প্রথমবার ব্যোমকেশ সিরিজে অভিনেত্রী পাওলি দাম। আসছে ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’। ফের একবার আবির চট্টোপাধ্যায় এবং সোহিনী সরকারের জুটিকে পর্দায় দেখতে পাবেন দর্শক। অরিন্দম শীলের পরিচালনায় আসছে এই ব্যোমকেশ বক্সী ফ্র্যাঞ্চাইজি। আর এই সিরিজে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পাওলিকে। পরিচালক অরিন্দম শীলের সঙ্গেও এই প্রথম কাজ অভিনেত্রীর।
মজার বিষয় হল, কয়েক বছর আগে প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষের ঘোষণা করা একটি ছবিতে ব্যোমকেশ বক্সীর স্ত্রী সত্যবতীর ভূমিকায় অভিনয় করার বিষয় শোনা গিয়েছিল। প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের সঙ্গে অভিনয় করার কথা ছিল। ছবির আনুষ্ঠানিক ঘোষণা হলেও, শেষ পর্যন্ত তৈরি হয়ে ওঠেনি সেই ছবি।
বহুমুখী প্রতিভাসম্পন্ন এই অভিনেত্রী ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’ ছবিতে সুলোচনার ভূমিকায় অভিনয় করেছেন। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অসমাপ্ত গল্প 'বিশুপাল বধ' গল্প অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবি। সম্প্রতি এক সাক্ষাৎকারে পাওলি স্বীকার করেছেন, সুলোচনা এমন একটি চরিত্র যা চিরকাল তাঁর সঙ্গে থাকবে।
আরও পড়ুন: ১৬ ফুটের ‘গীতবিতান’ থেকে বেরালো ‘কলকাতা চলন্তিকা’র টিম, চলছে ফাটিয়ে ছবির প্রচার
খানিক উচ্ছ্বাসের সুরেই পাওলি বলেন, ‘এমন কিছু চরিত্র আছে যেগুলি ছবির শ্যুটিং শেষ হয়ে যাওয়ার কয়েক বছর পরও মনের মণিকোঠায় রয়ে যায়। ‘কালবেলা’-তে মাধবীলতার চরিত্রে অভিনয় করার সময়ও একই ঘটনা ঘটেছিল। সুলোচনাও তেমনই একটি চরিত্র। শ্যুটিংয়ের শেষদিনে যখন অরিন্দমদা আমায় বলল, আমি আক্ষরিক অর্থেই কেঁদে ফেললাম। এতটাই আন্তরিক সংযোগ হয়ে উঠেছিল।’
এই নিয়ে অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে তৃতীয় ছবিতে কাজ করছেন পাওলি। এর আগে 'বেডরুম' এবং 'তৃতীয় অধ্যায়' নামে দুটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। বন্ধু আবিরকে নিয়ে গর্ববোধ করে অভিনেত্রী বলেন, ‘একজন ব্যক্তি এবং শিল্পী উভয় হিসেবে আবির যেভাবে নিজেকে আরও পরিণত করেছে, সত্যিই অনুপ্রেরণামূলক। ও কিছু ব্যতিক্রমী কাজ করেছে এবং আমি ওকে নিয়ে গর্বিত।’
আরও পড়ুন: একটা বিশেষ কারণে শাহরুখের মন্নতে হাজির হয়েছিলেন আমির! জানলে চমকে উঠবেন
১৯৭১ সালের নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে লেখা ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’র গল্প। একটি নাটকের মঞ্চ থেকে গল্পের শুরু। ভরা প্রেক্ষাগৃহে নাটকের মঞ্চে একটি খুন হয়। আর সেই খুনের নেপথ্যে কী লুকিয়ে রয়েছে? এরপরই মামলার গভীরে প্রবেশ করে ব্যোমকেশ। প্রেম, বিশ্বাসঘাতকতা, একে একে পুরোটা প্রকাশ্যে আসে। ব্যোমকেশের হাতে কীভাবে রহস্য উন্মোচন হবে, তা সমাধানই গল্পের মূল বিষয়।
‘ব্যোমকেশ হত্যামঞ্চ’ ছাড়াও পাওলির হাতে কৌশিক গঙ্গোপাধ্য়ায়ের ‘পালন’ এবং পরিচালক জুটি লীনা গঙ্গোপাধ্য়ায়-শৈবাল বন্দ্যোপাধ্য়ায়ের ‘খেলাঘর’-এর মতো ছবি রয়েছে। আগামী ১১ অগস্ট মুক্তি পাবে ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’।