বিগত বেশ কিছুদিন ধরেই কলকাতায় আছেন বাংলাদেশের বিখ্যাত অভিনেত্রী পরীমনি। সঙ্গে আছে তাঁর একরত্তি ছেলে পদ্মও। বর্তমানে তিনি কলকাতায় ফেলু বক্সি ছবির শ্যুটিং করছেন। তিনি যখন কলকাতায় বর্তমান তখন এই একই শহরে এসে পৌঁছলেন তাঁর প্রাক্তন স্বামী শরিফুল রাজ। অভিনেত্রী কিছুদিন আগেই জানিয়েছেন তাঁর কাছে রাজ মৃত। কিন্তু অভিনেতাও কি সেই একই জিনিস মনে করেন, নাকি প্রাক্তন স্ত্রী পুত্রের টানেই এলেন এই শহরে? না। ব্যাপারটা সেটা নয়। তিনিও কাজের জন্যই কলকাতায় এসেছেন।
কলকাতায় শরিফুল রাজ
২০২৪ সালেই মুক্তি পাচ্ছে শরিফুল রাজের নতুন ছবি ওমর। সেই ছবিটির একটি আইটেম গানে পারফর্ম করেছেন দর্শনা বণিক। তাঁদের সেই গানের লুকেই এদিন দেখা যায়। শরিফুলের বাহুলগ্না হয়ে দাঁড়িয়ে দর্শনা। কখনও কাঁধে হাত রাখছেন, কখনও ডুবছেন একে অন্যের চোখে। তাঁদের এই ভিডিয়ো ভাইরাল হতেই বইছে কটাক্ষের বন্যা।
আসলে এই গানে দর্শনা বণিককে যে লুকটা দেওয়া হয়েছে সেটার সঙ্গে রাওয়ান ছবিতে চামাক চালো গানে করিনার যে লুক ছিল সেটার সঙ্গে হুবহু মিল আছে। অভিনেত্রীর পরনে এদিন কালো ব্লাউজ এবং গোলাপি শাড়ি দেখা যায়। সঙ্গে সরু আঁচল। কপালে টিকলি, দুহাত ভর্তি গোলাপি চুরি। অন্যদিকে শরিফুল রাজ কালো শার্টের উপর সাদা জ্যাকেট এবং অলিভ রঙের একটি প্যান্ট পরেছিলেন।
কে কী বলছেন?
টলিউড অনলাইনের তরফে এই ভিডিয়ো প্রকাশ্যে আনার পরই বয়ে গিয়েছে কমেন্টের বন্যা। এক ব্যক্তি লেখেন, 'ছেলেটার চোখ বারবার দর্শন আর বুকের ওপরে গিয়ে পড়ছে, হি ইজ নট এ প্রফেশনাল অ্যাক্টর।' কেউ আবার লেখেন, 'সৌরভ দার জ্বলেনি?' তৃতীয় ব্যক্তি লেখেন, 'চামাক চালো'র স্টাইল কপি পেস্ট করা। চতুর্থ ব্যক্তি লেখেন, 'কী দেখে পরিচালকরা রাজকে সিনেমায় নেয় কে জানে, রুচির মানবিক বিপর্যয়।' আরেকজন মজা করে লেখেন, 'দর্শনা আপু সাবধান কিন্তু। পরিমনী আপনার ছালবাকল তুলে ফেলবে! অপেক্ষা করেন একটা ফেসবুক পোষ্টের।'