বাংলা নিউজ > বায়োস্কোপ > Prakash Raj-Chandrayan 3: ‘আমি কেরালা চাওয়ালার কথা বলেছি, আপনারা কোন চাওয়ালাকে দেখলেন?’ সমালোচনার জবাব দিলেন প্রকাশ রাজ

Prakash Raj-Chandrayan 3: ‘আমি কেরালা চাওয়ালার কথা বলেছি, আপনারা কোন চাওয়ালাকে দেখলেন?’ সমালোচনার জবাব দিলেন প্রকাশ রাজ

প্রকাশ রাজের টুইট বিতর্ক

প্রকাশ রাজ লেখেন, ‘ঘৃণা শুধু ঘৃণাই দেখতে পায়... আমি # আর্মস্ট্রং সময়ের একটি রসিকতার কথা বলছিলাম।... আমারা কেরালা চাওয়ালার উদযাপন করছি... ট্রোলরা এখানে কোন চাওয়ালাকে দেখেছেন? আপনারা যদি এই রসিকতা বুঝতে না পারেন, তাহলে সেটাও হাস্যকর .. তাহলে আমনাদের আরও বড় হতে হবে। এটাই বলার ছিল শুধু।’

চন্দ্রযান-থ্রি কখন চাঁদে পৌঁছবে, তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ১৪০ কোটি ভারতীয়, চলছে প্রার্থনা। তারই মাঝে বিতর্কিত টুইট করে বসেন প্রকাশ রাজ। আর তাতেই চটে যান নেটিজেনদের একাংশ। তাঁদের বেশিরভাগেরই দাবি, ‘রাজনৈতিক মতাদর্শের সঙ্গে জাতীয় স্বার্থ গুলিয়ে ফেলা মোটেই ঠিক নয়।’ কেউ কেউ আবার প্রকাশ রাজের টুইট ছেলে ছিঃ ছিঃ করতে শুরু করে দেন।

টুইটারে লাগাতার সমালোচনার মুখে এবার পাল্টা উত্তর দিলেন প্রকাশ রাজ। ঠিক কী লিখেছেন তিনি? নাহ, লোকের নিন্দায় অভিনেতা, পরিচালক অবশ্য দমেননি, উল্টে নেটনাগরিকদের ‘বড় হওয়ার’ পরামর্শ দিয়েছেন তিনি।

সমালোচনার পাল্টা জবাবে প্রকাশ রাজ লেখেন, ‘ঘৃণা শুধু ঘৃণাই দেখতে পায়... আমি # আর্মস্ট্রং সময়ের একটি রসিকতার কথা বলছিলাম।... আমারা কেরালা চাওয়ালার উদযাপন করছি... ট্রোলরা এখানে কোন চাওয়ালাকে দেখেছেন? আপনারা যদি এই রসিকতা বুঝতে না পারেন, তাহলে সেটাও হাস্যকর .. তাহলে আমনাদের আরও বড় হতে হবে। এটাই বলার ছিল শুধু।’

আরও পড়ুন-‘জাদ-এর স্পর্শে অস্বস্তি বোধ করতাম’, Bigg Boss OTT শেষে মুখ খুললেন জিয়া শঙ্কর

আরও পড়ুন-গদর ২, OMG 2-র সঙ্গে পাঙ্গা! মুক্তির ১০ দিনের মাথায় রজনীকান্তের 'জেলর'-এর আয় জানেন?

আরও পড়ুন-গদর-২র সাফল্যে বর্ডার-২র ঘোষণা, এবার আসছে সানির ‘মা তুঝে সলম-২’

প্রসঙ্গত, গতি কমিয়ে একেবারে চাঁদের কাছাকাছি পৌঁছে গিয়েছে ভারতের মহাকাশযান। মহাকাশ গবেষণায় দেশকে নতুন দিশা দেবে চন্দ্রযান ৩। ভারতের এই বিরাট কীর্তি নিয়েই মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম এক্স (অতীতে টুইটার) ব্যাঙ্গাত্মক পোস্ট করেছিলেন প্রকাশ রাজ। তাঁর টুইটে জামা ও লুঙ্গি পরা একটি কার্টুন চরিত্রের চাওয়ালাকে দেখা গিয়েছিল। যাঁকে এক পাত্র থেকে আরেক পাত্র চা ঢালতে দেখা যায়। চায়ের পাশাপাশি তার শরীরও যেন খানিক বেঁকে গিয়েছে। এই ছবির ক্যাপশনে প্রকাশ রাজ লেখেন- ‘ব্রেকিং নিউজ--ল্যান্ডার বিক্রমের মাধ্যমে চাঁদের প্রথম ছবি… ওয়াও…এমনি প্রশ্ন করছি’।

আর এই টুইটদেখেই চটে যান নেটপাড়ার একাংশ। তাঁদের মনে হয় একসময়ের চা বিক্রেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অপমান করে এমন পোস্ট করেছেন প্রকাশ রাজ। আর তাতেই অভিনেতার, পরিচালকের রুচি নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে। কেউ কেউ প্রশ্ন করেন, ‘আপনি আর কত নীচে নামবেন, ঘৃণা হচ্ছে। ভাবতে অবাক লাগছে আপনি একজন ভারতীয়’। কেউ তাঁকে, ‘নির্লজ্জ’ বলে তুলোধনা করেন তো কেউ ‘দেশদ্রোহী’ তকমা দিয়ে শাস্তির দাবি জানান। কারোর মতে, রিল নয় রিয়েল লাইফেও প্রকাশ রাজ নেতিবাচক চরিত্র। কেউ আবার অভিনেতার মানসিক সুস্থতার কামনা করেন। আর এরপরই পাল্টা মুখ খুললেন পর্দার ভিলেন। 

বন্ধ করুন