বাংলা নিউজ > বায়োস্কোপ > এই কারণেই ৪৭-এও এত ফিট শিল্পা! এসব খান বলেই ধরে রেখেছেন যৌবন, দেখালেন নিজেই

এই কারণেই ৪৭-এও এত ফিট শিল্পা! এসব খান বলেই ধরে রেখেছেন যৌবন, দেখালেন নিজেই

ডায়েট শেয়ার করলেন শিল্পা শেট্টি। (ছবি-ইনস্টাগ্রাম)

সারাদিনে কী কী খান, শেয়ার করলেন শিল্পা! আপনিও যদি এরকমই ফিট হতে চান, তাহলে মিস করবেন না। 

নায়িকাদের পারফেক্ট ফিগারের ছবি দেখে চোখ বড় বড় নিশ্চয়ই আপনিও করেন। মনে মনে ভাবেন, আমাদের কেন এরকম হয় না! আসলে এর পিছনে বরাবরই থাকে কড়া ডায়েট। যার খানিক আভাস শিল্পা শেট্টি শেয়ার করলেন নিজের ইনস্টাগ্রামে।

ভিডিয়োতে দেখা যাচ্ছে একদম সকালে এক বাটি ফল আর চা খাচ্ছেন শিল্পা। আর বলছেন, ‘আমার চা কোনও মিল নয়। এটা একটা উদযাপন।’ এরপর দেখা যাচ্ছে শ্যুটের জন্য তৈরি হচ্ছেন শিল্পা। এতে তাঁর টিম তাঁকে প্রশ্ন করেন এটা কি দিনের ১০ নম্বর মিল খাচ্ছেন। যাতে বেশ মজা করেই উত্তর দেন, ‘এটা মোটেও কোনও মিল নয়, এটা একটা স্ন্যাক্স।’

ভিডিয়োর ক্যাপশনে শিল্পা লিখলেন, ‘কে বলে আমি বেশি বেশি করে মিল নেই রোজ। বাবলু একটুও মানবে না। এটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ।’

দেখুন সেই ভিডিয়োখানা-

মাত্র ১ দিনে ১.২ মিলিয়ান মানুষ এই ভিডিয়ো দেখে ফেলেছেন। অনেকেই মন্তব্য করে প্রশংসা করেছেন শিল্পার। একজন লিখেছেন, ‘আমাদের অনেকেরই ধারণা আছে সেলেবরা হাইফাই ডায়েট নেয়। তবে সে ভুল ভেঙে দিল শিল্পা। ঘরোয়া খাবার খেয়েও তাহলে ফিট থাকা যায়।’ অন্য জন লিখলেন, ‘তুমি কটা মিল খাচ্ছে সেটা কখনোই গুরুত্বপূর্ণ নয়। আসল হল তুমি কী খাচ্ছ। আর শিল্পার ডায়েট বলছে খুব হেলদি খাবার খান উনি।’

কাজের সূত্রে, শিল্পাকে এরপর দেখা যাবে রোহিত শেট্টির ওয়েব সিরিজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এ। যা অ্যামাজন প্রাইমে আসবে পরের বছর। এই ছবি দিয়েই ওটিটি ডেবিউ হবে শিল্পার। ছবিতে তাঁকে দেখা যাবে সিদ্ধার্থ মলহোত্রা আর রোহিতের সঙ্গে। অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছে নিকাম্মা-তে।

বন্ধ করুন