সোমবার ২৫ মার্চ কঙ্গনা রানাওয়াতকে নিয়ে একটি আপত্তিজনক পোস্ট করেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথ। তিনি রীতিমত তাঁর পোস্টে কঙ্গনাকে যৌনকর্মীর সঙ্গে তুলনা করেন। জিজ্ঞেস করেন তাঁর রেট কত? এই পোস্টের পর তার বিরোধিতা করে একটি পোস্ট করেন কুইন। এবার বিজেপির নেতারা সুপ্রিয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলছেন।
কী বলেছেন সুপ্রিয়া শ্রীনাথ?
সুপ্রিয়া শ্রীনাথ এদিন কঙ্গনা রানাওয়াতের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন। সেই ছবিতে অভিনেত্রীকে খোলামেলা একটি পোশাক পরে থাকতে দেখা যাচ্ছে। সাদা রঙের বিকিনি পরা কঙ্গনার ছবি পোস্ট করে তিনি এদিন লেখেন, 'মান্ডিতে কী দাম চলছে এখন একটু বলবেন?' তিনি তাঁর পোস্টে স্পষ্টতই কঙ্গনা রানাওয়াতকে যৌনকর্মীর সঙ্গে তুলনা করেছেন। আর তারপরই এদিন অভিনেত্রী সেই পোস্টের জবাব দিলেন।
আরও পড়ুন: বাবার দুষ্টুমিতে দীর্ঘদিন ঠকেছেন সৌরভ! দাদাগিরিতে স্মৃতি হাতড়ে কেন বললেন, 'যখন সবটা জানতে পারি...'
জবাবে কী লিখেছেন কঙ্গনা?
কঙ্গনা রানাওয়াত এদিন সুপ্রিয়া শ্রীনাথের পোস্টের একটি স্ক্রিনশট টুইটার অর্থাৎ যা বর্তমানে এক্স নামে পরিচিত সেখানে পোস্ট করে লেখেন, 'সম্মানীয় সুপ্রিয়া দেবী, আমার গত ২০ বছরের কেরিয়ারে আমি বিভিন্ন ধরনের মহিলাদের চরিত্রে অভিনয় করেছি। কুইনে সাধারণ গ্রাম্য মেয়ে থেকে ধকড়ে দুর্দান্ত দেখতে চর, মণিকর্নিকায় ইশ্বর থেকে চন্দ্রমুখীতে ভূতের চরিত্রে অভিনয় করেছি। রাজ্জোতে বেশ্যার চরিত্রে অভিনয় করেছি, আবার থালাইভিতে নেত্রীর চরিত্রে।' এরপরও কঙ্গনা আবার লেখেন, 'মহিলাদের শরীরের বিভিন্ন অংশের বিষয়ে অকারণ কৌতূহলের বাইরে যাওয়া উচিত আমাদের। সব থেকে বড় কথা গালিগালাজ করার জন্য যৌনকর্মীদের কথা না টানাই ভালো। প্রতিটা নারীর মর্যাদা প্রাপ্য।'
বিজেপি জবাবে কী বলছে?
বিজেপি নেতা অমিত মালব্য সুপ্রিয়া শ্রীনাথের এই পোস্টের বিরোধিতা করেন। তিনি দাবি করেন সুপ্রিয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে কংগ্রেসকে। তিনি এক্সে পোস্ট করে লেখেন, 'কংগ্রেসের সুপ্রিয়া শ্রীনাথ কঙ্গনাকে নিয়ে ইনস্টাগ্রামে অত্যন্ত কুরুচিপূর্ণ পোস্ট করেছেন। অত্যন্ত নিম্নমানের এই মন্তব্যটি, কংগ্রেস কী করে এমন লোকজনকে তাদের দলে রাখেন? খারগে ( মল্লিকাজুর্ন খারগে)- এর যদি নিজের দলের উপর কোনও নিয়ন্ত্রণ থেকে থাকে তাহলে তাঁর উচিত সুপ্রিয়াকে দল থেকে বহিষ্কার করে দেওয়া।'
বিজেপি নেতা শাহজাদ পুনাওয়ালাও এদিন সুপ্রিয়া শ্রীনাথের মন্তব্যের বিরোধিতা করেন। হইচই পড়ে গেলে পরবর্তীতে সাফাই দেন সুপ্রিয়া।
আরও পড়ুন: 'রঙে যদি ভূতই না হয়ে যাও...' মৃত্যুর ৪ বছর পর আচমকাই ভাইরাল অঙ্কিতা সুশান্তের দোল খেলার পুরনো ভিডিয়ো, দেখুন
সাফাইয়ে কী বললেন সুপ্রিয়া?
এদিন পরে সাফাই দিয়ে সুপ্রিয়া আরও একটি পোস্ট করেন এক্সে। সেখানে তিনি জানান কেউ তাঁর পোস্ট হ্যাক করেছে। তিনি সেই পোস্টে লেখেন, ' যার কাছে আমার মেটা অ্যাকাউন্টের অ্যাকসেস আছে তেমন কেউ এই আপত্তিজনক পোস্টটি করেছে। সেই পোস্ট ডিলিট করা হয়েছে। যাঁরা আমায় চেনেন তাঁরা জানেন আমি এসব পোস্ট করতে পারি না।'