বেজে গিয়েছে কলকাতা চলচ্চিত্র উৎসবের ঘণ্টা। চারদিকে এখন যেন সাজো সোজা রব। নন্দন-সহ কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহগুলিকে সাজানোর কাজও প্রায় শেষ। উদ্বোধনে বলিউড থেকে কারা কারা আসবেন, জোরদার আলোচনা চলছে তা নিয়ে। টলিপাড়ার বিভিন্ন কলাকুশলীরা করছেন শেষ মুহূর্তের ছবি বাছাইয়ের কাজ। জানা যাচ্ছে, অভ্যর্থনা কমিটির চেয়ারম্যানের দায়িত্বে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। উত্তম কুমারের ছবি দিয়েই এবার শুরু হতে পারে চলচ্চিত্র উৎসবের পথচলা।
তবে এবার সামান্য একটা রদবদল আসতে চলেছে উদ্বোধনী অনুষ্ঠানে। এমনিতেই তো অমিতাভ বচ্চন এবার থাকবেন না বলে খবর মিলছে। তার মাঝে আরেক বদল। গত কয়েক বছর ধরে পরমব্রত চট্টোপাধ্যায় এবং জুন মালিয়া করে আসছেন উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা। তবে এবার পরমব্রত সেই দায়িত্ব থেকে নাকি সরে দাঁড়িয়েছেন। আর সেই জায়গায় সঞ্চালনার দায়ভার সামলাবেন চূর্ণী গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে ‘সারেগামাপা’-খ্যাত অবন্তী সিঁথি, চেনেন কি ‘শিসপ্রিয়া’-র পাত্রকে?
শোনা যাচ্ছে, পরমব্রত নাকি সেই সময় থাকছেন না শহরে। আর তা জানার পর থেকেই প্রশ্ন উঠছে, তাহলে কি পিয়ার সঙ্গে হানিমুনে যাচ্ছেন? চলতি সপ্তাহেই পিয়া চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেতা। অবশ্য গাঁটছড়া বললে ভুল হবে। সইসাবুদ করে হয়েছে বিয়েটা। আপাতত হাসপাতালে ভর্তি মানসিক স্বাস্থ্যকর্মী
আরও পড়ুন: ‘জানি না আর কটা জন্মদিনে তোমাকে পাব’, মাকে নিয়ে লিখলেন রান্নাঘর-এর সুদীপা
বিয়ের পরদিন দুপুরেই পেটে ব্যথা নিয়ে ঢাকুরিয়া আমরিতে ভর্তি হন পিয়া। পরীক্ষার পর স্পষ্টই জানা যায়, তাঁর কিডনিতে দিনকয়েক আগে যে স্টোন ধরা পড়েছিল তার জেরেই বেহাল দশা তাঁর। সঙ্গে সঙ্গেই হয় অস্ত্রোপচার। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, পিয়া এখন একদম স্থিতিশীল রয়েছেন। যদিও হাসপাতাল থেকে কবে ছাড়া পাবেন তা স্পষ্ট নয়। অসুস্থ স্ত্রীকে আগলে রাখছেন পরমব্রত।
এবার কলকাতা চলচ্চিত্র উৎসবে বলিউডের তারকাদের মধ্যে শাহরুখ খান, সলমন খান, সোনাক্ষী সিংহ, জয়া বচ্চন, অনিল কাপুরদের উপস্থিতির কথা শোনা যাচ্ছে। মনিরত্নম, অনুরাগ বসুর মতো পরিচালকরাও আসতে পারেন বলে জোর খবর। ফোকাস কান্ট্রি হওয়ার কথা স্পেন এবং অস্ট্রেলিয়ার।
বুধবার ২৯ নভেম্বর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সাংবাদিক সম্মেলনে সব ধোঁয়াশা পরিষ্কার হবে। সিনেমা প্রিয় বাঙালিও ঠিক করেনিতে পারবেন কোন কোন দিন তাঁরা যাবেন দেশ-বিদেশের সিনেমা দেখতে।