হিন্দি সিনেমা তথা সিরিয়ালের অতি পরিচিত মুখ রিও কাপাডিয়া আর নেই! শুক্রবার না-ফেরার দেশে চলে গেলেন ৬৬ বছর বয়সী রিও। শাহরুখ খান,আমির খান থেকে রানি মুখোপাধ্যায়, বলিউডের একাধিক সুপারস্টারের ছবিতে নজর কেড়েছেন এই চরিত্রাভিনেতা। ইন্ডিয়া টুডে-কে রিও কাপাডিয়ার মৃত্যু সংবাদ নিশ্চিত করছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু ফয়সল মালিক। আরও পড়ুন-৩ দিনেই সব শেষ! ডেঙ্গিতে বোনকে হারালেন অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়
গত বছরই জানা যায়, রিও-র শরীরে বাসা বেঁধেছে মারণরোগ ক্যানসার। শেষরক্ষা হল না। যদিও ঠিক কী কারণে মৃত্যু হয়েছে অভিনেতার, তা স্পষ্ট করেনি পরিবার। মাস কয়েক আগেই ছুটি কাটাতে ইউরোপ গিয়েছিলেন সপরিবারে। সেই ছবিও শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। আচমকাই সব শেষ!
তিন দশক ধরে বলিউডে কাজ করছেন রিও। মূলত সিরিয়ালের জগত থেকেই রুপোলি পর্দায় উত্তরণ তাঁর। নতুন শতাব্দীর শুরুতেই ‘সুরাগ: দ্য ক্লু’ সিরিয়ালে নজর কাড়েন। ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’, ‘সপনে সুহানে লড়কপনকে’ এবং ‘কুটুম্ব’-এর মতো কালজয়ী মেগা সিরিয়ালে অভিনয় করেছেন রিও। পরবর্তীতে ‘চক দে ইন্ডিয়া’, ‘দিল চাহতা হ্যায়’, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘মর্দানি’-র মতো ছবিতে কাজ করেছেন তিনি। বড় পর্দায় তাঁকে শেষ দেখা গিয়েছে বিদ্যুৎ জাম্মওয়ালের ‘খুদা হাফিজ’ (২০২০) ছবিতে।
যুগের সঙ্গে তাল মিলিয়ে ওয়েব সিরিজেও কাজ করেছেন প্রয়াত অভিনেতা। ‘সিটি অফ ড্রিমস’ সিরিজে তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছে। বিগ বুল, বম্বে বেগমস-এর মতো শো-র অংশ থেকেছেন তিনি। সম্প্রতি, ‘মেড ইন হেভেন’-এর দ্বিতীয় সিজনে দেখা মিলেছে তাঁর।
তাঁর প্রয়াণে শোকের ছায়া বলিউডে। আগামিকাল (শনিবার) বেলা ১১টায় অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে গোরেগাঁও-এর শিবধাম শ্মশানভূমিতে, খবর পরিচিতদের সূত্রে। অভিনেতা রেখে গেলেন তাঁর স্ত্রী মারিয়া ফারহা এবং দুই পুত্র আমান ও বীরকে।