বাংলা নিউজ > বায়োস্কোপ > Prakash Raj-Chandrayan 3: চন্দ্রযান ৩ নিয়ে ব্যঙ্গ, মোদীকে অপমান! আইনি জটিলতায় প্রকাশ রাজ

Prakash Raj-Chandrayan 3: চন্দ্রযান ৩ নিয়ে ব্যঙ্গ, মোদীকে অপমান! আইনি জটিলতায় প্রকাশ রাজ

প্রকাশ রাজের বিরুদ্ধে FIR

টুইটে জামা ও লুঙ্গি পরা একটি কার্টুন চরিত্রের চাওয়ালার ছবি পোস্ট করেছিলেন প্রকাশ রাজ। যাঁকে এক পাত্র থেকে আরেক পাত্রে চা ঢালতে দেখা গিয়েছিল। চায়ের পাশাপাশি তার শরীরও যেন খানিক বেঁকে গিয়েছে। ক্যাপশনে প্রকাশ রাজ লেখেন- ‘ব্রেকিং নিউজ--ল্যান্ডার বিক্রমের মাধ্যমে চাঁদের প্রথম ছবি… ওয়াও…এমনি প্রশ্ন করছি’।

চন্দ্রযান ৩ কখন চাঁদ ছোঁবে? ইতিহাস তৈরির অপেক্ষায় রয়েছে দেশবাসী। এরই মাঝে বিতর্কিত টুইট করে বহুলোকজনের চক্ষুশূল হয়েছেন পর্দার ভিলেন, অভিনেতা প্রকাশ রাজ। চন্দ্রযান-৩ মিশনকে উপহাস করার অভিযোগে এবার প্রকাশ রাজের বিরুদ্ধে কর্ণাটকের বাগালকোট জেলার এক থানায় দায়ের হল অভিযোগ।

জানা যাচ্ছে, দেশের গর্ব চন্দ্রযান- ৩কে উপহাস করার জন্য হিন্দু সংগঠনের নেতারা বগালকোট জেলার বানাহাট্টি থানায় অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। এবং ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ঠিক কী ছিল প্রকাশ রাজের টুইটে?

রবিবার নিজের টুইটে জামা ও লুঙ্গি পরা একটি কার্টুন চরিত্রের চাওয়ালার ছবি পোস্ট করেছিলেন প্রকাশ রাজ। যাঁকে এক পাত্র থেকে আরেক পাত্রে চা ঢালতে দেখা গিয়েছিল। চায়ের পাশাপাশি তার শরীরও যেন খানিক বেঁকে গিয়েছে। এই ছবির ক্যাপশনে প্রকাশ রাজ লেখেন- ‘ব্রেকিং নিউজ--ল্যান্ডার বিক্রমের মাধ্যমে চাঁদের প্রথম ছবি… ওয়াও…এমনি প্রশ্ন করছি’। আর এরপরই শুরু হয় জোর সমালোচনা। নেটপাড়ার একাংশ বেজায় চলে যান অভিনেতার উপর।

আরও পড়ুন-‘মুম্বইয়ের লোকজন ভীষণ…’ সানি দেওলের সঙ্গে কাজ সেরে ফেরা তনুশ্রীর অভিজ্ঞতা কেমন

আরও পড়ুন-‘প্যায়ার কা পঞ্চনামা’র প্রথম পার্টে বিকিনি পরিনি, স্বচ্ছন্দ্য বোধ করতাম না: নুসরত

আরও পড়ুন-‘আমি কেরালা চাওয়ালার কথা বলেছি, আপনারা কোন চাওয়ালাকে দেখলেন?’ সমালোচনার জবাব দিলেন প্রকাশ রাজ

এমন টুইট দেখে অনেকেরই মনে হয় মনে হয় একসময়ের চা বিক্রেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অপমান করে পোস্ট করেছেন প্রকাশ রাজ। আর তাতেই অভিনেতা, পরিচালকের রুচি নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে। কেউ কেউ লেখেন, ‘আপনি আর কত নীচে নামবেন, ঘৃণা হচ্ছে। ভাবতে অবাক লাগছে আপনি একজন ভারতীয়’। কেউ তাঁকে, ‘নির্লজ্জ’ বলে তুলোধনা করেন তো কেউ ‘দেশদ্রোহী’ তকমা দিয়ে শাস্তির দাবি জানান।

যদিও তীব্র সমালোচনার মুখে পড়ে পাল্টা উত্তর দেন অভিনেতা। তবে তাতে বোঝা যায়, তিনি নিজের অবস্থায় থেকে সরতে নারাজ। জবাবে তিনি লেখেন, ‘ঘৃণা শুধু ঘৃণাই দেখতে পায়... আমি # আর্মস্ট্রং সময়ের একটি রসিকতার কথা বলছিলাম।... আমারা কেরালা চাওয়ালার উদযাপন করছি... ট্রোলরা এখানে কোন চাওয়ালাকে দেখেছেন? আপনারা যদি এই রসিকতা বুঝতে না পারেন, তাহলে সেটাও হাস্যকর .. তাহলে আমনাদের আরও বড় হতে হবে। এটাই বলার ছিল শুধু।’

আর এমন জবাবে আরও চটে যান নেটপাড়ার একাংশ। কমেন্টের বন্যা বয়ে যায়। যদিও মোদী বিরোধীরা আবার প্রকাশ রাজের পক্ষ নেন। 

বন্ধ করুন