বাংলা নিউজ > বায়োস্কোপ > CCL Final: কর্নাটককে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ান 'আন্ডারডগ' বেঙ্গল টাইগার্স, কান্না থামল না যিশুর!

CCL Final: কর্নাটককে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ান 'আন্ডারডগ' বেঙ্গল টাইগার্স, কান্না থামল না যিশুর!

প্রতিশোধ নিল বাংলা

CCL Final 2024: তিরুবনন্তপুরমের মাঠে ইতিহাস লিখল বাংলার নায়করা। সেলিব্রিটি ক্রিকেট লিগের ফাইনালে জয় যিশু-বাহিনীর। রুদ্ধশ্বাস ফাইনালে ১৩ রানে জিতল বেঙ্গল টাইগার্স। 

একেই বলে মধুর প্রতিশোধ! রবিবাসরীয় সন্ধ্যায় তিরুবন্তপুরমে সোনালি ইতিহাস লিখলেন যিশু সেনগুপ্ত ও তাঁর ছেলেরা। প্রথমবারের মতো সেলিব্রিটি ক্রিকেট লিগ বা সিসিএল-এর ট্রফি উঠল বেঙ্গল টাইগার্সের হাতে। কিচ্চা সুদীপের কর্নাটক বুলডোজারকে হারিয়ে এদিন রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল বাংলার ছেলেরা।

শুক্রবার প্রথম কোয়ালিফায়ারে কর্নাটকের কাছেই হারের মুখ দেখেছিল বাংলা। শুধু সেদিনের ম্যাচেই নয়, গ্রুপ পর্যায়ের ম্যাচেও এই দলের কাছে হেরেছে তাঁরা। সিসিএলের ইতিহাসে শক্তিশালী কর্নাটকের বিরুদ্ধে একটাও জয় পায়নি বেঙ্গল টাইগার্স। তাই আন্ডারডগ হিসাবে ফাইনালে পা দিয়েছিল যিশু অ্যান্ড কোম্পানি। তবে এদিন সব ইতিহাস ওলোট-পালোট করে ট্রফি কলকাতার ঝুলিতে। করব,লড়ব, জিতব মন্ত্রতেই বাজিমাত করল যিশু-ব্রিগেড। মেগা ফাইনালে কর্নাটক বুলডোজারকে ১৩ রানে পরাজিত করল বেঙ্গল টাইগার্স।

ম্য়াচ শেষে আবেগ বাধ মানল না গোটা টিমের। মাঠে দাঁড়িয়েই অঝোরে কাঁদলেন অধিনায়ক যিশু সেনগুপ্ত। ক্যাপ্টেনকে কাঁধে তুলে সেলিব্রেশনে মাতল গোটা টিম। এদিন বাংলার হয়ে ফের ব্য়াট হাতে ম্যাজিক দেখালেন জ্যামি বন্দ্যোপাধ্যায়। প্রথম ইনিংসে জ্যামির অর্ধশতরানে ভর করেই ফাইনালে দুর্দান্ত শুরু করে বাংলা। প্রথম ইনিংসে আজ এক ইঞ্চি জমি ছাড়েনি বোলাররাও।

১০-১০ ওভারে দুই ইনিংসে ভাগ করে খেলা হয় সিসিএলে। প্রথম ইনিংসে অর্থাৎ প্রথম ১০ ওভারে বাংলার ১১৮ রানের জবাবে মাত্র ৮৬-৭ রানেই আটকে যায় কিচ্চা সুদীপের দল। প্রথম ইনিংসে ৩২ রানের জরুরি লিড নেয় বেঙ্গল টাইগার্স। দ্বিতীয় ইনিংসে ম্যাচ জিততে ১৩৮ রান করতে হত কর্নাটককে। শেষের দিকে জ্বলে উঠলেও এই রানের পাহাড় অতিক্রম করতে পারেনি কর্নাটক।

এদিন ব্যাট হাতে যেমন বেঙ্গল টাইগার্সদের নায়ক জ্যামি, তেমনই বল হাতে জ্বলে উঠেন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। টুর্নামেন্টের সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন তিনি, ব্যাট হাতেও তৃতীয় সর্বোচ্চ রান স্কোরার রাহুল। গোটা টুর্নামেন্টে রানের নিরিখে এক নম্বরে বাংলার জ্যামি।

 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

‘গোয়ালঘর পরিষ্কার করে শুয়ে পড়লেই ক্যানসার সেরে যাবে', দাওয়াই যোগীর মন্ত্রীর কিং এর দাপট, সহজেই শ্রীলঙ্কার বিরুগ্ধে প্রথম টি-২০ জিতল উইন্ডিজ নতুন কাজ শুরু করা এবং বিনিয়োগ করা এড়ানো উচিত, দেখুন কী বলছে সাপ্তাহিক রাশিফল রবিবারেও কমলো আলিয়ার ছবির আয়! ৩ দিনের মাথায় কী অবস্থা 'ভিকি বিদ্যা'-'জিগরা'র? ২৩ বছরের বাচ্চার কাছেই হারলেন জকোভিচ!পরে বললেন, ‘এখানেই শেষ নয়,আগমী বছরেও ফিরব’… আজ সাগরে তৈরি হবে নিম্নচাপ, লক্ষ্মীপুজো থেকে ফের টানা বৃষ্টি নামবে দক্ষিণবঙ্গে করিম লালা থেকে দাউদ, বাবা সিদ্দিকির মৃত্যুতে চর্চায় বলিউডের আন্ডারওয়ার্ল্ড যোগ মেরুদন্ডের নিচের অংশে অস্ত্রোপচার! বর্ডার গাভাসকর ট্রফিতে নেই অজি অলরাউন্ডার… মাঝে মাঝে মিডিয়ায় বেলাইনে কথা বলে ফেলছে, এতে দোষ নেই, কিঞ্জলরা আসলে…: অরিত্র এই একাদশীতে হয় স্বয়ং পদ্মনাভের পুজো, জেনে নিন পাপঙ্কুশা একাদশীর গুরুত্ব

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.