বাংলা নিউজ > বায়োস্কোপ > Bigg Boss OTT 2 grand finale: তীরে এসে তরী ডুবল পূজা-বেবিকাদের! ট্রফি উঠল এলভিস যাদবের হাতে, কত লাখ পেলেন বিজেতা?

Bigg Boss OTT 2 grand finale: তীরে এসে তরী ডুবল পূজা-বেবিকাদের! ট্রফি উঠল এলভিস যাদবের হাতে, কত লাখ পেলেন বিজেতা?

সলমনের শো-এর গ্র্যান্ড ফিনালে 

Bigg Boss OTT 2 grand finale: বিগ বস ওটিটি-র ট্রফি উঠল হরিয়ানার ছেলে এলভিস যাদবের হাতে। রিয়ালিটি শো-র মঞ্চে নয়া ইতিহাস লিখলেন ইউটিউবার এলভিস। 

বিগ বসের ব্যাপক সাফল্যকে ক্যাশ-ইন করতে দু-বছর আগে বিগ বস ওটিটি লঞ্চ করে নির্মাতারা। প্রথম সিজনে সঞ্চালক ছিলেন করণ জোহর। তবে দ্বিতীয় দফায় সবার ফেবারিট ভাইজানই বিগ বস ওটিটি সঞ্চালনার দায়িত্ব তুলে নেন। স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন মায়ানগরীতে উত্তেজনার পারদ চড়ল বিগ বস ওটিটি ২-এর গ্র্যান্ড ফিনালে-কে ঘিরে।

ইতিহাস রচলেন 'ওয়াইল্ড কার্ড প্রতিযোগী' এলভিস

হিসাব উলটে এদিন বিগ বস ওটিটি-র ট্রফি উঠল এলভিস যাদবের হাতে। অভিষেক মালহানকে হারিয়ে সলমন খান সঞ্চালিত রিয়ালিটি শো জিতে নিলেন এই ইউটিউবার। শুরু থেকেই এই রিয়ালিটি শো-র ট্রফির দৌড়ে এগিয়ে ছিলেন ‘ফুকরা ইনসান’ অভিষেক। কিন্তু ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসাবে শো-তে প্রবেশ করেন ইউটিউবার এলভিস। শেষ হাসি হাসলেন তিনি। প্রসঙ্গত, প্রথম ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসাবে বিগ বসের ট্রফি উঠল এলভিসের হাতে। রিয়ালিটি শো-এর ইতিহাসে এমন নজর বিরল। মাঝপথে শো-তে যোগ দেওয়ায় অভিষেক, মণীষার প্রশ্ন তুলেছিল বিগ বসের ট্রফির কতটা যোগ্য দাবিদার এলভিস, তবে শুরু থেকেই হোস্ট সলমন স্পষ্ট করেছিলেন এলভিশের কাজটা আরও শক্ত। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিজেতা নির্বাচিত হলেন হরিয়ানার ভূমিপুত্র।

পাঁচ ফাইনালিস্ট

বিগ বস ওটিটি ২-এর গ্র্যান্ড ফিনালে-তে এলভিস ও অভিষেক ছাড়াও জায়গা করে নিয়েছিলেন পূজা ভাট, মণীশা রানি এবং বেবিকা ধ্রুব। সেরা পাঁচ থেকে শুরুতে বাদ পড়েন মহেশ ভাট কন্যা। এরপর সেরা তিনে জায়গা পেতে ব্যর্থ হন বেবিকা। দুই পুরুষ সদস্যের জনপ্রিয়তাকে কড়া টেক্কা দেন বিহারের ‘রানি’ মণীষা। তবে সেকেন্ড রানার আপ হয়েই সন্তুষ্ট থাকতে হল তাঁকে।

বিজেতার পুরস্কার মূল্য

জানা গিয়েছে পুরস্কার বাবদ ২৫ লক্ষ টাকা পেয়েছেন এলভিস, এছাড়াও বিগ বস ওটিটি ২-এর সোনালি ট্রফি উঠেছে তাঁর হাতে। জানা যাচ্ছে আজীবনের রেশনও বিনা পয়সায় পাবেন বিজয়ী প্রতিযোগী। 

কে এই এলভিস যাদব

সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এলভিশ যাদব। ২০১৬ সালে শুরু করেন ইউটিউব। নানা বিষয় ভিত্তিক কনটেন্টে ভরে থাকে তাঁর চ্যানেল। এই মুহূর্তে ইউটিউবে তাঁর সাবস্ক্রাইবার সংখ্যা ১৬ মিলিয়ান, ইনস্টায় তাঁকে ফলো করেন ১৪ মিলিয়নের কাছাকাছি ইউজার। 

চলতি বার বিগ বসের মঞ্চে তাঁর একাধিক সংলাপ জনপ্রিয় হয়েছে, যার অন্যতম ‘সিস্টেম হ্যাং’। এদিন এলভিসের জয় শেষে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ‘সিস্টেম হ্যাং’ হ্যাশট্যাগ। এলভিসের রসিক মেজাজ হামেশাই মন ভরিয়েছে দর্শকদের। মণীষার সঙ্গে তাঁর খুনসুটি ছিল বিগ বস ওটিটি ২-এর অন্যতম ইউএসপি। 

এলভিস-সহ বিগ বস ওটিটি-র বেশ কিছু প্রতিযোগী বিগ বস ১৭-র মঞ্চে অংশ নেবেন বলে খবর। 

 

বন্ধ করুন