দাদাগিরির মঞ্চে সৌরভের নানান মুড উঠে আসে। পাশাপাশি অনেক ভূমিকাতেও পাওয়া যায় তাঁকে। প্রতিযোগিদের জন্য ঘটকালি করেন, আবার কখনও লাভগুরু ভূমিকায় মহারাজ।
সোশ্যাল মিডিয়া সেনসেশন RJ প্রিয়াঙ্কা এবার হাজির দাদাগিরিতে। ফেসবুকে নিমেষে ভাইরাল হয় প্রিয়াঙ্কার ভিডিয়ো। পরীক্ষা থেকে প্রেম, সব বিষয়কেই নিজের দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্য়া করেন এই রেডিও জকি। কিন্তু আফসোস প্রেমিক জুটছে না। তাই দাদাগিরির মঞ্চে প্রেমের খোঁজে হাজির এই ভাইরাল কন্যে। তাঁকেই সম্পর্ক নিয়ে টিপস দিলেন সৌরভ।
দাদা সরাসরি জিগ্গেস করেন, ‘প্রেম করার চেষ্টা চলছে, হচ্ছে না?’ উলটো দিক থেকে জবাব আসে- ‘কেউ পাত্তাই দিচ্ছে না’। এ কথা শুনে মহারাজের জবাব, ‘আসলে বুঝতে পারছে না। প্রেমের কথাটা একটু রোম্যান্টিক হয়ে বলতে হবে’। ক্রিকেট মাঠ কাঁপানো এই তারকা ব্যাটসম্যান যে মাঠের বাইরে আদ্যপান্ত এক প্রেমিক মানুষ তা বুঝতে অসুবিধা হয় না কারুর। পাশের বাড়ির মেয়ে ডোনার সঙ্গে গোপনে প্রেম, এমনকি পরিবারের কাছে গোপন রেখে বিয়েটাও সেরে ফেলেছিলেন সৌরভ।
তাই লাভগুরুর অবতারে মাঝেমধ্যেই ধরা দেন তিনি। এর আগে ইসরোর বিজ্ঞানী শুভ্রদীপ আর মডেল তথা অভিনেত্রী কিরণকেও সম্পর্ক নিয়ে টিপস দিতে দেখা গিয়েছিল সৌরভকে। আবার রাঙা বউ সিরিয়ালের অনি আর কুসুমের উদ্দেশে তিনি বলেছিলেন, ‘প্রেমে পড়া বেশ ভালো ব্যাপার’।
তবে সৌরভ শুধু প্রেমের টিপস দিয়েই থামলেন তা নয়। ফের একবার দাদাগিরির মঞ্চে দেখা গেল সৌরভের নাচের জলওয়া। এবার তো শ্রীদেবীর আইকনিক গানে ফাটিয়ে নাচলেন দাদা।
দাদাগিরি-র মঞ্চে দাঁড়িয়ে সৌরভ নিজেই 'এয়লান' করেছেন তাঁর নাচ দেখে ‘লজ্জিত’ মেয়ে সানা! প্রথিতযশা নৃত্যশিল্পী বউ, অথচ নাচে এবিসিডি শেখা হয়নি সৌরভের কিন্তু তাই বলে নাচ থেকে দূরে থাকেন না তিনি। সুযোগ পেলেই কোমর দোলান। প্রোমোতে স্পষ্ট আসন্ন এপিসোডে ভিস্যুয়াল প্রশ্ন থাকছে। সেখানেই এক মেয়েকে দেখা যাবে মিস্টার ইন্ডিয়ার ‘হাওয়া হাওয়াই’-এর অবতারে।
হাতে পালকের হলুদ হাতপাখা নিয়ে শ্রীদেবীর গানে স্টেপ ম্যাচ করলেন সৌরভ। যা দেখে চোখ ছানাবড়া নেটিজেনদের। বউ,মেয়ের টিপন্নি উপেক্ষা করে দাদাগিরির মঞ্চে সৌরভের নাচে ফুলস্টপ নেই। কখনও জামাল কুদু তো কখনও ‘ঝুমকা’য় কোমর দোলাচ্ছেন দাদা। এবার বাদ গেল না এই আইকনিক গানও।
বিগবসের সঙ্গে যেমন সলমন খানের নাম ওতোপ্রোতভাবে জড়িয়ে, তেমনই বাঙালির কাছে দাদাগিরি আর সৌরভ গঙ্গোপাধ্যায় দুটো সমার্থক শব্দ। ‘দাদাগিরি’ সিজন ১০- টিআরপি তালিকায় চলতি সপ্তাহে পিছিয়ে রয়েছে দিদি নম্বর ১-এর কাছে। মাত্র ৬ রেটিং পয়েন্টে আটকে গিয়েছে এই শো। অন্যদিকে ৭.৩ রেটিং পয়েন্ট নিয়ে নন-ফিকশনে এক নম্বরে রচনার দিদি নম্বর ১।