অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়ের মায়ের মৃত্যুবার্ষিকী ছিল মঙ্গলবার। মায়ের আত্মার শান্তিকামনায় পুজোয় বসেছিলেন অভিনেত্রী এবং তাঁর দুই বোন। সোশ্যাল মিডিয়ায় পাতায় সেই ছবি শেয়ার করে আবেগতাড়িত পোস্ট চূর্ণীর। হাতে কোশাকুশি নিয়ে, তাতে গঙ্গজল আর ফুল, তিন বোন পরস্পর পরস্পরের হাতে ছুঁয়ে।
‘স্পর্শ ক্ষমতা’ ছবিতে তিন বোনের বন্ধন ফুটে উঠেছে। বাবা অর্ধেন্দু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই মা সুদীপ্তা বন্দ্যোপাধ্য়ায়ের প্রথম বাৎসরিক কাজ করেন তিন মেয়ে। মায়ের বাৎসরিক কাজে বোনেদের সঙ্গে ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘মা... আজ তোমার বাৎসরিক ছিল। এক বছরেরও বেশি সময় কেটেছে, তোমাকে আমাদের মধ্যে মিস করি। সেই পরিবারের সকলের একসঙ্গে থাকাটা এবং বড় ঠান্ডার গ্লাসটা।’
আরও পড়ুন: ফুসফুসে মারাত্মক সংক্রমণ, প্রয়াত তামিল অভিনেত্রী মীনার স্বামী বিদ্যাসাগর

অভিনেত্রী আরও লিখেছেন, ‘তোমার শান্তি ও মঙ্গলের জন্য আমরা বোনেরা যখন মন্ত্র উচ্চারণ করে শ্রদ্ধা নিবেদন করেছি, আমরা পরস্পরকে আগলে রেখেছিলাম। আমার হাতের উপর ওঁদের নরম হাতের তালু। এ ভাবেই আজীবন আমরা তিন বোন এক হয়ে তোমাকে স্মরণ করব।’
শেষে তিনি লেখেন, ‘এটাই ভালোবাসার স্পর্শের শক্তি। এটাই তোমার সৃষ্টির শক্তি।’ অভিনেত্রী চূর্ণীর কথায়, তাঁর বাবা শয্যাশায়ী। প্রয়াত স্ত্রীর অভাব ভীষণ ভাবে অনুভব করেন। এই যন্ত্রণা ভাগ করে নেওয়ার মতো কেউ নেই।