প্রত্যেকের জীবনেই এমন কিছু কিছু ভয়ের স্মৃতি থাকে, যা কখনও ভোলা যায় না। অভিনেত্রী ওয়াহিদা রহমানও এর ব্যতিক্রম নন। ভয়ের স্মৃতি প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেছেন, ‘তিসরি কসম’ ছবির শ্যুটিংয়ের সময়কার কথা। সেই সময়ে তাঁর সঙ্গে ছিলেন রাজ কাপুর। কী হয়েছিল সেখানে? সম্প্রতি সেই কথা জানিয়েছেন ওয়াহিদা।
হালে আরবাজ খানের একটি চ্যাট শোয়ে হাজির হয়েছিলেন অশীতিপর অভিনেত্রী। আরবাজ তাঁর থেকে শুনতে চেয়েছিলেন তাঁর কেরিয়ারের গোড়ার দিকের কথা। আর সেই প্রসঙ্গেই আসে রাজ কাপুরের কথাও। তখনই ওয়াহিদা রহমান জানান ‘তিসরি কসম’ ছবির কথা।
এই ছবির পরিচালক ছিলেন বাসু ভট্টাচার্য। এর আগে রাজ কাপুর বহু ছবি করে ফেলেছেন। বেশ কিছু সিনেমা করা হয়ে গিয়েছে ওয়াহিদারও। কিন্তু এটি ছিল তাঁদের দু’জনের প্রথম একসঙ্গে কাজ। সেই সময়ে তাঁরা শ্যুটিং সেরে ট্রেনে করে মুম্বই ফিরছিলেন। মধ্যপ্রদেশের একটি ছোট স্টেশনে ট্রেন ধরেন তাঁরা। আর সেখানেই বাধে গণ্ডগোল। কী হয়েছিল সেখানে?
ওয়াহিদা জানিয়েছেন, যে শহরের স্টেশনে তাঁরা দাঁড়িয়েছিলেন, সেখানে বেশ কিছু কলেজ ছিল। সেই সব কলেজের পড়ুয়ারা স্টেশনে চলে আসেন রাজ আর তাঁর সঙ্গে দেখা করতে। রাজ কাপুর বেশ ভদ্র ভাবেই পড়ুয়াদের সঙ্গে দেখা করেন। কয়েক জনের সঙ্গে হাতও মেলান। কিন্তু এর পরেই শুরু হয় গণ্ডগোল।
ওয়াহিদা রহমানের কথায়, ‘আমি তখন আমার বোন আর হেয়ার ড্রেসারের সঙ্গে অন্য একটা কামরায় ছিলাম। রাজ কাপুর জনতার সঙ্গে দেখা করেন। কিন্তু তার পরে ওঁরা দাবি করতে থাকেন, আমার সঙ্গেও দেখা করবেন। তাতেই বাদ সাধেন রাজ। সেখান থেকেই শুরু হয় ঝামেলা।’
ওয়াহিদা রহমান এর পরে বলেন, তিনি রাজ কাপুরকে বলেছিলেন বিষয়টি ছেড়ে দিতে। কিছু সমস্যা হবে না। তিনি দেখা করে নিতে চেয়েছিলেন জনতার সঙ্গে। কিন্তু রাজ রাজি হননি। তিনি বলেন, কোনও দরকার নেই। কী থেকে কী হয়ে যায়, তার ঠিক নেই। তাই শেষ পর্যন্ত ওয়াহিদা ট্রেন থেকে নামেননি। এর পর জনতার উত্তেজনা বাড়তে থাকে। তাঁরা বলেন, শ্যুটিংয়ের কারণে তাঁদেরও অনেক সমস্যা হয়েছে। ফলে তাঁরা ছেড়ে দেবে না। শুরু হয় পাথরের বৃষ্টি। এই ঘটনায় রীতিমতো ক্ষেপে যান রাজ কাপুর। তিনি তেড়েও যাওয়ার চেষ্টা করেন বলেন জানিয়েছেন ওয়াহিদা।
এর পরে পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন রাজের এই বন্ধু। তিনি আকাশে গুলি ছুড়ে পরিস্থিতি ঠান্ডা করেন। উতপ্ত জনতা সেখান থেকে চম্পট দেয়। তবে সেই পাথর ছোড়ার ঘটনা আজও তাঁকে আতঙ্কে রাখে বলে জানিয়েছেন ওয়াহিদা রহমান।