মহা সমারোহে চলছে বিশ্বকাপ। ক্রিকেট বিশ্বকাপ মানেই কিন্তু গোটা দেশ মজে ছত্রিশ গজে। এমনকী, বাড়ির মা-বোনেরাও এই কটা দিন রিমোটের দখল নিয়ে সিরিয়াল দেখার বায়নাও করে না। শনিবার মুখোমুখি হয়েছিল ভারত আর পাকিস্তান। আর পড়শি এই দুই দেশ মুখোমুখি হলেই যে বেশ একটা টানটান উত্তেজনা থাকবে, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। পাকিস্তানকে হারিে ম্যাচ তো জিতে নিয়েছে ভারত। চলুন দেখে নেই, বিশ্বকাপের খেলা ফেলে কি আদৌ সিনেমা হলে লোক গেল দেখতে জওয়ান, মিশন রানিগঞ্জ, ফুকরে ৩ দেখতে?
মিশন রানিগঞ্জ বক্স অফিস:
নবম দিনে পা রাখল অক্ষয় কুমারের এই সিনেমা। শুরু থেকেই বক্স অফিসে টালমাটাল অবস্থা এই সিনেমার। Sacnilk.com-এর রিপোর্ট বলছে শনিবার এটি ঘরে তুলল মাত্র ২ কোটি। এর আগে শুক্রবারে ৪.৭৫ কোটি ঘরে তুলেছিল এই সিনেমা। কিন্তু দেখা গেল ভারত-পাক ক্রিকেট যুদ্ধের আবহে আরও একবার পড়ে গেল আয়। আপাতত বাই ওয়ান গেট ওয়ান অফার দিচ্ছে মিশন রানিগঞ্জ। আশা করা যাচ্ছে, রবিবারে এই অফারের জেরে আরও একবার উত্থান হতে পারে সিনেমার। ৯ দিনে ছবির মোট আয় ২৫.৫ কোটি। আরও পড়ুন: ‘বেবির জন্য নবরাত্রিতে ৯ দিন উপোস’, জেল থেকে জ্যাকলিনকে চিঠি সুকেশের
জওয়ান বক্স অফিস
শাহরুখ খানের ‘জওয়ান’ পেয়ে যেতে পারে ওয়ান্ডার মুভি-র তকমা। ৩৮ নম্বর দিনে এসেও হলে রাজত্ব করে যাচ্ছেন শাহরুখ খান। বিশ্বব্যাপী ১১০০ কোটির বেশি আয় করে ফেলেছে এই সিনেমা। শনিবারেও ঘরে তুলল ১.৭৫ কোটি। আর ৩৩ দিনে দেশে এই ছবির মোট আয় গিয়ে দাঁড়াল ৬৩৩.৭৮ কোটি। আশা রাখা যাচ্ছে, জওয়ান-এর গাড়ি ৬৫০ কোটির ঘর পার করেই যাবে। আরও পড়ুন: সব পুরুষই বুঝি এরকম!’, বিপুল শাহ-র সঙ্গে দ্বিতীয় বিয়ে বদলে দেয় শেফালির ধারণা
ফুকরে ৩ বক্স অফিস
শুক্রবার ন্যাশনাল সিনেমা ডে-তে লম্বা লাফ মেরেছিল ফুকরে ৩-ও। তবে শনিবার বিশ্বকাপের বাজারে এই ছবির অবস্থাও তথৈবচ। পুলকিত সম্রাটা, রিচা চাড্ডা, পঙ্কজ ত্রিপাঠি-র সিনেমার আয় হল মাত্র ১.৬৫ কোটি। ১৭ দিনে ৮৮ কোটির ঘরে দাঁড়িয়ে কমেডি ঘরনার এই সিনেমা। রবিবার ও আগামী সপ্তাহে আয়ের অঙ্ক এভাবেই ধরে রাখতে পারলে ১০০ কোটির ঘরে ঢুকে পড়তে পারবে ফুকরে ৩ অনায়াসেই।