোটি শো-তে প্রবেশ করেন ওয়াইল্ড কার্ড হিসেবে। 

মিকা আর আকাঙ্খার ‘বন্ধুত্ব’ অনেকদিনের। শো-তে বিয়ে না করলেও, বউ হিসেবে আকাঙ্খার গলাতেই মালা দিয়েছিলেন মিকা। শো-র কয়েকমাস পরে বিয়ের কথা থাকলেও এরিয়ে যান তা দুজনেই। এমনকী, বিগ বস ওটিটি-র প্রিমিয়ারের দিন ঘরে প্রবেশের আগে আকাঙ্খাক ভিডিয়ো বার্তার মাধ্যমে ‘বেস্ট অফ লাক’ বলেন মিকাও। 

তবে, বিগ বসের চারদেওয়ালে এবারেও বদলে যায় সব সম্পর্কের সমীকরণ। জাদ আর আকাঙঅখার মধ্যে বাড়তি ঘনিষ্ঠতা ঘরে থাকা প্রতিটা সদস্যের নজর কাড়ে। এমনকী, জাদ তো হাবেভাবে বুঝিয়েও দেন তিনি পছন্দ করেন আকাঙ্খাকে। অন্য দিকে, ‘মিকার বান্ধবী’ মুখে দূরত্ব রাখার কথা বললেও কাজে তা করতে পারেননি। 

এখন দেখার, বাস্তব জীবনে কী দাঁড়ায় মিকা সিং আর আকাঙ্খা পুরীর সম্পর্কের সমীকরণ।

বন্ধ করুন